টুকরো খবর
১৪ মাস পর উঠল নিষেধাজ্ঞা, অলিম্পিকে ফিরল ভারত

১১ ফেব্রুয়ারি
নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যেই আইওএ-র নিষেধাজ্ঞা তুলে নিল আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। রবিবার আইওএ-র সংবিধানে পরিবর্তন আনার পাশাপাশি নির্বাচনপর্ব মেটার পরই আইওসি-র পর্যবেক্ষকরা ইঙ্গিত দিয়েছিলেন দ্রুত অলিম্পিকে ফিরবে ভারত। মঙ্গলবার আইওসি বিবৃতিতে জানিয়েছে, “এক্সিকিউটিভ বোর্ড (ইবি) মঙ্গলবার সোচিতে বৈঠকের পর আইওএ-র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আইওএ-র নির্বাচন ও বৈঠক নিয়ে আইওসি-র প্রতিনিধিরা রিপোর্ট দেওয়ার পরই ইবি-র এই সিদ্ধান্ত।” ১৪ মাসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আন্তর্জাতিক ইভেন্টে ভারতীয় অ্যাথলিটদের দেশের পতাকা নিয়ে নামায় আর কোনও বাধা রইল না। সোচি শীতকালীন অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেওয়া তিন ভারতীয় অ্যাথলিটকে তেরঙা হাতে দেখার ব্যাপারেও নিশ্চিত করেছে আইওসি। “অলিম্পিকের ইতিহাসে এই প্রথম কোনও জাতীয় অলিম্পিক কমিটির নিষেধাজ্ঞা গেমস চলাকালীনই তুলে নেওয়া হল। ৭ ফেব্রুয়ারি সোচি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় অ্যাথলিটরা অলিম্পিক পতাকা নিয়ে ঢুকলেও এখন আইওসি-র হয়ে খেলতে পারবেন। ২৩ ফেব্রুয়ারি সমাপ্তি অনুষ্ঠানেও জাতীয় পতাকা নিয়ে হাঁটতে পারবেন। নিষেধাজ্ঞা ওঠা ও ভারতীয় অ্যাথলিটদের স্বীকৃতি দিতে সোচি অলিম্পিক ভিলেজে ভারতের জাতীয় পতাকাও তোলা হবে,” জানিয়েছে আইওসি।

কর্নাটকের ৬০০
ইরানি ট্রফিতে অবশিষ্ট ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬০৬ কর্নাটক। স্টুয়ার্ট বিনির (১২২) পর সেঞ্চুরি করলেন চিদম্বরম গৌতমও (১২২)। প্রথম ইনিংসে অবশিষ্ট ভারতের ২০১ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে কর্নাটক ছিল ৩৯০-৫। এ দিন তার সঙ্গে যোগ হয় দুশোরও বেশি রান। দ্বিতীয় ইনিংসে অবশিষ্ট ভারত ১১৪-৩। মাত্র ৯ করে আউট গৌতম গম্ভীর। ক্রিজে আছেন বাবা অপরাজিত (৪২ ব্যাটিং) এবং দীনেশ কার্তিক (৯ ব্যাটিং)। অবশিষ্ট ভারত বোলারদের মধ্যে ছ’উইকেট নিয়েছেন রাজস্থানের পেসার পঙ্কজ সিংহ (৬-১২২)। ব্যর্থ অশোক দিন্দা (১-১৩৮)।

সোম-য়ুকির বিদায়
কলকাতা চ্যালেঞ্জার টেনিসের ডাবলসে প্রথম তিন বাছাই-ই প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন। মঙ্গলবার দ্বিতীয় বাছাই য়ুকি ভামব্রি-মাইকেল ভেনাস সুপার টাইব্রেকে হারেন। তৃতীয় বাছাই সোমদেব দেববর্মন-পূরব রাজাকে দু’টি টাইব্রেক সেটে হারান আরেক ভারতীয় জুটি দ্বিবীজ শরণ-বিষ্ণু বর্ধন। সিঙ্গলসে য়ুকি প্রথম রাউন্ডে লড়ে হারান কোয়ালিফায়ার লিয়াংকে ৪-৬, ৬-৩, ৬-১। শীর্ষ বাছাই নেডোভাইয়েসভ জিতলেও প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন পঞ্চম বাছাই ব্লাজ রোলা ও দুই ভারতীয়ওয়াইল্ড কার্ডধারী বিষ্ণু বর্ধন, বর্তমান ডেভিসকাপার সাকেত মিনেনি।

সূচি বিভ্রাট
আইএফএ শিল্ডের জন্য আই লিগের ক্রীড়াসূচি বদলে গিয়েছে জানা ছিল না মুম্বই এফসি-র। পুরোনো সূচি অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচ ছিল তাদের। সেই ম্যাচ খেলতে কল্যাণী পৌঁছে যায় মুম্বইয়ের দলটি। পরে অবশ্য জানতে পারে, শিল্ডের জন্য ম্যাচ পিছিয়ে ১৯ ফেব্রুয়ারি হয়ে গিয়েছে। অগত্যা বুধবার মুম্বই ফিরে যাচ্ছে খালিদ জামিলের দল। বিমানের টিকিট মুম্বই এফসি-কে পাঠিয়েছিল ফেডারেশনই।

দায়িত্বে মইন
এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কোচের দায়িত্বে প্রাক্তন উইকেটকিপার মইন খান। প্রাক্তন টেস্ট অধিনায়ক জাহির আব্বাস জাতীয় দলের প্রধান ক্রিকেট পরামর্শদাতা। টিমের সঙ্গে সব সফরেই থাকবেন তিনি। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নিযুক্ত পাক বোর্ডের ম্যানেজিং কমিটি মঙ্গলবার এই সিদ্ধান্ত নেয়।

ফিরলেন দুই ব্র্যাড
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে অস্ট্রেলিয়া ফিরিয়ে আনল দুই বর্ষীয়ান ক্রিকেটার ব্র্যাড হজ এবং ব্র্যাড হগকে। যাঁদের মিলিত বয়স ৮২। এ ছাড়াও উইকেটকিপার হিসেবে দলে থাকলেন ব্র্যাড হ্যাডিন। আছেন অ্যাসেজ নায়ক মিচেল জনসন, শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া দলের অধিনায়ক জর্জ বেইলি।

দ্বিতীয় টেস্টে নতুন মুখ
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য নিউজিল্যান্ডের দলে ঢুকলেন জিমি নিশাম ও টম ল্যাথাম। নির্বাসিত জেসি রাইডার ও ডাগ ব্রেসওয়েলের জায়গায় নিশাম ও ল্যাথামকে নেওয়া হচ্ছে। নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন কমিটির অন্যতম সদস্য ব্রুস এডগার বলেন, “জিমি ভাল অলরাউন্ডার। প্লাঙ্কেট শিল্ডে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে ও। টমও খুব ভাল প্রতিভা।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.