|
|
|
|
‘ড্রিম রান’, ম্যারাথনে মাতল শিলিগুড়ি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পাঁচ হাজার মানুষ দৌড়াল শিলিগুড়ি ম্যারাথনে। বৃহস্পতিবার শিলিগুড়ির হাসমিচক থেকে পতাকা উড়িয়ে ম্যারাথনের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শিলিগুড়ির হাসমিচক থেকে শুরু হয়ে ৪২ কিলোমিটার রাস্তা দৌড়নোর পর শিলিগুড়ির ভক্তিনগরের অগ্রণী সঙ্ঘ ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। মূল ম্যারাথনের পাশাপাশি ড্রিম রান নাম দিয়ে অন্য একটি প্রতিযোগিতা হয়। ৮ কিলোমিটার দৌড়ের প্রতিযোগিতাটি হাসমিচক থেকে শুরু হয়ে শেষ হয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ম্যরাথনের সূচনা করে বলেন, “এটি শিলিগুড়ির মর্যাদা সম্পন্ন ক্রীড়া প্রতিযোগিতাগুলির মধ্যে একটা। আগামী বছরে আরও বড় আঙ্গিকে এই প্রতিযোগিতা হবে।” |
|
শিলিগুড়িতে ম্যারাথন। বৃহস্পতিবার বিশ্বরূপ বসাকের তোলা ছবি। |
ম্যারাথনে প্রথম হন নীরজপাল সিংহ। তিনি ২ ঘন্টা ৩৫ মিনিট ২০ সেকেন্ডে দৌড় শেষ করেন। দ্বিতীয় স্থানাধিকারী সত্য ভান ৫২ সেকেন্ড সময় বেশি নেন দৌড় শেষ করতে। তৃতীয় বিপুল সারিয়া দ্বিতীয় স্থানাধিকারীর থেকে ৫ মিনিট ৩৩ সেকেন্ড বেশি নেন। প্রতিযোগিতায় চতুর্থ ও পঞ্চম হয়েছেন যথাক্রমে তানাজি চৌগলে এবং বিকাশ কুমার। প্রথম স্থানাধিকারী পান ১ লক্ষ টাকা। দ্বিতীয় ৫০ হাজার, তৃতীয় ২৫ হাজার এবং চতুর্থ ও পঞ্চম পান ১০ ও ৫ হাজার টাকা করে। ড্রিম রানে ছেলে ও মেয়েদের আলাদা বিভাগ ছিল। প্রত্যেক বিভাগে পাঁচ জন করে পুরস্কৃত হন। ছেলেদের বিভাগে বিএনএফ বাই, ব্রজেশ্বর সিংহ, রমেশ ওঁরাও, সুমিত কুমার ও প্রকাশ লাকড়া। মেয়ে বিভাগে পুরস্কৃত হন রেখা সরকার, যূথিকা সরকার, পদ্মিনী বিশ্বাস। সরিতা সোনার ও সবিতা বর্মণ। সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং পঞ্চম স্থানাধিকারী ১ হাজার টাকা পান। এছাড়াও স্লোগান প্রতিযোগিতা ছিল। তাতে প্রথম হয়েছে চাইল্ড ইন নিড ইন্সটিটিউট, দ্বিতীয় আর্ট অব লিভিং শিলিগুড়ি এবং মনোজ গুপ্ত তৃতীয় স্থান পায়। |
|
|
|
|
|