টুকরো খবর
কাজ বন্ধ সাফাই-কর্মীদের
জীবন বিমা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে সোমবার সকালে ঘণ্টা দুয়েক কাজ বন্ধ রাখেন বহরমপুর পুরসভার অস্থায়ী হরিজন সাফাই কর্মীরা। অবশেষে পুরপ্রধানের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাঁরা কাজে যোগ দেন। বহরমপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর কানাই রায় বলেন, “ন্যূনতম দৈনিক মজুরির বদলে মাসিক ২০০০ টাকা থেকে ২৭৫০ টাকার চুক্তিতে সাফাই কমর্ীর্দের খাটানো হয়। চুক্তিতে নিয়োগ করা ও দৈনিক মজুরিতে খাটানো কর্মীদের স্থায়ী করতে হবে। এছাড়াও হরিজন কর্মীদের বিমাকরণের দাবিতে তাঁরা কাজ বন্ধ রেখেছিলেন। পুরপ্রধানের সঙ্গে আলোচনার পর তাঁরা কাজে যোগ দেন।” পুরপ্রধান নীলরতন আঢ্য বলেন, “বিমার একটি অংশ পুরসভা দেবে, আর একটি অংশ কর্মীর দেওয়ার নিয়ম। কিন্তু হরিজন শ্রমিকদের দাবি মেনে পুরো টাকা পুরসভা দিতে সম্মত হয়েছে। হরিজন কর্মীর মৃত্যু অথবা অবসরের পর সংশ্লিষ্ট পদে সরকার নিয়োগ বন্ধ করে দিয়েছে। এ কারণে শতাধিক পদে হরিজনকে নিয়োগ করা যায়নি।”

কিশোরী পাচার, ধৃত ২
তিন বাংলাদেশি কিশোরীকে পাচারের সময়ে নদিয়ার গেদে স্টেশন থেকে তিন যুবককে গ্রেফতার করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে কিশোরীদেরও গ্রেফতার করা হয়েছে। ধৃত মাওয়ার মণ্ডল, তোতোন মালিথা ও শান্তি মণ্ডল হাঁসখালির বাসিন্দা।

বাস দুর্ঘটনা, মৃত্যু দু’জনের
দুর্ঘটনার পর। কাঁঠালিয়া মাঠে তোলা নিজস্ব চিত্র।
দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে সাত মাসের শিশু-সহ মৃত্যু হল দু’জনের। সোমবার বিকেলে করিমপুর-কৃষ্ণনগর রাজ্য সড়কে কাঁঠালিয়া মাঠের ওই ঘটনায় জখম হয়েছেন দুটি গাড়ির চালক সহ ৪৫ জন। তাঁদের মধ্যে ১৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিরা করিমপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, মৃত সূর্যকান্ত মণ্ডল (৭৭) করিমপুরের গোপালপুরের বাসিন্দা ও সাত মাসের শিশু, শামিম সেখের বাড়ি থানারপাড়ার গমাখালিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে করিমপুর থেকে কৃষ্ণনগর যাচ্ছিল একটি বাস। সেই সময়ে উল্টো দিক থেকে আসা আর একটি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। রাস্তায় গর্ত থাকায় নিয়ন্ত্রণ হারিয়েই এই বিপত্তি বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

নিমতিতা স্টেশনে বিক্ষোভ
ট্রেন থেকে পড়ে যাওয়া ব্যক্তির চিকিৎসার দায়িত্ব রেল কর্তৃপক্ষকে নিতে হবে- এই দাবিতে নিমতিতা স্টেশনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কয়েকশো সমর্থক ও গ্রামবাসী। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪ ঘন্টা ধরে চলে বিক্ষোভ। পরে স্টেশন ম্যানেজার এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। গত বুধবার সন্ধ্যায় বুধবার সন্ধ্যায় নিমতিতা স্টেশনের প্ল্যাটফর্মে মালদহগামী প্যাসেঞ্জার ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন ষাটোর্ধ্ব ওই অজ্ঞাত পরিচয় বৃদ্ধ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন দুই যুবক। তৃণমূলের সুতি ২ ব্লক সভাপতি মাসুদ রানা বলেন, “ঘটনার সময় স্টেশনে হাজির ছিলেন এক সহকারী স্টেশন ম্যানেজার। তিনি চিকিৎসার কোনও ব্যবস্থা করেননি।” স্টেশন ম্যানেজার প্রদীপকুমার বিশ্বাস অবশ্য বলেন , “ওই বৃদ্ধকে চিকিৎসার জন্য রেলের নিজস্ব হাসপাতালে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।”

ফের সাক্ষ্য গ্রহণ ৬ ফেব্রুয়ারি
চার দিনেও শেষ হল না খোরজুনা ধর্ষণ কাণ্ডের মৃতার স্বামীর সাক্ষ্য গ্রহণ। সোমবার কান্দি মহকুমা আদালতের ফার্স্ট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়ের এজলাসে সাক্ষ্য গ্রহণ হয়। গত ২৭ জানুয়ারি এই কাণ্ডে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম দিন টানা সওয়া এক ঘন্টা, দ্বিতীয় দিন ২০ মিনিট ও তৃতীয় দিন ২৫ মিনিট সাক্ষ্য গ্রহণ হয়। প্রথম দিন সব ঠিক থাকলেও দ্বিতীয় দিন ওই মহিলার স্বামী এজলাসে কান্নায় ভেঙে পড়েছিলেন। তৃতীয় দিন অভিযুক্ত প্রকাশ দাসের আইনজীবী সওয়াল করতে শুরু করলে সাক্ষী মেজাজ হারিয়ে ফেলেন। সোমবার ওই মহিলার স্বামী প্রকাশের আইনজীবীর সওয়ালের ঠিকঠাক জবাব দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। ফের সাক্ষ্য গ্রহণ হবে আগামী ৬ ফেব্রুয়ারি। ২০১৩ সালের জুন মাসে বড়ঞার খোরজুনায় এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগে পড়শি প্রকাশ দাস নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ।

দেহ উদ্ধার
এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে রানাঘাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পেয়াদাপাড়া লেনের রাস্তার ধারে মৃতদেহটি পড়ে দেখতে দেখা যায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম শত্রুঘ্ন মণ্ডল(৩৯)। পুলিশের অনুমান অন্য কোথাও খুন করে ওই ব্যক্তির দেহ ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা।

দুর্ঘটনায় মৃত্যু
৩৪ নম্বর জাতীয় সড়ক পেরোবার সময় লরির ধাক্কায় মৃত্যু হল রব্বুল সেখ (৫৫) নামে এক ব্যক্তির। রবিবার সাগরদিঘির গাঙ্গাড্ডার ঘটনা। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় লরির ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.