জখম পুলিশ
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
জাতীয় সড়কে টহল দিতে গিয়ে পুলিশের গাড়ির সঙ্গে দশ চাকা বালি ভর্তি দু’টি লরির ধাক্কায় জখম হন ছয় পুলিশকর্মী। রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে নলহাটি থানার মহেশপুর এবং কয়থা মোড়ের মাঝে। দুর্ঘটনায় আহত নলহাটি থানার ছয় পুলিশ কর্মীকে রবিবার রাতেই রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে এক জনের অবস্থা খারাপ হওয়ায় তাঁকে বর্ধমানে পাঠানো হয়। পরে সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়।
|
প্রভাস্বিত। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের সামনে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত চলবে
চিত্র প্রদর্শনী। ১৮ জনের ৬০টি ছবি প্রদর্শিত হবে। এ ছাড়াও থাকছে কিছু ভাস্কর্য
এবং ফোটোগ্রাফি। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
চতুর্থ বর্ষ চিত্র প্রদর্শনী। আয়োজক-চারুকলা অঙ্কন শিক্ষাকেন্দ্র পৌরমন্দির রামপুরহাট।
স্থান জিতেন্দ্রলাল পৌরমন্দির। ৪-৫ ফেব্রুয়ারি। সময় সকাল ১০টা
থেকে রাত ১০টা। উদ্বোধনের সময় ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টে।
বইমেলা। সাঁইথিয়া পুরসভার উদ্যোগে ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা।
পুরপ্রধান বিপ্লব দত্ত বলেন, “সাঁইথিয়া পুরসভা আয়োজিত এই মেলা এ বার
চার বছরে পড়ল। মেলা হবে স্থানীয় শশীভূষণ দত্ত বালিকা বিদ্যালয়ে।” |