চিডিদের বিরুদ্ধে নামার আগেই মাঠ নিয়ে ঝামেলায় ধানমন্ডি
চিডি-মোগাদের হারাতে স্ট্র্যাটেজি তৈরি করবেন কী, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আইএফএ শিল্ড খেলতে নামার আগে অনুশীলনের মাঠ নিয়েই বিতর্কে জড়াল বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি!
সেমিফাইনাল শুরুর চব্বিশ ঘণ্টা আগে অনুশীলনের সময় নিয়ে আইএফএ কর্তাদের সঙ্গে বাংলাদেশের টিমটির ঝামেলা বাধে। ধানমন্ডি কোচ-ম্যানেজারের দাবি, দু’দিন আগেই সোমবার দুপুর আড়াইটের সময় তাঁরা যুবভারতীতে অনুশীলন করবেন বলে আইএফএ-কে জানিয়ে রেখেছিলেন। কিন্তু কোচ জোসেফ আফুসি টিম নিয়ে এসে দেখেন সেখানে র‌্যান্টি-বেলোরা অনুশীলন করছেন। রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় বাংলাদেশের দলটি। মাঠ ছেড়ে দেওয়ার জন্য ইউনাইটেডকে অনুরোধ করতে থাকেন ধানমন্ডির কোচ-কর্তারা। কিন্তু রাজি হননি ইউনাইটেড কোচ অঞ্জন নাথ। র‌্যান্টিদেরও আজ মঙ্গলবার সেমিফাইনাল রয়েছে। সবথেকে মজার ব্যাপার হল, ইউনাইটেড ও ধানমন্ডিকে মাত্র আধ ঘন্টার ব্যবধানে অনুশীলনের জন্য সময় দিয়েছিলেন এক সহসচিব। দুটো এবং আড়াইটে। তাঁর ধারণাই ছিল না আধ ঘণ্টায় কোনও টিমের অনুশীলন শেষ হয় না। ফলে আইএফএ-র ওপরই প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিতে থাকেন বাংলাদেশের ফেড কাপ জয়ী দলের কোচ জোসেফ আফুসি এবং টিমের সঙ্গে আসা বাকি সদস্যরা। তিনটে কুড়ি নাগাদ প্র্যাক্টিস শেষ করে ইউনাইটেড। তার আগে অবশ্য অর্ধেক মাঠ ধানমন্ডিকে ছেড়ে দিয়েছিল তারা।

ম্যাচের আগেই ভিকট্রি সাইন দেখিয়ে ফেললেন
ধানমন্ডির সনি নর্ডি। ছবি: উৎপল সরকার।
পুরো ঘটনায় ক্ষুব্ধ ধানমন্ডি টিমের ম্যানেজার আব্দুল গফ্ফর এবং কোচ জোসেফ আইএফএ-কে সরাসরি আক্রমণ করে বলে দেন, “আইএফএ-র মতো অপেশাদার সংস্থা আমরা আগে দেখিনি। বাইরে থেকে একটি টিমকে টুর্নামেন্ট খেলার জন্য আমন্ত্রণ করে নিয়ে এসেছে। অথচ আমাদেরই প্রতি মুহূর্তে হেনস্থা হতে হচ্ছে। এর আগে মাকড়দহের মতো ফুটবল খেলার অযোগ্য মাঠে অনুশীলন করতে পাঠানো হয়েছিল। আর সেমিফাইনালের আগের দিন যুবভারতীতে অনুশীলন করতে এসেও সমস্যায় পড়তে হল।” আইএফএ অবশ্য ধানমন্ডির অভিযোগ মানতে নারাজ। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় পাল্টা বললেন, “দুপুর তিনটেতে ধানমন্ডির অনুশীলনের সময় ছিল। ওরা আগে মাঠে চলে এসেছে। ইউনাইটেড তো ঠিক সময়ে মাঠ ছেড়ে দিয়েছে। পাঁচ-দশ মিনিট তো এ দিক-ও দিক হতেই পারে।”
এ সব ঝামেলার জবাব অবশ্য ইস্টবেঙ্গলকে হারিয়ে মাঠেই দিতে তৈরি হচ্ছে ধানমান্ডি। কোচ নাইজিরিয়ান জোসেফ যেমন বলে দিলেন, “ইস্টবেঙ্গল ভাল দল। তবে ওদের দুর্বলতাগুলোও আমার জানা। ঠিক করে প্র্যাক্টিস করতে না পারলেও ফাইনালে যাওয়ার জন্য আমার দল তৈরি।” ধানমন্ডির যে বিদেশি স্ট্রাইকারের গোলে মোহনবাগান ছিটকে গিয়েছিল সেই হাইতির সনি নর্ডিও ফাইনালে যাওয়ার ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী। বলছিলেন “মোহনবাগানের পর এ বার ইস্টবেঙ্গলকেও হারাতে চাই।” আর আর্মান্দো কোলাসোর দলকে আটকাতে ৪-৩-৩ স্ট্র্যাটেজিতে দল সাজাচ্ছেন আফুসি। মোগা-চিডিদের আক্রমণ থামাতে পাল্টা আক্রমণের রাস্তাই মনে হল অস্ত্র তাঁর।
এ দিকে বাংলাদেশের টিমকে উৎসাহ দিতে শহরে এসে পৌঁছেছেন বা ফু ফে-র প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। গ্রুপ লিগে মোহনবাগানকে হারিয়ে মাঠেই নেচেছিলেন ধানমন্ডির ফুটবলাররা। রবিবার রাতে হোটেলে ডিনার-পার্টিও দেওয়া হয়। ইস্টবেঙ্গলকে ফাইনালে ওঠার লড়াইতে হারালে কী হবে? এক কর্তা বললেন, “পুরস্কার অর্থ দেব। আরও অনেক কিছু হবে। দেখেন না কী করি?”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.