প্রথম ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় বর্ধমান লোকো ইয়ং সোসাইটি ৪ উইকেটে হারাল দিলীপ স্মৃতি সঙ্ঘকে। এ দিন প্রথমে ব্যাট করে দিলীপ সঙ্ঘ ৪০ ওভারে আট উইকেটে ২০৫ রান করে। দলের অর্ণব ঘোষ ৪৬ ও অঙ্কিত রায় ৩০ রান করেন। সুমন দে ২৯ রানে ২ উইকেট দখল করেন। জবাবে ৪০ ওভারে লোকো ইয়ং সোসাইটি ৬ উইকেটে ২০৭ রান করে। রবি ঠাকুর বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দেন। তিনি করেন অপরাজিত ৩২। এছাড়া অনুপম চট্টোপাধ্যায় অপরাজিত ৩৬ ও মানস মণ্ডল ৫২ রান করেন। অভিষেক বর্মন ৩৮ রানে ৩ উইকেট দখল করেন। |
মেমারির খাড়ো গ্রামে চলছে ক্রিকেট। ছবি: উদিত সিংহ। |
অন্য একটি ম্যাচে বিবেকানন্দ সঙ্ঘ ৮ উইকেটে হারিয়েছে গলসি উদয়ন সঙ্ঘকে। গলসি প্রথমে ৩৯.৪ ওভারে ১৩৩ রান করে। দলের রাজীব বসাক ৩৫ ও রথীন সাহা ৩২ রান করেন। পরে ব্যাট করে বিবেকানন্দ ২৫.৪ ওভারে করে ১৩৫-২। বিবেকানন্দের দেবায়ন সরকার ১৩ রানে ৩ ও অনুজ সিংহ ২৬ রানে ৩ উইকেট দখল করেন। এছাড়া সুজিত যাদব ৫১ ও অমল দাস ২৯ রান করেন।
|
|
রবিবার আসানসোলের কল্যাণপুরে আয়োজিত হল
প্রতিবন্ধী শিশুদের বার্ষিক ক্রীড়া। —নিজস্ব চিত্র। |
|
|