দুই কোচ, একই চ্যালেঞ্জ। ঘুরে দাঁড়ানোর লড়াই। এক জনের লক্ষ্য প্রিমিয়ার লিগ খেতাব লড়াইয়ে আবার প্রবেশ করা। অন্য জনের লড়াই হারানো সম্মান পুনরুদ্ধারের। ইপিএলে আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড মেগাম্যাচের চব্বিশ ঘণ্টা আগে ছবিটা এ রকমই।
লিভারপুলের কাছে ১-৫ হারার পরে আবার প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে আর্সেনালের ফরাসি কোচকে নিয়ে। কিন্তু আর্সেন ওয়েঙ্গারের দাবি, লিভারপুল ম্যাচের প্রভাব বুধবারের ম্যাচে পড়বে না। “লিভাপুল ম্যাচের আগে আমরা দশ ম্যাচ অপরাজিত ছিলাম। তাই একটা ম্যাচের বিচারে কেউ বলতে পারবে না আমরা খারাপ খেলছি। আগের ম্যাচটা একটা দুর্ঘটনা ছাড়া কিছু নয়,” বলেছেন ওয়েঙ্গার। শুধু ওয়েঙ্গার নন। লিভারপুল ম্যাচের পরে ‘ফ্লপ’ তকমা দেওয়া হয়েছিল দলের মাঝমাঠ তারকা মেসুট ওজিলকেও। কিন্তু ওয়েঙ্গার মনে করেন, প্রিমিয়ার লিগে মানিয়ে নিতে আরও সময় লাগবে ওজিলের। তাঁর কথায়, “ওজিল অনুশীলনে খুব খাটছে। শনিবার একটা খারাপ ম্যাচ খেলেছে ঠিকই, কিন্তু ওজিলের উপরে বাড়তি চাপ দিতে চাই না।” ম্যান ইউর বিরুদ্ধে আবার চোটের জন্য খেলতে পারবেন না অ্যারন র্যামসি ও টমাস ভার্মেলাইন। |
অন্য দিকে, ফুলহ্যামের বিরুদ্ধে জেতা ম্যাচ ড্র করে চাপে ম্যান ইউ কোচ ডেভিড মোয়েস। দিনের পর দিন মোয়েসের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রশ্ন উঠছে, আর কত দিন মোয়েসের উপর ভরসা রাখবেন ম্যান ইউর ক্লাব কর্তারা। কিন্তু আর্সেনাল ম্যাচকেই আত্মবিশ্বাস ফেরানোর মঞ্চ করতে চান মোয়েস। ম্যান ইউর স্কটিশ কোচ বলেন, “আমাদের সব সময় লক্ষ্য থাকে আর্সেনালের বিরুদ্ধে ভাল ফল পাওয়া। মরসুমের শুরুর দিকে ওল্ড ট্র্যাফোর্ডে আমরা জিতেছিলাম। আবার সেই একই ফল পেতে চাই।” সঙ্গে মোয়েস যোগ করেন, “গত কয়েক ম্যাচে আমরা ভালই খেলেছি। আমরা বিশ্বমানের দল। এমিরেটস স্টেডিয়ামে গিয়ে সেই জিনিসটাই প্রমাণ করতে হবে। জিততে হবে তিন পয়েন্ট।” এ দিন আবার ম্যান ইউ কিংবদন্তি পল স্কোলস বলেন, “হুয়ান মাতার প্রতিভা অনেকটাই সাহায্য করবে ম্যান ইউর ভাগ্য পাল্টাতে।” সেটা আদৌ কার্যকরী হয় কি না, এখন সেটাই দেখার। |