ডোমজুড়ে গোল্ড কাপ
নিজস্ব সংবাদদাতা • ডোমজুড় |
দুপুর হলেই আশেপাশের গাঁ উজিয়ে ফুটবলপ্রেমী দর্শক চলেছে মাঠে। খেলা শুরুর দশ মিনিট আগেই স্টেডিয়ামে বসার জায়গা নেই। মাঠে উপস্থিত মহিলা ঘোষিকা। ম্যাচের আগে বাজছে জাতীয় সঙ্গীত। উড়ছে বেলুন। খেলছেন বিদেশি ফুটবলার। গত কয়েক দিন ধরে এটাই ছিল ডোমজুড়ের প্রাচ্য ভারতী স্টেডিয়ামের ছবি। গত ১২ জানুয়ারি ডোমজুড়ের প্রাচ্যভারতী স্টেডিয়ামের মাঠে শুরু হয়েছিল আমন্ত্রণমূলক গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। নক আউট ভিত্তিক এই প্রতিযোগিতার আয়োজক ছিল ডোমজুড় ইয়ং মেনস অ্যাসোসিয়েশন (ডিওয়াইএমএ)। রবিবার, ২ ফেব্রুয়ারি ফাইনাল খেলার মধ্যে দিয়ে শেষ হল এই প্রতিযোগিতা। ফাইনালে স্থানীয় দল ওয়াদিপুর যুবক সঙ্ঘ ১-০ গোলে হারিয়ে দেয় পুলিশ এসিকে। মাঠে এসেছিলেন ইস্টবেঙ্গলের অধিনায়ক মেহেতাব হোসেন, প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি, অলোক মুখোপাধ্যায় ও মইদুুল ইসলাম। ফাইনাল খেলার শেষে উদ্যোক্তাদের পক্ষে প্রতিযোগিতা উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। ডিওয়াইএমএ-র সম্পাদক সুকুমার চট্টোপাধ্যায় বলেন, “গত শতকের তিরিশের দশকে তৈরি হয়েছিল আমাদের সঙ্ঘ। শুরু থেকেই জেলার খেলাধূলা নিয়ে আমরা কাজ করে আসছি। গোল্ড কাপ প্রতিযোগিতা এই নিয়ে নবম বছরে পড়ল। এ বছর কলকাতা ও স্থানীয় দল মিলিয়ে মোট ১২টি দল যোগ দিয়েছিল।” উদ্যোক্তারা জানান, প্রতি এক বছর অন্তর তাঁরা এই আয়োজন করেন।
|
শ্যামপুরের শালুকপাড়ায় চালু হল মহিলাদের ক্যারাটে প্রশিক্ষণ শিবির। শালুকপাড়া ক্যারাটে সোসাইটির উদ্যোগে এই শিবির চলবে তিন মাস ধরে। আপাতত যোগ দিয়েছে স্কুল-কলেজের ১৬০ জন ছাত্রী। প্রশিক্ষণ দিচ্ছেন আনোয়ার আলি খান, রাজকুমার দাস এবং তপতী দাস। কলেজ ছাত্রী আকলিমা খাতুন বলেন, “প্রতিদিন খবরে দেখছি মহিলারা আক্রান্ত। নিজের সুরক্ষার ভার নিজে তুলে নিতে যোগ দিয়েছি শিবিরে।”
|
সম্প্রতি তিন দিন ব্যাপী শিশু উৎসব হয়ে গেল বাগনানের বাঁকুড়দহ গ্রামে। বাঁকুড়দহ যুবক সমিতির উদ্যোগে স্থানীয় কালীমাতা ও শীতলামাতা প্রাঙ্গণে এই উপলক্ষে ছিল প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মডেলের সাহায্যে তুলে ধরা হয়েছিল, গ্রামীণ এলাকায় শীতের সারাদিন। ছিল পুষ্প প্রদর্শনী। রিয়েলিটি শো-এর আদলে নৃত্য ও সঙ্গীতের প্রতিযোগিতা ছিল চোখে পড়ার মতো। তাতে যোগ দেয় ৪২ জন।
|
শ্রীরামপুর মলিনা লাহিড়ি বয়েজ অ্যাকাডেমিতে হয়ে গেল নানা বিষয়ের প্রদর্শনী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তি কর জানান, বাংলা, ইতিহাস, ভুগোল, বিজ্ঞান-সহ বিভিন্ন বিষয়ে ওই প্রদর্শনী হয়েছে। বাংলা সাহিত্যের মহেশ বা চাঁদের পাহাড় থেকে মনসামঙ্গল, ভাগীরথীর উৎস সন্ধানে-র কাহিনী পরিস্ফুট হয় বিভিন্ন মডেলে। ইতিহাসে আদিম মানুষের বিবর্তন তুলে ধরা হয়েছে।
|
ভারতমাতা পূজা ও মেলা হয়ে গেল উলুবেড়িয়ায়। ভারতমাতা সেবা সমিতির উদ্যোগে আয়োজিত এই মেলায় ছিল কৃষি, বিজ্ঞান ও পুষ্প প্রদর্শনী। সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে। |