টুকরো খবর
গণধর্ষণ, ধৃত মূল অভিযুক্ত
জলসা দেখে ফেরার সময় কিশোরীকে গণধর্ষণ করে ফেলে রেখে পালাল দুষ্কৃতীরা। গত ১৬ জানুয়ারি চাকুলিয়া থানার গোদাশিমূল এলাকাতে ঘটনাটি ঘটলেও বৃহস্পতিবার ওই কিশোরীর পরিবারের লোকেরা চাকুলিয়া থানায় ছয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ মূল অভিযুক্ত মহম্মদ কালুকে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি গোদাশিমূল এলাকাতেই। সে পেশায় চাষি। বাকিরা তার বন্ধু বলে পুলিশের অনুমান। এই কিশোরীকে মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। যএসডিপিও সুবিমল পাল বলেন, “বৃহস্পতিবার অভিযোগ পেয়ে গণধর্ষণের মামলা হয়েছে। মূল অভিযুক্তকে ধরা হয়েছে।” চাকুলিয়ার কোনভাটিয়া পাড়া এলাকার বাসিন্দা ওই কিশোরী ঘটনার দিন চার বান্ধবীর সঙ্গে জলসা দেখতে গিয়েছিল পাশের গ্রাম গোদাশিমূলে। দুটি গ্রামের মধ্যে দূরত্ব মেরেকেটে দুই কিলোমিটার। রাত সাড়ে দশটা নাগাদ ফেরার পথে ৬ জনের একটি দল পথ আটকায়। অন্যরা পালালেও দুষ্কৃতীরা কিশোরীকে ধরে ফেলে। অভিযুক্তরা কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ফাঁকা মাঠে গণধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার দিন কিশোরীর বাবা চাকুলিয়ায় ছিলেন না। তিনি ফিরে আসার পর পরিবারের লোকজন ও দিন অভিযোগ জানান।

অতিরিক্ত পরিবহণ দফতর ইসলামপুরে
ইসলামপুরের অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ দফতর উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। উপস্থিত ছিলেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরী-সহ প্রশাসনিক আধিকারিকেরা। মদনবাবু বলেন, “ইসলামপুরের বাসিন্দাদের আর রায়গঞ্জে জেলা দফতরে যাওয়ার প্রয়োজন হবে না। সমস্ত কাজই হবে ইসলামপুরের দফতরে। জাতীয় স্তরের পারমিটও পাওয়া যাবে।”

অধরা অভিযুক্তেরা
দক্ষিণ দিনাজপুরের তপনে আদিবাসী মহিলাকে গণধর্ষণ করে খুনের ঘটনা ঘটার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও পুলিশ অভিযুক্তদের শনাক্ত করতে পারেনি বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। ঘটনায় সরব হয়েছে কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে তপনের পার্বতীপুর এলাকায় নিহত মহিলার বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি ওমপ্রকাশ মিশ্র, জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল। ওই মহিলার শেষযাত্রায় সামিল হন কংগ্রেসের এলাকার নেতারা।

মন্ত্রীকে হুমকি দিয়ে পুলিশের জালে দুই
জঙ্গি পরিচয় দিয়ে সমাজকল্যাণমন্ত্রী সাবিত্রী মিত্রের কাছ থেকে ৫০ লক্ষ টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার মন্ত্রীর আপ্ত সহায়ক উজ্জল শেখ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। এর পরই পুলিশ মোবাইলের সূত্র ধরে তিনজন যুবককে শনাক্ত করে। তাদের মধ্যে পুলিশ কমল সরকার ও জাকির হোসেন নামে দুই যুবককে গ্রেফতার করেছে। মন্ত্রী বলেন, “১৯ জানুয়ারি রাতে আমার মোবাইল ফোনে এক পুরুষ হুমকি দিয়ে বলে ১০০ ঘন্টার মধ্যে ৫০ লক্ষ টাকা পাঠাবেন। নইলে আপনার পরিবার সবাইকে খতম করে দেব। জেলা পুলিশ সুপারকে মৌখিক ভাবে বিষয়টি জানিয়েছিলাম।”

নেতা-স্মরণ
বৃহস্পতিবার রায়গঞ্জ পুরসভার তরফে সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়। এ দিন সকালে শহরের আশা টকিজ মোড়ে তাঁর মূর্তিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার চেয়ারম্যান বিধায়ক মোহিত সেনগুপ্ত-সহ পুরসভার কাউন্সিলর, শহরের বিশিষ্ট ব্যক্তি ও কঁচিকাচারা। দুপুরে রায়গঞ্জ রেলস্টেশন এলাকায় কউরপুর স্বামী বিবেকানন্দ জনকল্যাণ সমিতি, রায়গঞ্জ নেতাজি সুভাষ ইউথ ডেভলপমেন্ট সোসাইটি ও এসআরবি কম্পিউটার সেন্টারের উদ্যোগে জন্মদিন পালিত হয়। শহরের নানা এলাকায় কংগ্রেস, তৃণমূল, ফরওয়ার্ড ব্লক এবং বিভিন্ন সংগঠনের তরফে সুভাষচন্দ্রের জন্মদিন পালন করা হয়।

ম্যারাথন দৌড়
সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে ম্যারাথন হল আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার ভোরে সূর্যনগর ক্লাবের উদ্যোগে সোনাপুর থেকে শহরের মাধবমোড় পর্যন্ত পুরুষ বিভাগের ৩৮তম ২৫ কিমি ম্যারাথন হয়। ১২০ জন দৌড়ন। রাজেশ কুমার শাহ, হামিবুল হক এবং মনা বর্মন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হন। তপসিখাতা থেকে মাধবমোড় পর্যন্ত মহিলা বিভাগের ৩১তম ১০ কিমি ম্যারাথনে ২৫ মহিলার মধ্যে বুল্টি পাল, মুক্তা রায় ও মুমমুন দাস যথাক্রমে তিনটি স্থান পান। এক অনুষ্ঠানে পূর্ত দফতরের বাংলোর সামনে সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্য দান করেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক নির্মল দাস।

৯টি প্রকল্প উদ্বোধন
কৃষকদের সেচের সুবিধা দিতে কোচবিহারে ৯টি গভীর নলকূপ প্রকল্পের উদ্বোধন করলেন জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। বৃহস্পতিবার কোচবিহার ২ ব্লকের সোনারি এলাকায় তিনটি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পরে দিনহাটার ওকরাবাড়ি এলাকায় একাধিক প্রকল্পের উদ্বোধন করেন সৌমেনবাবু। কোচবিহার ২ ব্লকের সোনারি, খাপাইডাঙা, কালজানি ও দিনহাটার নোটাফেলা, বালাকান্দি ও সাহেবগঞ্জে প্রকল্পগুলি তৈরি হয়েছে। পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ জানান, নয়টি প্রকল্প চালু হওয়ায় দেড় হাজার কৃষক পরিবার উপকৃত হবেন।

পুষ্প প্রদর্শনী
বৃহস্পতিবার থেকে পুষ্প প্রদর্শনী শুরু হল ইসলামপুরে। বৃহস্পতিবার ইসলামপুর পার্কে এর উদ্বোধন করেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরী। ২০০ জন অংশ গ্রহন করেছেন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.