|
|
|
|
সিএবি বৈঠকের সমস্যা পাসপোর্ট ও মোহনবাগান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এক দিকে, বয়স ভাঁড়ানোর পর পাসপোর্ট নিয়ে জালিয়াতির অভিযোগ। অন্য দিকে, সিএবি নক আউট টুর্নামেন্টে মোহনবাগানের অংশগ্রহণ নিয়ে ঝামেলা।
দুইয়ে মিলে সোমবারের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর জোড়া সমস্যায় সিএবি।
একেই বয়স ভাঁড়ানো বিতর্ক এখনও পুরোপুরি মেটেনি। তার উপর সিএবি কর্তারা খবর পেয়েছেন যে, ময়দানের কয়েকটা ক্লাব ভিনরাজ্যের ক্রিকেটারদের খেলানোর জন্য তাঁদের পশ্চিমবঙ্গের বসবাসকারী দেখিয়ে পাসপোর্ট তৈরি করে দিচ্ছে! কী রকম? জুন মাসের শেষ সপ্তাহে সিএবি বৈঠকে ঠিক হয় যে, এ বার থেকে দ্বিতীয় ডিভিশনে কোনও ক্লাব বাইরের ক্রিকেটার খেলাতে পারবে না। আর প্রথম ডিভিশন ক্লাবগুলো চার জন বাইরের ক্রিকেটারকে নথিভুক্ত করাতে পারবে। কিন্তু খেলাতে পারবে তিন জনকে। কিন্তু হালফিলে দেখা যাচ্ছে, বেশ কয়েক জন ভিনরাজ্যের ক্রিকেটার নিজেদের দিব্যি পশ্চিমবঙ্গের বসবাসকারী দেখিয়ে পাসপোর্ট তৈরি করে ফেলছেন। কাউন্সিলরের সার্টিফিকেট জোগাড় করে দেখিয়ে দেওয়া হচ্ছে যে তাঁরা গত পাঁচ বছর ধরে বাংলায় আছেন! বাংলারই বাসিন্দা। সিএবি-র কাছে খবর, অন্তত জনা দশেক ক্রিকেটার এটা করে চলেছেন। আপাতত ঠিক হয়েছে, গত জুন মাসের পর যে সব বাইরের ক্রিকেটার পাসপোর্ট করে খেলছেন, তাঁদের খেলা বন্ধ করা হবে। সিএবি-র যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায় বললেন, “এখনও পর্যন্ত এই সিদ্ধান্তই আছে। তবে চূড়ান্ত কিছু হয়নি।” অন্য দিকে, এ দিনের বৈঠকে মোহনবাগান আবার জানিয়ে দিল আইপিএলের সময় সিএবি নক আউট ট্রফিতে তাদের ম্যাচ ফেললে, মোহনবাগান খেলবে না। কারণ আইপিএলের সময় তাদের বেশ কয়েকজন প্লেয়ার থাকে না। “আইপিএলের সময় আমি টিমের পাঁচ থেকে ছ’জন প্লেয়ার পাব না। তা হলে কী ভাবে নক আউট খেলতে নামব? সিএবি-কে জানিয়েছি ব্যাপারটা ভেবে দেখতে। আইপিএলের সময় নক আউট ম্যাচ ফেললে খেলা সম্ভব নয়,” বলে দিচ্ছেন মোহনবাগানের সহ সচিব সৃঞ্জয় বসু। কিন্তু সিএবি আবার পাল্টা জানাচ্ছে, আইপিএলের সময় টুর্নামেন্ট বন্ধ রাখা সম্ভব নয়। সংস্থার কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বললেন, “ফেব্রুয়ারির শেষ থেকে বিজয় হাজারে। মার্চে শেষ। এপ্রিলে আইপিএল। সব কারণে ম্যাচ বন্ধ রাখলে সিএবি টুর্নামেন্ট হবে কখন?”
নামলেন পূজারা: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে গেলেন চেতেশ্বর পূজারা এবং রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটসম্যানদের তালিকায় পূজারা ছ’নম্বরে এবং বোলারদের মধ্যে অশ্বিন আটে। বিরাট কোহলি ১১ নম্বরে। মহেন্দ্র সিংহ ধোনি পাঁচ ধাপ নেমে ৩৩ নম্বরে। অকল্যান্ডে সেঞ্চুরি করে ছ’ধাপ উঠে এসেছেন রোহিত শর্মা (৩৬)। বোলারদের মধ্যে প্রজ্ঞান ওঝা ১১ নম্বরে। বাংলাদেশের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করা কুমার সঙ্গকারা দ্বিতীয় স্থানে। |
|
|
|
|
|