অটো-নিয়ন্ত্রণে ফের হুমকি দিলেন মদন
টোচালকদের উদ্দেশে ফের হুমকি দিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। আবার তিনি বললেন, যাত্রীদের সঙ্গে অভব্য আচরণ বা মারধর করলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে শুধু ব্যবস্থা নেওয়া নয়, প্রয়োজনে অভিযুক্তের অটো চালানোই বরাবরের মতো বন্ধ করে দেবে রাজ্য প্রশাসন।
এর আগে ২৬ জানুয়ারি পর্যন্ত অটোচালকদের নিজেদের শুধরে নেওয়ার সময় দিয়েছিলেন মন্ত্রী। তার পরে সরকার অটোর দৌরাত্ম্য রুখতে অভিযান শুরু করবে বলে জানিয়েছিলেন তিনি। তবে পরিবহণ দফতরের কর্তাদের একাংশ বলছেন, “অতীতেও অনেক বার মন্ত্রী অটোকে শৃঙ্খলায় বাঁধতে নানা হুমকি দিয়েছেন। তাতে কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসন হাতেকলমে কড়া ব্যবস্থা না নিলে কিছুই হবে না।”
বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ দফতর উদ্বোধন করতে গিয়ে পরিবহণমন্ত্রী বলেন, “২৬ জানুয়ারি পর্যন্ত সময় দিচ্ছি। ২৭ জানুয়ারি থেকে অটোচালকেরা বুঝবেন প্রশাসন কী! খুচরোর জন্য কারও মাথা ফাটিয়ে দেবে, খুন করবে কিংবা মা-বোনেদের সঙ্গে অশালীন আচরণ করবে, তা কোনও মতেই হতে দেওয়া যায় না। অভিযোগ উঠলে চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ওই অটো পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।”
অটোর লাগামছাড়া দৌরাত্ম্যে নাজেহাল কলকাতার মানুষ। গত এক সপ্তাহে পরপর তিন অটোচালকের অভব্য আচরণের ঘটনা সামনে এসেছে। খুচরো না দিতে পারায় তারাতলায় এক মহিলাকে চড় মারে এক অটোচালক। এর পরে পার্ক সার্কাসে দাবিমতো বেশি ভাড়া দিতে না চাওয়ায় এক মহিলাকে রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় আর এক অটোচালক। মঙ্গলবার রাতে মত্ত অবস্থায় অন্য এক অটোচালক গড়িয়া এলাকার রামগড়ে এক বৃদ্ধকে ধাক্কা দিলে তাঁর মৃত্যু হয়।
তারাতলা এবং পার্ক সার্কাসের ঘটনার পরে পরিবহণমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, ২৬ জানুয়ারির মধ্যে অটোচালকেরা নিজেদের শুধরে না নিলে পরের দিন থেকেই প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বুধবার গড়িয়ার ঘটনার পরে মদনবাবু বলেন, ২৫ তারিখেই তিনি কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে অটোশাসন নিয়ে বৈঠকে বসবেন।
পরিবহণমন্ত্রীর এ দিনের হুমকির প্রসঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠন আএনটিটিইউসি-র রাজ্য সভানেত্রী দোলা সেন বলেন, “অটোকে আইনে আনতে সরকার যে পদক্ষেপ করবে, তাকেই আমরা স্বাগত জানাই।” তবে সিটু-র অটো ইউনিয়নের নেতা বাবুন ঘোষ বলেন, “শুধু মুখের কথায় কাজ হবে না। যা বলছেন, তা আগে হাতেকলমে করে দেখান মন্ত্রী।”

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.