টুকরো খবর |
মাদপুরে মেলা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শুরু হল শহিদ মেলা। সোমবার মাদপুরে মেলার উদ্বোধন করেন সাংসদ শুভেন্দু অধিকারী। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বার ১৫ তম বর্ষ। মেলা কমিটির চেয়ারম্যান তথা জেলা পরিষদের তৃণমূল দলনেতা অজিত মাইতি জানান, প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। গ্রামীণ কৃতীদের সংবর্ধিতও করা হবে। মেলা উপলক্ষে এ দিন সকালে ৫ মাইল দৌড় প্রতিযোগিতা হয়। পরে ছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির। মেলায় নানা জিনিসের স্টল রয়েছে।
|
স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বার্ষিক ক্রীড়া প্রতিযগিতার আয়োজন করা হয়েছিল খড়্গপুর ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনে। গত ২৭ জানুয়ারি প্রতিযোগিতার সূচনা হয়। ছ’দিন ব্যাপী প্রতিযোগিতার শেষ দিন ছিল গত ১ ফেব্রুয়ারি। খড়্গপুরের এই শহরের পড়ুয়ারা মোট ৫২টি বিভাগে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলশহরের উপ-পুরপ্রধান চিত্তরঞ্জন মণ্ডল, প্রধান শিক্ষক পার্থ ঘোষ প্রমুখ।
|
সাংস্কৃতিক উৎসব
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তিনদিন ধরে সাংস্কৃতিক উৎসব পালিত হল গড়বেতার দলদলিতে। আয়োজক দিশা ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা। রবিবার ছিল শেষ দিন। উৎসব এবার পঞ্চম বর্ষ। উৎসবে চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী, কৃষি পণ্য প্রদর্শনী, বিজ্ঞান গ্যালারী, যুক্তিবাদী বইয়ের স্টল ছাড়াও ছিল আধুনিক ওষুধের ব্যবহার নিয়ে আলোচনা, শব্দছক-বিতর্ক, ক্যুইজ, ছৌনাচ।
|
কোথায় কী |
মঙ্গলবার
হস্তশিল্প মেলা
খড়্গপুরের টাউন হল প্রাঙ্গণে ‘ক্রাফট বাজার’। কেন্দ্রীয় বন মন্ত্রকের অর্থ সাহায্যে, মারকুণ্ডচক
চাইল্ড
অ্যান্ড সোশ্যাল
ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত মেলার বিকেল ৩টেয় উদ্বোধন
করবেন
জেলাশাসক গুলাম
আলি আনসারি।
প্রদর্শনী। বিজ্ঞান ও কলা প্রদর্শনী।
মেদিনীপুরের
কলেজিয়েট স্কুল (বালক) ক্যাম্পাসে। চলবে বুধবার পর্যন্ত। |
|