দু’টো জয়। দু’টো হার। একটা ড্র। জুরিখের চেস ক্লাসিকের সলতে পাকানো পর্ব ব্লিৎজ্ টুর্নামেন্টে বিশ্বনাথন আনন্দের পারফরম্যান্স এটাই। কিন্তু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় সুপার গ্র্যান্ডমাস্টারের সম্প্রতি বিশ্বসেরার মুকুট নতুন বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেনের কাছে খোয়ানোর শোধ তোলা হল না।
চেন্নাইয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর জুরিখেও আনন্দ হারলেন কার্লসেনের কাছে। এবং অনেকটা একই ভাবে। ব্লিৎজ্ টুর্নামেন্টেও সাদামাটা ওপেনিং করে ধাপে-ধাপে অসাধারণ হয়ে উঠে নরওয়ের বিস্ময়-দাবাড়ু মাত্র ২১ চালে মাত করেন আনন্দকে। তবে বর্তমান এবং প্রাক্তন, দুই বিশ্ব চ্যাম্পিয়নই তাঁদের প্রথম গেম হেরে শুরু করেন এখানে। কার্লসেন হারেন ইতালির ফাবিয়ানো কারুয়ানার কাছে। আনন্দকে হারান আর্মেনিয়ার লেভন অ্যারোনিয়ান। আনন্দের দু’টো জয়ের মধ্যে একটা আবার কারুয়ানার বিরুদ্ধে। অন্যটা বহু যুদ্ধের পুরনো প্রতিদ্বন্দ্বী ইজরায়েলের বরিস গেলফাঁর বিপক্ষে। আর একমাত্র ড্র জাপানি বংশোদ্ভুত মার্কিন দাবাড়ু হিকারু নাকামুরার সঙ্গে। সব মিলিয়ে ২.৫ পয়েন্টে যুগ্ম তৃতীয় আনন্দ। |
যদিও বিশ্বসেরার মুকুট হারানোর পর তেতাল্লিশের আনন্দের নিজের জাত ফের প্রমাণের দারুণ সুযোগ জুরিখে। বিশ্বের অন্যতম কঠিন এবং শীর্ষমানের দাবা টুর্নামেন্ট এই জুরিখ ক্লাসিক। দাবা বিশ্বের সর্বোচ্চ ক্যাটেগরির টুর্নামেন্ট। যেখানে দাবাড়ুদের গড় রেটিং-ই ২৮০১ এলো পয়েন্ট। বিশ্বের সেরা দশ দাবাড়ুর মধ্যে থেকেও বাছাই ছ’জনকে নিয়ে এ বারের টুর্নামেন্ট হচ্ছে। মাত্র পাঁচ রাউন্ডের টুর্নামেন্ট বলে প্রতিদ্বন্দ্বিতার তীক্ষ্নতা এবং মান দুটোই বিরাট তীব্র এবং উঁচু পর্দায় বাঁধা থাকার প্রবল সম্ভাবনা। গোড়ার রাউন্ডে হারলে উঠে দাঁড়ানোর সুযোগ এবং সময় দুটোই খুব কম। সে কারণে আনন্দ কাল থেকে শুরু মূল টুর্নামেন্টে ভাল করতে পারলে চেন্নাইয়ে হারানো জমির অনেকটাই জুরিখে উদ্ধার করতে পারবেন বলে ধারণা দাবামহলের। তবে সেই পথে যে তাঁর সবচেয়ে বড় কাঁটা কার্লসেন, সন্দেহ নেই। তা ছাড়া লটারিতে প্রথম রাউন্ডে আনন্দ পড়েছেন লেভন আরোনিয়ানের সামনে। ব্লিৎজ্-এ আনন্দের দুটো হারের একটি যাঁর বিরুদ্ধে। তুলনায় কার্লসেন খানিকটা সুবিধার ড্র পেয়েছেন। গেলফাঁর বিরুদ্ধে বিশ্বচ্যাম্পিয়নের প্রথম ম্যাচ। দেখার, ব্লিৎজে পারেননি, জুরিখ ক্লাসিকে চেন্নাইয়ের ক্ষতে প্রলেপ দিতে আনন্দ পারেন কি না! |