উত্তেজনা নেই, নেই রেজাল্টও। তবু প্রিমিয়ার লিগে চেলসি বনাম ওয়েস্ট হ্যাম যুদ্ধ শেষ পর্যন্ত বর্ণময় হয়ে থাকল এক অন্য যুদ্ধে। ‘দ্য স্পেশ্যাল’ ওয়ান বনাম ‘বিগ স্যাম’ লেগে গেল যে!
বুধবার রাতে চেলসির বিরুদ্ধে ৪-৩-৩ ছকে টিম নামিয়ে দেন ওয়েস্ট হ্যাম কোচ স্যাম অ্যালারডাইস। যে ছকে মোরিনহোর চেলসিকে খেলতে দেখা যেত। এবং সেই স্ট্র্যাটেজি লেগেও যায়। ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে, অন্তত তিরিশটা শট ওয়েস্ট হ্যাম গোলে অস্কার-হ্যাজার্ডরা নিলেও তাতে লাভ হয়নি। বরং ম্যাচ শেষে ওয়েস্ট হ্যাম কোচকে কটাক্ষ করে হোসে মোরিনহো বলে বসেন, “ওরা তো আজ ফুটবল খেলতে আসেনি। ফুটবল দু’টো দলের খেলা। আজ শুধু আমরাই খেললাম। এত দিন বলতাম প্রিমিয়ার লিগ হচ্ছে বিশ্বের সেরা। কিন্তু ওয়েস্ট হ্যাম আজ আদ্যিকালের ফুটবল খেলে আমার ভুলটা ভেঙে দিল।”
যে মন্তব্যের কিছুক্ষণের মধ্যে মোরিনহো আবার উত্তরও পেয়ে গেলেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে ওয়েস্ট হ্যাম কোচ নিজেও বহু বিতর্কে জড়িয়েছেন। স্যাম অ্যালারডাইস বলেও দেন, “আমার কোনও মাথাব্যথা নেই মোরিনহোর মন্তব্য নিয়ে। ও নিজেই তো অ্যাওয়ে ম্যাচে গিয়ে ৪-৩-৩ ফর্মেশনে টিম নামায়। তখন?”
|
ঘটনা হল, অ্যালারডাইস শুধু নন। মোরিনহোর বক্তব্যের বিরুদ্ধ মতপেশ ব্রিটিশ প্রচারমাধ্যমও করছে। তিনটে প্রশ্ন তোলা হয় মোরিনহোর মন্তব্যের পর।
এক, মোরিনহো নিজেই প্রত্যেকটা অ্যাওয়ে ম্যাচে ৪-৩-৩ টিম নামান। তা হলে তিনি কী ভাবে আশা করেন যে, ওয়েস্ট হ্যাম অ্যাওয়ে ম্যাচ খেলতে এসে অতি আক্রমণাত্মক স্ট্র্যাটেজিতে চলে যাবে? দুই, মোরিনহোর নিজের প্রত্যেকটা স্ট্র্যাটেজিই রক্ষণাত্মক। তিনি কী ভাবে তা হলে ওয়েস্ট হ্যামকে দোষারোপ করছেন? তিন, মোরিনহো এক সময় নিজেই বলেছিলেন যে ভাল ফুটবলের চেয়ে বেশি জরুরি জেতা। ভাল ফুটবল খেলতেই হবে, এমন কোথাও বলা নেই। তা হলে সেই একই লোক ওয়েস্ট হ্যামের পারফরম্যান্সকে খারাপ বলতে পারছেন? খারাপ খেলুক, ভাল খেলুক, ম্যাচটা ওয়েস্ট হ্যাম ড্র করে ফিরেছে। সেটাই আসল। কী রকম ভাবে সেটা এসেছে তো মোরিনহোর মতাদর্শ অনুযায়ী বড় নয়।
ব্রিটিশ মিডিয়া তবু এখানে থেমেছে। স্যাম অ্যালারডাইস সোজাসুজি মোরিনহোর বিরুদ্ধে ছক চুরির অভিযোগও তুলে ফেললেন! পরিষ্কার শুনিয়ে দিলেন, বোল্টনে থাকাকালীন তিনি যে ফর্মেশনে টিম নামাতেন, ওই একই ফর্মেশন চ্যাম্পিয়ন্স লিগে ব্যবহার করতে দেখেছেন মোরিনহোকে।
“আমি ৪-৫-১ ফর্মেশনে টিম সাজাতাম বোল্টনে থাকার সময়। মোরিনহো দেখলাম দিব্য ওই একই ফর্মেশন চ্যাম্পিয়ন্স লিগে ব্যবহার করে দিল। দ্রোগবাকে একমাত্র স্ট্রাইকার রেখে দিয়ে,” বলে দিচ্ছেন অ্যালারডাইস। তবে দুই কোচের বাগ্যুদ্ধে পয়েন্ট টেবলে বিশেষ কোনও ফারাক হয়নি। চেলসি প্রিমিয়ার লিগে সেই তৃতীয় স্থানেই আছে। এক নম্বরে উঠে এল ম্যাঞ্চেস্টার সিটি। যারা কিনা টটেনহ্যামকে ওড়াল ৫-১! |