|
|
|
|
চেনা মেজাজে রাজপুত্র |
ফের জোড়া গোল মেসির ফের লিগ-শীর্ষে বার্সেলোনা
নিজস্ব প্রতিবেদন |
আবার চেনা মেজাজে ফিরলেন লিওনেল মেসি। জোড়া গোল করে আবার স্বমহিমায় এলএম টেন। যার সৌজন্যে রবিবার রাতে লা লিগায় সেভিয়াকে ৪-১ হারাল বার্সেলোনা। শুধুমাত্র জোড়া গোল নয়, ম্যাচের বাকি দুটো গোলও আসে তাঁর পাস থেকেই।
চোট থেকে ফিরে আসার পরে নিয়মিত গোল করতে পারছিলেন না মেসি। স্প্যানিশ প্রচারমাধ্যমে যা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল, তবে কি মেসির সময় ফুরিয়ে আসছে? কিন্তু রবিবার রাতে নিজের ট্রেডমার্ক ভঙ্গিতেই সমালোচকদের মুখ বন্ধ করলেন বার্সেলোনার মহাতারকা। জোড়া গোলের সঙ্গে আবার মেসি আর এক পালক জুড়ে নিলেন নিজের টুপিতে। বার্সেলোনার হয়ে ৩৩৪ গোল করে স্প্যানিশ ফুটবল ইতিহাসে একটা ক্লাবের জন্য ব্যক্তিগত ভাবে সর্বোচ্চ গোল করার নজির গড়লেন মেসি। টপকালেন টেলমো জারাকে, যিনি অ্যাথলেটিক বিলবাওর হয়ে ৩৩৩ গোল করেছিলেন। |
|
ছবি: রয়টার্স। |
মেসি-ম্যাজিকের প্রত্যাবর্তন হলেও, ম্যাচের শুরুতেই ১-০ পিছিয়ে পড়ে জেরার্ডো মার্টিনোর দল। কিন্তু মেসির পাসে গোল করে ম্যাচে সমতা ফেরান সাঞ্চেজ। এলএম টেনের গোলে বিরতির আগে ২-১ করে বার্সা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার নিজের দ্বিতীয় গোলটি করে ম্যাচ একতরফা লড়াইয়ে পরিণত করেন মেসি। ফাব্রেগাসের গোলে ম্যাচ ৪-১ শেষ হয়। ম্যাচের পরে বার্সা কোচ মার্টিনো বলেন, “যারা মেসিকে খোঁচা দিয়েছে তাদের বোঝা উচিত যে বিশ্বের সেরা ফুটবলারকে নিয়ে বাজে কথা বলতে নেই।”
রবিবারের জয়ের সাহায্যে আবার লা লিগার শীর্ষস্থান দখল করল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ আর আটলেটিকো মাদ্রিদের সঙ্গে একসঙ্গে বার্সেলোনা ৫৭ পয়েন্টে থাকলেও, গোলপার্থক্যে শীর্ষে উঠল মার্টিনোর দল। ক্লাবের মাঝমাঠ তারকা ফাব্রেগাস বলেন, “আজ সুযোগ ছিল আবার এক নম্বরে যাওয়ার। সুযোগটা ভাল করেই কাজে লাগিয়েছি আমরা। পরের ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়বে।” ফাব্রেগাসের সঙ্গে একমত জাভি হার্নান্দেজও। “সব সময় শীর্ষে থাকলে সুবিধে হয়। কিন্তু জিতলেও আরও উন্নতি করতে হবে আমাদের।”
ওয়েঙ্গারের চ্যালেঞ্জ: আর্সেনাল ফুটবলারদের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কোচ আর্সেন ওয়েঙ্গার। লিভারপুলের কাছে ১-৫ হারের রেশ এখনও কাটেনি। পরের ম্যাচে আবার আর্সেনালের সামনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তার আগে ওজিলদের এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে ওয়েঙ্গার বলেন, “একটা সফল দল সব সময় হারের পরে ভাল জবাব দেয়। আমাদের আত্মবিশ্বাসে যদি আঘাত না লেগে থাকে তবে আশা করছি ফুটবলাররা যোগ্য ভাবেই আবার ঘুরে দাঁড়াবে বুধবার রাতে।” লিভারপুলের বিরুদ্ধে ১-৫ হারলেও, ওয়েঙ্গার মনে করছেন আর্সেনালের রক্ষণ জুটি মার্টস্যাকার ও কসচিয়েলনি লিগের সেরা জুটিগুলোর মধ্যে অন্যতম। |
পুরনো খবর: ‘বিশ্বকাপে ফর্মের চুড়োয় থাকা মেসিকেই দেখবেন’ |
|
|
|
|
|