টুকরো খবর
চাইবাসায় দু’টি গাড়ির সংঘর্ষে মৃত্যু ৯ যাত্রীর
যাত্রীবোঝাই ভ্যানের সঙ্গে অন্য গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৯ জনের। আজ সকালে চাইবাসার হাতগামারিয়া থানার দামোদরপুরে ঘটনাটি ঘটে। আহত হয়েছেন অনেকে। তাঁদের চাইবাসার জগন্নাথপুর ও নোয়ামুণ্ডি এবং ওড়িশার চাম্পুয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলার পুলিশ সুপার নরেন্দ্রকুমার সিংহ জানান, ভ্যানটিতে ২০-২৫ জন যাত্রী ছিলেন। সেটি হাতগামারিয়া থেকে জগন্নাথপুর যাচ্ছিল। যাত্রীরা হাতগামারিয়ারই বাসিন্দা। দ্রুতগতির একটি গাড়ি চাইবাসা থেকে আসছিল। ভ্যানটি যাচ্ছিল জগন্নাথপুরের দিকে। সকাল সাড়ে ৯টা নাগাদ দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ভ্যানটি উল্টে যায়। সেটির চালক, দু’জন খালাসি এবং দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়। অন্য গাড়িটির চালক পলাতক।

মেঘালয়ে দলাই
মেঘালয় সফরে গেলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। আজ সকালে হেলিকপ্টারে আপার শিলং পৌঁছন তিনি। মার্টিন লুথার খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন। আগামীকাল তিনি আপার লুমপারিং মঠে যাবেন। পরে, পোলো মাঠে তিব্বতিদের আধ্যাত্মিক সভাতেও অংশ নেবেন। বুধবার দলাই লামা দিল্লি রওনা হবেন।

পথ দুর্ঘটনায় মৃত্যু
জাতীয় সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে মৃত্যু হয়েছে এক সিআরপিএফ জওয়ানের। গুরুতর জখম হন আরও দুইজন। রবিবার গভীর রাতে ধুবুরির চাপর থানার পোস্ট অফিসের সামনে ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কমিন রায় (২৪)। তার বাড়ি চাপরের নিদানি গ্রামে। তিনি সিআরপিএফ জওয়ান হিসাবে জম্মু-কাশ্মীরে কর্মরত ছিলেন। দু’দিন আগে ছুটি নিয়ে বাড়ি এসে ছিলেন। রাতে বাইকে দুই জন বন্ধুকে ধিরঘাটর দিকে যাচ্ছিলেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই জঙ্গি খুন
সংগঠন ছেড়ে পালানোর চেষ্টা করায় দুই জঙ্গিকে মৃত্যুদণ্ড দিল ‘কুকি রেভেলিউশনারি আর্মি’। বিবৃতিতে তারা জানিয়েছে, লটগৌলিয়েন চংলাই ও জনগৌথাং চংলাই নামে তাদের সংগঠনের দুই সদস্য কেআরও শিবির থেকে অস্ত্র নিয়ে পালাচ্ছিল। অন্যেরা তাদের ধরে ফেলে। দলের আদর্শ বিরোধী কাজ করায় দু’জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সংগঠনের প্রচার সচিব রোহন খোংসাইয়ের দাবি, ওই দু’জন নতুন সংগঠন তৈরির চেষ্টা করছিল।

ঝাড়খণ্ডে সনিয়া-পুত্র
নরেন্দ্র মোদীর ‘বিজয় সংকল্প র্যালি’র এক মাস কাটতে না-কাটতেই ঝাড়খণ্ডে আসছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধী। দলীয় সূত্রে জানা গিয়েছে, ৭ ফেব্রুয়ারি হাজারিবাগে যাবেন রাহুল। সেখান থেকে পৌঁছবেন রাঁচিতে। লোকসভা ভোটের আগে রাহুলের ঝাড়খণ্ড সফরে চাপে পড়তে পারে প্রদেশ বিজেপি। রাজ্য কংগ্রেসের সভাপতি সুখদেব ভগত, রাহুলের ঝাড়খণ্ড সফরকে নিছকই দলীয় কর্মসূচি বলে চিহ্নিত করেছেন। তিনি বলেন, “রাহুলজির আগেই রাঁচিতে আসার কথা ছিল। তখন কোনও কারণে তা বাতিল হয়ে যায়।” রাজ্য কংগ্রেস জানিয়েছে, এ রাজ্যে রাহুল কোনও জনসভা করবেন না। হাজারিবাগ ও রাঁচিতে আদিবাসী মহিলা ও যুব সম্প্রদায়ের সঙ্গে কথাবার্তা বলবেন কংগ্রেসের ‘যুবরাজ’।

দম্পতির কাণ্ড
আচমকা নিজেদের কাপড় খুলতে শুরু করলেন এক দম্পতি! রাষ্ট্রপতি ভবনের সামনে এমন কাণ্ড দেখে হতবাক রক্ষীরা। তড়িঘড়ি জামাকাপড় এনে তাঁরা পরিয়ে দেন ওই দম্পতিকে। কিন্তু ধুতি খুলে রাস্তায় ছুটতে শুরু করেন যুবকটি। এর পর পুলিশ জিপ তাঁকে জোর করে তুলে নেয় গাড়ির মধ্যে। দম্পতিকে নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়। প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান বলে রক্ষীদের জানান ওই দম্পতি। কারণ জিজ্ঞাসা করলে এই কাণ্ড করেন তাঁরা। তবে এর ব্যাখ্যা মেলেনি।

খাবারে পোকা
দিল্লির সরকারি স্কুলে হঠাৎ পরিদর্শনে গিয়ে মিড-ডে মিলের খাবারে পোকা পেলেন শিক্ষামন্ত্রী মণীশ সিসৌদিয়া। তিনি জানান, শাহদারা এলাকার ওই স্কুলে শিক্ষকরা সময়ে আসেন না বলে জানতে পেরেছিলেন তিনি। তাঁর বক্তব্য, “অভিযোগ সত্য। শিক্ষকরা ১১টার মধ্যে আসেন না। পড়ুয়ারা নিজেই পড়ছে। খাবারের মান অতি বাজে। তাতে পোকাও আছে।”

সুদে ছাড়
লোকসভা ভোটের আগে স্বনির্ভর মহিলা গোষ্ঠীর জন্য ঋণের সুদে সোমবার ছাড় ঘোষণা করল কেন্দ্র। এত দিন মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ১০ থেকে ১৩% হারে সুদ দিতে হত। তা এক ধাক্কায় কমিয়ে ৭% করা হল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ সোমবার জানান, আপাতত দেশের দেড়শো জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই সুবিধা পাবেন। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলা। সেগুলি হল, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কোচবিহার ও বীরভূম।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.