ঠিক যেন দুর্গাপুজোর প্রস্তুতি। আগামী পরশু, বুধবার ‘বোধন’ ভারতের সর্ববৃহৎ গাড়ি মেলা ‘অটো এক্সপো’-র। কিন্তু তার আগেই নজর কাড়ার দৌড়ে এগোতে নতুন গাড়ি প্রদর্শনের হিড়িক পড়ে গিয়েছে সংস্থাগুলির মধ্যে।
ষষ্ঠী থেকে নিয়ম মাফিক দুর্গাপুজো শুরু হলেও এখন তার কয়েক দিন আগে থেকেই উদ্যোক্তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় উদ্বোধনের। যাতে পরে অনেকের ভিড়ে হারিয়ে না-যায় নিজেদের পুজো। সেই পথেই হাঁটছে গাড়ি সংস্থাগুলিও। সোমবার নিজেদের তূণের তির আগাম প্রকাশ করল ফোর্ড ইন্ডিয়া, টাটা মোটরস। দেশের গাড়ি বাজারে নিজেদের বাজি জিইয়ে রাখতে আগামী কাল, মঙ্গলবার তাদের তাস দেখাবে হুন্ডাই মোটরসও। তিন সংস্থারই বাজি ছোট সেডান। ক’বছর আগেও যেখানে ছোট গাড়ির বাজার ধরতে ঝাঁপাত গাড়ি সংস্থাগুলি, এ বার সেই প্রতিযোগিতা জমে উঠছে ছোট সেডানের বাজার ঘিরে। |
ফোর্ড ফিগোর ভবিষ্যতের সেডান সংস্করণ। |
ফ্রাঙ্কফুর্ট বা জেনিভা মোটর-শো-এর মতো জাতে না-উঠলেও ভারতের অটো-এক্সপো ক্রমশ আন্তর্জাতিক গাড়ি শিল্পের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ একটাই, উন্নয়নশীল দুনিয়ায় ভারতের গাড়ি বাজার কিছু দিন আগে যে-হারে বাড়ছিল, তাতে এটাকেই পাখির চোখ করছে সংস্থাগুলি। এমনকী গত বছর ভারতের গাড়ি ব্যবসা রীতিমতো সঙ্কটের মধ্য দিয়ে গেলেও বলা হচ্ছে, ২০২০-এ চিনকেও টপকে যাওয়ার ক্ষমতা রাখে ভারত। এত দিন দিল্লির প্রগতি ময়দানে এই মেলা হলেও, এ বার দেশি-বিদেশি গাড়ি সংস্থার অংশগ্রহণ বেড়ে যাওয়ায় তা সরে এসেছে বৃহত্তর নয়ডার এক্সপো-মার্টে। তবে গাড়ির যন্ত্রাংশ মেলা হচ্ছে প্রগতি ময়দানে।
ভারতের বাজারের সম্ভাবনা দেখেই ফোর্ডের মতো আন্তর্জাতিক সংস্থাও ভারতে নতুন গাড়ির আবরণ উন্মোচন করতে আগ্রহী হয়। আন্তর্জাতিক রীতির সঙ্গে তাল মিলিয়ে অটো-এক্সপোতেও প্রথম দিন সংবাদ মাধ্যমের সামনেই নতুন গাড়ি দেখানো রেওয়াজ। কিন্তুু দু’বছর আগের অটো-এক্সপো-র এক দিন আগে বর্তমানের ইকো-স্পোর্ট গাড়িটির ‘কনসেপ্ট’ দেখিয়েছিল তারা। এ বার দু’দিন আগে দেখাল ফোর্ড ফিগো কনসেপ্ট। লক্ষ্য ভিড়ের মাঝে নিজেদের ভাবনাকে আগাম দেখিয়ে নজর টানা। এটি চার মিটারের চেয়েও ছোট সেডান। প্রসঙ্গত, এত দিন ছোট সেডানের বাজারে একচ্ছত্র আধিপত্য ছিল মারুতির সুইফট-ডিজায়ার-এর। ফোর্ডের দাবি, ছোট সেডানের বাজার ঊধ্বর্র্মুখী এবং দেশের মোট যাত্রী গাড়ি বাজারের এক-তৃতীয়াংশ। গাড়ির দৈর্ঘ্য চার মিটারের কম হলে উৎপাদন শুল্ক কম পড়ে। ফলে দামও কমে। সেই উদ্দেশ্যেই মারুতি তাদের সুইফট-ডিজায়ারের দৈর্ঘ্য কমিয়েছিল। কবে বাজারে আসবে ফোর্ডের গাড়িটি? নির্দিষ্ট করে কিছু বলতে চাননি ভারতে সংস্থার নবনিযুক্ত প্রেসিডেন্ট নাইজেল হ্যারিস।
টাটা মোটরস-ও এ দিন ছোট (কমপ্যাক্ট) সেডান ‘জেস্ট’-এর আবরণ উন্মোচন করেছে। দেখিয়েছে নতুন হ্যাচব্যাক ‘বোল্ট’-ও। এ বছরের দ্বিতীয়ার্ধে গাড়ি দুটি বাজারে আসবে, দাবি সংস্থার। জেস্ট পেট্রোল ও ডিজেল -চালিত হলেও বোল্ট শুধু পেট্রোলে চলবে। সংস্থার প্রেসিডেন্ট (যাত্রী গাড়ি) রঞ্জিৎ যাদব জানান, ভারতের পাশাপাশি ব্রিটিশ ও কোরিয়ার ইঞ্জিনিয়ারও আছেন গাড়িটি তৈরির নেপথ্যে। অন্য দেশেও গাড়িটি ছাড়বেন তাঁরা। তবে ইন্ডিগো ও ইন্ডিকা বিক্রি বন্ধ হচ্ছে না।
এ বার অটো-এক্সপোয় ৭০টি দেশি-বিদেশি গাড়ির আবরণ উন্মোচন হবে। এর মধ্যে ২৬টি বিশ্বে প্রথম এখানেই দেখানে হবে। তার মধ্যে আবার ১৫টি যাত্রী গাড়ি। সব মিলিয়ে আগামী কয়েক দিন একে অপরের টক্কর নিতে তৈরি দেশ-বিদেশের গাড়ি সংস্থাগুলি। |