টুকরো খবর
ফুটবলার বাছতে ধানবাদ যেতে পারেন শিশির
আই লিগের দ্বিতীয় ডিভিশন থেকে সন্তোষ ট্রফির জন্য ফুটবলার নিতে চাইছে বাংলা। সে জন্য গ্যাংটকে ইতিমধ্যেই স্পটার পাঠিয়েছে আই এফ এ। বাংলার কোচ শিশির নিজে ফুটবলার বাছতে যেতে পারেন ধানবাদে। দু’জায়গায় খেলছে বাংলার দুটি দল ভবানীপুর এবং কালীঘাট মিলন সংঘ। কোনও ফুটবলারকে ভাল লাগলে দলে নেওয়া হবে। শিলিগুড়িতে মূল পর্বের কথা মাথায় রেখেই সোমবার থেকে অনুশীলন শুরু করে দিলেন শিশির। বলছিলেন “ ভবানীপুর, কালীঘাট এম এসের কোনও ফুটবলারকে ভাল লাগলে দলে নেব। আমি নিজে ধানবাদ যেতে পারি।” মূল পর্বে বাংলার গ্রুপে রয়েছে পঞ্জাব, রেলওয়ে, গোয়া আর তামিলনাড়ু। বাংলা দলের টিডি বিশ্বজিৎ ভট্টাচার্য বললেন, “বাংলার গ্রুপটা বেশ শক্ত। কিন্তু আমাদের দলেও ভাল কিছু ছেলে আছে। যারা ম্যাচ জেতাতে পারে।”

ব্যর্থ কেশবন
সোচি শীতকালীন অলিম্পিকে হতাশ করলেন ভারতের শিব কেশবন। পুরুষদের লুগ-এ ৩৯ প্রতিযোগীর মধ্যে তিনি শেষ করলেন ৩৭-এ। প্রথম দু’রাউন্ডের শেষে ৩৭ নম্বরে ছিলেন তিনি। এ দিন বাকি দু’রাউন্ডে যথাক্রমে ৩৭ ও ৩৪ নম্বর স্থান পান তিনি। সব মিলিয়ে সময় নেন ৩:৩৭.১৪৯। অপর দুই ভারতীয়র মধ্যে নাদিম ইকবাল ১৪ ফেব্রুয়ারি ও হিমাংশু ঠাকুর ১৯ ফেব্রুয়ারি নিজেদের ইভেন্টে নামবেন।

বাদ রাইডার, ব্রেসওয়েল
পানশালায় ঝামেলায় জড়ানো দুই নিউজিল্যান্ড ক্রিকেটার জেসি রাইডার ও ডাগ ব্রেসওয়েলকে দ্বিতীয় টেস্টে টিমে রাখা হবে না। প্রথম টেস্টের আগে অকল্যান্ডে একটি পানশালায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। বোর্ড ঘটনার তদন্ত করছে। কোচ মাইক হেসন বলেন, “মঙ্গলবার বা তার পর দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করব। রাইডার বা ব্রেসওয়েল দলে থাকবে না।”

ইরানিতে এগিয়ে কর্নাটক
বোলারদের পর এ বার ব্যাটসম্যানদের দাপটে ইরানি ট্রফিতে চালকের আসনে কর্নাটক। অবশিষ্ট ভারতকে ২০১-এ শেষ করে এ দিন ৩৯০-৫ কর্নাটক। রান পেয়েছেন স্টুয়ার্ট বিনি (১১৫ ব্যাটিং), করুণ নায়ার (৯২) এবং গণেশ সতীশ (৮৪)। অবশিষ্ট ভারতের বোলারদের মধ্যে ব্যর্থ অশোক দিন্দা। আগের দিন এক উইকেট পেলেও এ দিন তিনি কোনও উইকেট পাননি।

ইংল্যান্ড বোর্ডের সাফাই
ক্যাপ্টেন অ্যালিস্টার কুক-কে সমর্থন না করার আশঙ্কা থেকেই বাদ পড়েছেন কেভিন পিটারসেন। এমনটাই সাফাই দিল ইসিবি। পিটারসেন-কাণ্ডে ইয়ান বোথাম-সহ আরও দুই প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জবাবদিহি চান বোর্ডের কাছে। ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, “কুকের টিমের সব প্লেয়ারের সমর্থন পাওয়াটা জরুরি। তাই কেপি-কে ছাড়াই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত।”

অন্য খেলায়
ফিউচার অব বেঙ্গলের উদ্যোগে অমল দত্তকে সংবর্ধনা জানানো হল রবিবার বেলেঘাটায়। আড়াই হাজার পাঠ্য পুস্তক বিতরণ করা হয়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.