স্পেকট্রাম নিলাম শুরু দরপত্র সব সার্কেলে
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
৩ ফেব্রুয়ারি |
দেশ জুড়ে ২২টি সার্কেলে ১৮০০ মেগাহার্ৎজ এবং তিনটি সার্কেলে ৯০০ মেগাহার্ৎজ টু-জি স্পেকট্রাম নিলাম শুরু হল সোমবার। প্রথম দিনের মোট চার দফা নিলামেই ৩৯,৩০০ কোটি টাকার দরপত্র জমা পড়েছে বলে কেন্দ্র জানিয়েছে। অংশ নিয়েছে ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া সেলুলার-সহ মোট ৮টি সংস্থা। ১৮০০ মেগাহার্ৎজ স্পেকট্রামে ২৩ হাজার কোটি এবং ৯০০ সেগাহার্ৎজ-এ ১৬ হাজার কোটি টাকার দরপত্র জমা পড়েছে। এর মধ্যে কলকাতায় ৯০০ মেগাহার্ৎজে মূল দর ১২৫ কোটির তুলনায় ৩৮.৫২% বেশি দর (অর্থাৎ মেগাহার্ৎজে ১৭২.১৬ কোটি টাকা) জমা পড়েছে। কেন্দ্রের আশা, অর্থবর্ষে এই নিলাম থেকে ৪১ হাজার কোটি তোলার যে-লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তা ছাড়িয়ে যাবে।
|
বিমান জ্বালানি এটিএফের দাম কমলো প্রায় ৩%। গত দু’মাসে দাম কমলো এই প্রথম। ইন্ডিয়ান অয়েলের দাবি, বিশ্ব বাজারে তেলের দাম কমার কারণেই এই সিদ্ধান্ত। এর ফলে কলকাতায় কর যোগ করে কিলোলিটার পিছু এটিএফ ২২০০.৩৩ টাকা কমে হল ৮৪,৩৫৮.৯০ টাকা। |