অনুমতি ছাড়াই স্যাটেলাইট ফোন ব্যবহারের অভিযোগে তিন বিদেশি নাগরিককে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী কালীন জামিন দিল জলপাইগুড়ি জেলা আদালত। মঙ্গলবার বিকেলে সরকারি, ধৃতদের পক্ষের আইনজীবীর প্রায় এক ঘণ্টা সওয়াল শোনার পরে সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ওই নির্দেশ দেন মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুব্রত ঘোষ। আদালত সূত্রে জানা গিয়েছে, জামিন পাওয়া ওই বিদেশি নাগরিকরা দেশ ছাড়তে পারবেন না।
জেলা আদালতের আওতাধীন এলাকায় তাঁদের থাকতে হবে। দু’সপ্তাহ এক দিন করে এবম পরে মাসে এক দিন মেটেলি থানায় হাজিরা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা আদালতে সরকারি আইনজীবী শান্তা চট্টোপাধ্যায় বলেন, “আদালত দুই পক্ষের বক্তব্য শুনে জামিন দিয়েছেন। ১৪ দিন পরে ফের তাঁদের আদালতে তোলা হবে।”
ধৃতদের আইনজীবী বিদ্যুৎ ঘোষ বলেন, “আদালত ধৃত বিদেশি নাগরিকদের অন্তর্বর্তীকালিন জামিনের আবেদন মঞ্জুর করেছে।” অনুমতি ছাড়া একাধিক স্যাটেলাইট ফোন ব্যাবহারের অভিযোগে গত শনিবার চালসার একটি হোটেল থেকে একটি সংস্থার সদস্য জার্মান নাগরিক লার্স ওয়াডেন, বেলজিয়ামের নাগরিক বেনোইট মারি থেরেস বকম্যান ও ইংল্যান্ডের নাগরিক ডিন মেটসনকে পুলিশ গ্রেফতার করে।
|