|
|
|
|
টুকরো খবর |
সার্ধশতবর্ষে বিশেষ ‘উদ্বোধন’
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ উপলক্ষে ‘উদ্বোধন’ পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সম্পাদক স্বামী সুবীরানন্দ। বৃহস্পতিবার, বাগবাজারে উদ্বোধন পত্রিকার কার্যালয়ে। স্বামী সুবীরানন্দ বলেন, “নিবেদিতা বলে গিয়েছিলেন ১৫০ বছর পরে জনমানসে স্বামীজির পুনরার্ভিভাব ঘটবে। তাই শুধু ভারত নয়, প্রাচ্য ও পাশ্চাত্যের সর্বত্রই তাঁর জন্মের সার্ধশতবর্ষ অনুষ্ঠান পালিত হচ্ছে।” তিনি জানান, রামকৃষ্ণ মিশনের তরফে স্বামী বিবেকানন্দের একটি ব্রোঞ্জের মূর্তি প্যারিসে পাঠানো হবে। সেটি ইউনেস্কোর প্রধান কার্যালয়ে বসানো হবে। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাহনগর মঠের অধ্যক্ষ স্বামী বিশ্বনাথানন্দ ও আমেরিকার সেন্ট লুই বেদান্ত সোসাইটির অধ্যক্ষ স্বামী চেতনানন্দ।
|
কাজের সুযোগ |
সরকারি হোমে থাকা সক্ষম মহিলাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ দেবে রাজ্য সরকার। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, হোমে আশ্রয় নেওয়া মহিলারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন, সেই জন্যই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পারের কাজ দেওয়া হবে। কাজ পেলেই তাঁরা স্বনির্ভর হতে পারবেন। আপাতত কাজ পাবেন ২০০ জন। |
|
|
|
|
|