দু’জনেই ফমুর্লা ওয়ানের কিংবদন্তি। এক জন স্টিয়ারিং হাতে, অন্য জন ট্র্যাকের বাইরে থেকে। এবং ভাগ্যের খেলায় দু’জনেই আজ চরম সঙ্কটে। শুমাখারকে লড়তে হচ্ছে মৃত্যুর সঙ্গে। আর ফর্মুলা ওয়ান যাঁর হাত ধরে আজকের ফর্মুলা ওয়ান হয়েছে, সেই বার্নি একেলস্টোনের লড়াই আইনের সঙ্গে। “আমি দশ বছর জেল খাটতে রাজি আছি কিন্তু কোনও ভাবেই ঘুষ দেব না।” বৃহস্পতিবার সাফ জানিয়ে দিলেন ফর্মুলা ওয়ানের সিইও বার্নি। যাঁর বিরুদ্ধে ঘুষ দেওয়ারই অভিযোগ উঠেছে। যে অভিযোগ প্রমাণ হলে জেল হয়ে যেতে পারে বার্নির।
ঘটনাটা কী? বার্নির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে ২০০৬ সালে তিনি জার্মান ব্যাঙ্ক বায়ার্ন এলবির চিফ অফিসার গারহার্ড গ্রিবকাউস্কিকে ২৭ মিলিয়ন পাউন্ড ঘুষ দিয়েছিলেন ফর্মুলা ওয়ানের শেয়ারগুলো নিজের পছন্দ মতো একটা ব্যাঙ্কে বিক্রি করার জন্য। যাতে তাঁর নিয়ন্ত্রণে থাকে ফর্মুলা ওয়ান। কিন্তু ইদানীং ব্রিটিশ প্রচারমাধ্যমে জল্পনা শুরু হয়েছে যে নিজের সম্পত্তি থেকে ২৪০ মিলিয়ন ইউরো ঘুষ দিয়ে ছাড়া পাওয়ার পরিকল্পনা আছে বার্নির। যে অভিযোগের বিরুদ্ধে এ দিন মুখ খুললেন তিনি। সেই বিতর্ক উড়িয়ে বার্নি বলেন, “কোনও মতেই আমি সেটা করব না। এ রকম ভাবে কোনও দিন চলে নাকি। আমি সমস্ত কিছু কোর্টের সামনে পেশ করতে চাই।”
পাশাপাশি আবার ফর্মুলা ওয়ানে ‘ডাবল পয়েন্ট স্কিম’ মরসুমের শেষ তিন রেসে যোগ করতে চান বার্নি। এখন পর্যন্ত ঠিক হয়েছে যে আবু ধাবি গ্রাঁ প্রিঁতে ‘ডাবল পয়েন্ট’ নিয়মটা কার্যকর হবে। কিন্তু বার্নির ইচ্ছা ব্রাজিল আর যুক্তরাষ্ট্রের গ্রাঁ প্রিঁতেও এই ডাবল পয়েন্ট স্কিম চালু করার। যদিও এই নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে গোটা ফর্মুলা ওয়ান মহল। “আমাদের এই ডাবল পয়েন্ট স্কিম নিয়ে অনেকেই প্রতিবাদ জানাচ্ছে। এই বিষয়ে আমাদের দ্রুত আলোচনায় বসতে হবে,” বলেন ফর্মুলা ওয়ানের এক কর্তা। |