|
|
|
|
সোমদেব-সনমের উলটপুরাণ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শহরের বুকে ষোলো বছর পরে বসা এটিপি চ্যালেঞ্জার বঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণনের হাতে সোমবার উদ্বোধন হতেই দুই ভারতীয় ডেভিসকাপারের দুই ছবি। দেশের বর্তমান এক নম্বর সোমদেব দেববর্মন মিশর-সেরা মহম্মদ সাফওয়াতের বিরুদ্ধে নিজের প্রথম দুটো সার্ভিস হারিয়ে ০-৩ থেকেও ৬-৪, ৬-৪ জিতলেন। আর জাতীয় দল থেকে ছিটকে পড়া সনম সিংহ অভিজ্ঞ ব্রিটিশ ড্যানিয়েল কক্সের বিরুদ্ধে এক সেট ও দ্বিতীয় সেটে ৩-১ এগিয়েও হারলেন ১-৬, ৭-৫, ৬-৪। তবে ভিআইপি এনক্লোজারে বসা জয়দীপ মুখোপাধ্যায়ের মতে ‘প্রথম রাউন্ডেই ফাইনাল ম্যাচ হল’ যেটা, তাতে ষষ্ঠ বাছাই ইউক্রেনিয়ান মারচেঙ্কোকে (একদা বিশ্বের প্রথম ৫০-এ থাকা) ৭-৬ (৭-৩), ৬-৪ হারিয়ে টুর্নামেন্টের প্রথম অঘটন ঘটান সুইৎজারল্যান্ডের মার্কো চিউডিনেলি। |
দশ বছর পর কলকাতায় খেলার ফাঁকে সোমদেব।
জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁরই টেনিস অ্যাকাডেমিতে।—নিজস্ব চিত্র। |
রজার ফেডেরারের বাল্যবন্ধু। বয়সে এক মাসের ছোট-বড়। উচ্চতায় এক ইঞ্চির তফাত। ওজনে এক কিলোর এ দিক-ও দিক। ফেডেরারের শহর বাসেলেরই বাসিন্দা চিউডিনেল্লি এক সপ্তাহ আগেই ফেডেরারের সঙ্গে ডেভিস কাপ লকাররুম ‘শেয়ার’ করার চেয়েও যেন বেশি উচ্ছ্বসিত ইন্ডোরে প্র্যাকটিস আর খেলার পর কলকাতায় এসেই ‘প্রথম ম্যাচে এত ভাল খেলায়’! “একই কোচের কাছে দু’জন ছোটবেলায় প্র্যাকটিস করতাম। অনূর্ধ্ব পনেরো পর্যন্ত দু’জনই প্রচুর ট্রফি জিতেছি। তার পর রজার অনেক এগিয়ে যায়,” চিউডিনেল্লির কথা শুনে সুনীল ‘গাওস্কর-মিলন্দ রেগে’ মনে পড়বে।
মনে রাখার মতো কথা শুনিয়ে গেলেন প্রাক্তন ইতালীয় তারকা ডেভিড স্যাঙ্গুইনেত্তি। অতীতে বিশ্বের প্রথম পঞ্চাশে থাকা, ফেডেরারকে হারিয়ে এটিপি খেতাব জয়ী স্যাঙ্গুইনেত্তির মতে, ভারতীয় টেনিসের ভবিষ্যৎ য়ুকি ভামব্রি। সবচেয়ে প্রতিভাবানও। সোমদেব চোটপ্রবণ। জাপানের গো সোয়েদা-র ব্যক্তিগত কোচের দাবি আবার সোমদেব যেন উড়িয়ে দিচ্ছেন। এ দিন জিতে উঠে বললেন, “কাঁধের চোট এখন অতীত। আমি পুরো ফিট।” যে দিনই সোমদেব প্রথম একশোয় (১০০) ফিরলেও ২৯ ধাপ উঠে য়ুকিও কেরিয়ারের সেরা র্যাঙ্কিং (১৪৫) ছুঁয়ে নিজের সংকল্প (‘বছরের গোড়ায় প্রথম দেড়শোয় ঢুকতে চাই’) রেখেছেন। |
|
|
|
|
|