ফেড কাপের গ্রুপ লিগের শেষ ম্যাচ ড্র করে মহমেডান ছিটকে গিয়েছিল টুর্নামেন্ট থেকে। আইএফএ শিল্ডেও সাদা-কালোর শুরুটা ভাল হল না।
শিল্ডে অবশ্য হাতে রয়েছে আরও দুটি ম্যাচ। ফলে এখনই দুর্ঘটনা ঘটার মতো কিছু হয়নি। একটি গ্রুপ থেকে দু’টি টিম যাবে সেমিফাইনালে। তাই বৃহস্পতিবার সিকিম ইউনাইটেডের সঙ্গে ড্র করার পর মহমেডান ফুটবলাররা আশায়সেমিফাইনালে যাওয়া কঠিন হবে না। যেমন রহিম নবি বলে দিলেন, “ফেড কাপের ঘটনা আর এখানে ঘটবে না। হাতে দু’ম্যাচ রয়েছে। শেষ চারে আমরা যাবই।”
বিদেশিদের ছাড়াই অবশ্য বড় ব্যবধানে জিততে পারত মহমেডান। ম্যাচের স্কোরলাইন হতে পারত ৬-১। কিন্তু তা হল না। গোল নষ্টের খেসারত দিয়ে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল অসীম বিশ্বাস, রহিম নবিদের।
ইস্টবেঙ্গল বা মোহনবাগানের মতো বড় দলগুলোকে যখন বিদেশি ছাড়া মাঠে নামার কথা ভাবতেই পারে না, তখন লুসিয়ানো আর জোসিমারকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখার সাহস দেখিয়েছেন সাদা-কালো কোচ সঞ্জয় সেন। দল গড়েছেন এগারো জন ভারতীয় ফুটবলারকে নিয়ে। আর মহমেডানের সবচেয়ে নির্ভরযোগ্য বিদেশি পেন ওরজির তো জায়গাই হয়নি রিজার্ভ বেঞ্চেও। পেমেন্ট নিয়ে ক্লাবের বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি হিসেবে।
শিল্ডের প্রথম ম্যাচ থেকে তুলনামূলক দুর্বল সিকিম ইউনাইটেডের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নিতে চেয়েছিলেন সঞ্জয়। ম্যাচের একেবারে শুরুতেই গোলও পেয়ে যান রাকেশ মাসি। কিন্তু রক্ষণের গাফিলতিতে ১-০ এগিয়ে যাওয়ার মাত্র দু’মিনিটের মধ্যে ১-১ করে দেয় ভাইচুং ভুটিয়ার টিম। এরপর প্রচুর গোল নষ্ট করেছেন নবি-অসীম-ইসফাক-নির্মলরা। এ ছাড়াও সিকিমের কিপার দিব্যেন্দু যদি অসাধারণ কিছু বল না বাঁচাতেন, তবে হয়তো মহমেডান পুরো পয়েন্ট নিয়েই ড্রেসিংরুমে ফিরতে পারত। টিম জিততে না পারলেও নবিদের লড়াকু মানসিকতা দেখে খুশি সঞ্জয় সেন। উল্টে বললেন, “মহমেডানে আমি যত দিন কোচিং করাচ্ছি, তার মধ্যে সব থেকে ভাল খেলল আমার দল।”
ম্যাচের একেবারে শেষ দিকে অসীম চোট পায়। তাঁর জায়গায় জোসিমারকে নামিয়েছিলেন সাদা-কালো কোচ। তবে জোসিমার নামার পরও কোনও লাভ হয়নি। এ দিকে সিকিমের বিদেশি ফুটবলার উগোচুকোর ছাড়পত্র বুধবার এসে পৌঁছেছে। অথচ তাঁকে রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছিল, এর প্রতিবাদে মহমেডান আইএফএ-তে প্রতিবাদ পত্র জমা দিল।
|
বিদেশিদের ভিসা সমস্যা মিটিয়ে অবশেষে বৃহস্পতিবার রাতে শহরে এসে পৌঁছল বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি। দলে নাইজিরিয়ান কোচ আফুন্সি ছাড়াও রয়েছেন ছয় বিদেশি ফুটবলার। এদের মধ্যে দু’জন হাইতির, চার জন নাইজিরিয়ার।
শেখ জামালের প্রথম ম্যাচ মহমেডানের সঙ্গে, রবিবার। দলের ম্যানেজার মহম্মদ আব্দুল গফ্ফর বললেন, “বাংলাদেশের কোনও টিম শিল্ড জেতেনি। আমরা তাই টুর্নামেন্ট জিততেই এসেছি।” সিঙ্গাপুরের ক্লাব গেলাং ইন্টারন্যাশনালও ভিসা এবং টিকিট সমস্যা মিটিয়ে আজ সকালে শহরে এসে পৌঁছচ্ছে। বিকেলে তারা চাইলে যাতে প্র্যাকটিস করতে পারে, সে জন্য ব্যবস্থা করে রাখছে আইএফএ। গেলাং শনিবার ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আই এফ এ সূত্রের খবর, মোহনবাগান এবং ইউনাইটেডের স্থগিত থাকা ম্যাচ কবে হবে তা ঠিক করবেন স্পনসররাই। |