মমতার উদ্যোগে ফের শুরু হবে দার্জিলিং গোল্ড কাপ
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
প্রথমবার আড়াই দশকের ছেদ। তারপরে পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতির জেরে ফের দু’বছর বন্ধ। এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের শুরু হতে চলেছে দার্জিলিং গোল্ড কাপ। বুধবার মুখ্যমন্ত্রী দার্জিলিঙে চলতি মরসুম থেকেই ফের গোল্ড কাপ চালু করার ঘোষণা করেছেন। জিটিএ ও দার্জিলিং গোর্খা হিল স্পোর্টস অ্যাসোসিয়েশন যৌথ ভাবে টুর্নামেন্টের আয়োজন করবে। সত্তরের দশকের মাঝামাঝি হিল ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হয় অল ইন্ডিয়া ব্রিগেড অব গোর্খাস গোল্ড কাপ। ১৯৭৫ সালে প্রথমবারের ওই টুর্নামেন্টে জয়ী হয় মোহনবাগান। কয়েক বছরের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে টুর্নামেন্টটি দার্জিলিং গোল্ড কাপ নামে পরিচিত হয়ে ওঠে। পৃথক রাজ্যের দাবিতে পাহাড়ে আন্দোলন শুরু হওয়ার কারণে ১৯৮৫ সালের পরে টুর্নামেন্টের আয়োজন বন্ধ হয়ে যায়। এর পরে ২০১০ সালে ফের টুর্নামেন্টের আয়োজন বলেও পাহাড় পরিস্থির জেরে ২০১২ সাল থেকে ফের বন্ধ হয়ে যায় গোল্ডকাপ।
জিটিএ সূত্রে জানানো হয়েছে, সাধারণত নভেম্বর-ডিসেম্বর মাসে গোল্ডকাপের আসর বসত পাহাড়ে। গত বছর টুর্নামেন্টের আয়োজন করতে উদ্যোগী হলেও, ইস্টবেঙ্গল-মোহনবাগানের মতো দলগুলিকে না পাওয়ায় সে বার উদ্যোগ ভেস্তে যায় বলে জিটিএ সূত্রে জানানো হয়েছে। চলতি বছরে কবে ফের গোল্ডকাপের আসর বসবে তা অবশ্য এখনও চূড়ান্ত করা হয়নি বলে জিটিএ সূত্রে জানানো হয়েছে। তবে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে খেলা হতে পারে বলে প্রাথমিক ভাবে স্থির হয়েছে।
|
ফের চালু হল পাহাড়ে ভ্রমণ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
তিন বছর বন্ধ থাকার পরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জলপাইগুড়ি ডিপো থেকে ফের চালু হল পাহাড় ভ্রমণ। বৃহস্পতিবার সকালে ২৫ জন পর্যটককে নিয়ে নিগমের একটি বাস ডিপো থেকে কালিম্পঙের লাভায় রওনা দেয়। ছুটির দিনগুলিতে এক দিনের ভ্রমণের ব্যবস্থা হয়েছে। এ জন্য ৪০ আসনের একটি বাস ডিপোতে আনা হয়েছে। লাভা ভ্রমণে পর্যটকদের মাথা পিছু ছয়শো টাকা দিতে হবে। নিগমের জলপাইগুড়ি ডিপো থেকে ২০০৮ সালে প্রথম ওই ভ্রমণ পরিষেবা চালু হয়। কিন্তু ২০১১ সালে তা বন্ধ হয়ে যায়। পরে লোলেগাঁও, গ্যাংটক ও দিঘা ভ্রমণের ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে বলে ডিপো সূত্রে জানানো হয়েছে।
|
মন্ত্রীর বার্তা
নিজস্ব সংবাদাদাতা • শিলিগুড়ি |
আগামী ২৭ জানুয়ারি থেকে অটো ও বেসরকারি পরিবহণের দৌরাত্ম্য কমাতে রাজ্য জুড়ে যৌথ অভিযানে নামছে রাজ্য পরিবহণ দফতর ও পুলিশ। বৃহস্পতিবার শিলিগুড়িতে একথা জানালেন, রাজ্যের পরিবহণ মন্ত্রী মদন মিত্র। আজ শুক্রবার লালবাজারে পুলিশের সঙ্গে এ বিষয়ে বৈঠকে বসবেন পরিবহণমন্ত্রী বলে জানান। মন্ত্রী এ দিন বলেন, “পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হবে কোনও অটো বা বাসের গুন্ডামি বরদাস্ত না করার জন্য। এমনকী অতিরিক্ত যাত্রী বহন করা কিংবা রেষারেষি করার প্রবণতার কারণে কোনও প্রাণহানি ঘটলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে সরাসরি খুনের মামলা দায়ের করার কথা সুপারিশ করা হবে।” মদনবাবু জানান, সুপ্রিম কোর্টে যেখানে প্রাণদণ্ড রদ করে দেওয়া হচ্ছে। সেখানে কারও অধিকার নেই নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রাণ কেড়ে নেওয়া। জেলা পরিবহণ বোর্ডের সদস্য মদন ভট্টাচার্য বলেন, “শিলিগুড়িতে এই অভিযান শুরু করা হবে একই দিনে। পুলিশের সঙ্গেও কথা বলা হবে।”
|
ডুয়ার্স উৎসব-এর নিরাপত্তায় বৈঠক |
দশম ডুয়ার্স উৎসবে নিরাপত্তা নিয়ে উৎসব কমিটির সঙ্গে বৈঠক করল পুলিশ ও মহকুমা কর্তারা। বৃস্পতিবার আলিপুরদুয়ার সার্কিট হাউসে ওই বৈঠকের পরে উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী জানান, উৎসব ১-১০ ফ্রেবুয়ারি চলবে। কেএলও সক্রিয় হওয়ায় ঝুঁকি নেওয়া যাচ্ছে না। বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। উৎসবকে ঘিরে কড়া পুলিশি ব্যবস্থা থাকবে। সিসিটিভিও বসানো হচ্ছে। থাকবে বম্ব স্কোয়াড, স্নিফার ডগ। এ দিন দুপুরে উৎসব কমিটির কর্তাদের নিয়ে পুলিশ-প্রশাসনের অফিসারেরা প্যারেড গ্রাউন্ড ঘুরে দেখেন। সৌরভবাবু জানান, উদ্বোধনে রাজ্যের পাঁচ মন্ত্রী উপস্থিত থাকবেন। বিদেশ থেকেও লোকজন উৎসবে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন। উৎসবের মূল মঞ্চ ঠাকুর পঞ্চানন বর্মার নামে করা হচ্ছে। উৎসবের সময় বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের জন্য বিশেষ বাস চালাবে এনবিএসটিসি। শেষ দিন সাংসদ মুকুল রায় ২৫ জনকে ‘ডুয়ার্স -রত্ন’, ‘ডুয়ার্স-ভূষণ’ ও ‘ডুয়ার্স-সম্ভাবনা’ পুরস্কার দেবেন। |