দুর্ঘটনায় মৃত্যু বসিরহাটে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বাজার থেকে ছেলের সাইকেলে করে বাড়ি ফেরার পথে মৃত্যু হল মায়ের। বৃহস্পতিবার খোলাপোতার ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম তরুবালা শীল(৪৫)। বাড়ি স্থানীয় মল্লের বাগান এলাকায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। লরির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে মাকে সাইকেলের পিছনে বসিয়ে বলাকা সিনেমা হলের কাছে এসেছিল তাঁর ছেলে বাবু। ফেরার পথে খোলাপোতা চার রাস্তার মোড়ের কাছে একটি অটো স্ট্যান্ডের পাশ দিয়ে যাওয়ার সময়ে সাইকেলটি নিয়ন্ত্রণ হারালে টাকি রোডের উপর ছিটকে পড়েন তরুবালা দেবী। ওই সময়ে একটি লরি তাঁকে পিষে দেয়। ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, রাস্তা জুড়ে অটো দাঁড়িয়ে থাকায় যাত্রীদের চলাফেরা করতে অসুবিধা হয়। অবিলম্বে রাস্তার পাশে অটো স্ট্যান্ড করতে হবে।
|
শিক্ষাকেন্দ্রে পুস্তক বিতরণ
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
অশোক বন্দ্যোপাধ্যায় স্মৃতি পঠন-পাঠন কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বই দেওয়ার অনুষ্ঠান হয়ে গেল বৃহস্পতিবার। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয় মহকুমার ২ নম্বর দিঘিরপাড়ের ওই শিক্ষাকেন্দ্রে এদিন বিভিন্ন সংগঠন ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে ৩০০ বই দেওয়া হয়। শিক্ষাকেন্দ্র সূত্রে জানানো হয়েছে, প্রথাগত শিক্ষার পাশাপাশি এলাকার শিশুদের খেলার মতো করে অঙ্ক, ইংরাজি শেখানো হয়। এছাড়াও বিভিন্ন সাহিত্য পড়ানো, নাচ-গানের তালিমও দেওয়া হয় তাদের। বর্তমানে ওই শিক্ষাকেন্দ্রে ৫৫ জন পড়ুয়া পড়াশোনা করে। ওই শিক্ষাকেন্দ্রের রেবা সেন স্মৃতি পাঠাগার থেকে সেখানকার পড়ুয়ারা বই নেয়। ওই শিক্ষাকেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রতি মাসে বই পড়া নিয়ে পড়ুয়াদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষাকেন্দ্রের এক কর্তা বিজন ভট্টাচার্য বলেন, “ছোটদের মানসিক বিকাশের জন্যই এই প্রয়াস।”
|
পুস্তক বিতরণ
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
অশোক বন্দ্যোপাধ্যায় স্মৃতি পঠন-পাঠন কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বই দেওয়ার অনুষ্ঠান হল বৃহস্পতিবার। ক্যানিংয়ের ২ নম্বর দিঘিরপাড়ের ওই শিক্ষাকেন্দ্রে এদিন বিভিন্ন সংগঠন ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে ৩০০ বই দেওয়া হয়। শিক্ষাকেন্দ্র সূত্রে জানা গিয়েছে, প্রথাগত শিক্ষার পাশাপাশি এলাকার শিশুদের খেলার মতো করে অঙ্ক, ইংরেজি শেখানো হয়। এছাড়াও বিভিন্ন সাহিত্য পড়ানো, নাচ-গানও করানো হয় তাদের দিয়ে। বর্তমানে ওই শিক্ষাকেন্দ্রে ৫৫ জন পড়ুয়া পড়াশোনা করেন। |