নিশ্চুপ বাগানে যত প্রশ্ন ওডাফাকে ঘিরেই! এমনকি আগামী ১ মার্চ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আই লিগের ডার্বি ম্যাচেও ওডাফাকে পাওয়া যাবে কি না তা নিয়েও ধোঁয়াশা সবুজ-মেরুনে।
আইএফএ শিল্ডে ব্যর্থতার পর এ দিনই শুরু হল মোহনবাগানের অনুশীলন। ইচে, কাতসুমি, ক্রিস্টোফাররা হাজির থাকলেও আসেননি ওডাফা। কেন তিনি এলেন না তা নিয়ে কোচ করিম বেঞ্চারিফা কিছুই বলতে চাননি প্রচারমাধ্যমের কাছে। কর্তাদের মধ্যে হাজির ছিলেন ফুটবল সচিব উত্তম সাহা। ছিলেন ক্লাবের ডাক্তার প্রতীম রায়ও। তাঁবু ছেড়ে বেরোনোর আগে তিনিই বলে যান, “ওডাফা বিশ্রামে রয়েছে। আগামী সাত দিন পর ওর চোট পরীক্ষা করব। তখন জানা যাবে কবে নাগাদ ও মাঠে নামতে পারবে।”
আপাতত করিমের দলের চ্যালেঞ্জ একটাই। আই লিগে বাকি নয় ম্যাচে অবনমন এড়িয়ে ভদ্রস্থ জায়গায় শেষ করা। আগামী রবিবার আই লিগে গোয়ায় বাগানের প্রতিপক্ষ সালগাওকর। ২১ ফেব্রুয়ারি বাগানের পরবর্তী ম্যাচ কলকাতায় চার্চিলের বিরুদ্ধে। এই দুই ম্যাচেই ওডাফার খেলার সম্ভাবনা নেই। চার্চিল ম্যাচের সাত দিন পরেই মোহনবাগানকে নামতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ফেড কাপের পর প্রায় এক মাস ফুটবলের সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত নেই ওডাফা। সাত দিন পর, চোট পরীক্ষার দশ দিনের মধ্যেই তিনি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ ফিটনেস ফিরে পাবেন কি না তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।
যদিও বাগান সহ-সচিব সৃঞ্জয় বসু ওডাফাকে নিয়ে কোনও আগাম জল্পনায় ঢুকতে নারাজ। তাঁর কথায়, “বড় ম্যাচ নিয়ে কোনও আগাম মন্তব্য নয়। ওর নাম টিম লিস্টে থাকাটাই যে কোনও দলের কাছে বাড়তি চাপ।” ক্লাবের এই দুর্দিনে শীর্ষ কর্তাদের দেখা নেই কেন তা জানতে চাইলে সবুজ-মেরুন সহ-সচিব বলেন, “কর্তারা দলের বাইরে থেকে প্রশাসনিক কাজ চালান। ক্লাব একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সেটাকেই কাটিয়ে তোলার কাজ চলছে পুরোদমে।”
|