টুকরো খবর |
গায়ে আগুন, আত্মহত্যার চেষ্টা শিক্ষকের
নিজস্ব সংবাদদাতা • এগরা |
গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক প্রাথমিক শিক্ষক। ঘটনাটি ঘটেছে এগরা ২ ব্লকের দক্ষিণচৌমুখে। স্থানীয় বামুনিয়াবাড় প্রাথমিক স্কুলের শিক্ষক সজলবরণ পাহাড়ি বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ এলাকারাই শিক্ষক পার্থসারথি বরের বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা করেন। পার্থবাবু বলেন, “সকালে হঠাৎই সজলবাবু আমার বাড়ির সামনে এসে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা আগুন নিভিয়ে তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করায়।” পরে সজলবাবুকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কেন সজলবাবুর বাড়ির সামনে তিনি আত্মহত্যার চেষ্টা করেন তা স্পষ্ট নয়। তবে স্থানীয় সূত্রে খবর, সজলবাবু এলাকারই কয়েক জনকে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেবেন বলে টাকা নিয়েছিলেন। দিন পঁচিশেক আগে তিনি সেই টাকা ফিরিয়ে দেবেন বলে চাকরি প্রার্থীদের প্রতিশ্রুতি দেন। সেই টাকা সংক্রান্ত কোনও জটিলতাতেই ওই সিদ্ধান্ত বলে স্থানীয়দের অনুমান। এগরা ২ ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ পার্থসারথি দাস বলেন, “ওই শিক্ষকের নামে টাকা পয়সা সংক্রান্ত অভিযোগ দীর্ঘ দিনের। তাঁকে আগেও এ নিয়ে বহুবার সতর্ক করা হয়েছিল। আমরা গোটা ঘটনার প্রশাসনিক তদন্ত দাবি করছি।” প্রাথমিক বিদ্যালয়ের অবর পরিদর্শক শুভঙ্কর নন্দ জানান, “মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখব।”
|
হলদিয়ার কারখানায় হাতাহাতি
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
এক নির্মীয়মাণ কারখানা চত্বরে হাতাহাতিতে জড়াল আইএনটিটিইউসি ও সিটু। সিটুর হাতে প্রহৃত হওয়ার অভিযোগ তুলে হলদিয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চন্দন সামন্তের নেতৃত্বে ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আইএনটিটিইউসি কর্মী-সমর্থকরা। প্রায় আধ ঘণ্টা চলার পর লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় ভবানীপুর থানার পুলিশ। দু’টি ঘটনায় আহত হন তৃণমূল দশ জন সমর্থক। জাতীয় সড়কের গায়েই প্রায় তিন মাস ধরে তৈরি হচ্ছে কয়লার গুড়ো তৈরির কারখানা। অভিযোগ কারখানার কাজ শুরুর পর থেকেই কাজ পাওয়া নিয়ে দু’পক্ষের মাঝে-মধ্যে ঝামেলা হত। ইতিমধ্যে কারখানার কাছেই একটি শাখা কারখানা খুলেছে আইএনটিটিইউসি। কারখানা কর্তৃপক্ষের তরফে কল্যাণ বৈদ্য বলেন, “একটি সংগঠনের তরফে আপত্তি থাকায় ঝামেলা এড়াতে অন্য সংগঠনকে কাজ দেওয়া হয়নি।” এ দিন সকালে জনা তিরিশেক সমর্থক নিয়ে কাজের দাবিতে কারখানায় যান চন্দন সামন্ত। তাঁর অভিযোগ, “আমরা দেখি, কারখানার বাইরে স্থানীয় সিপিএম নেতা শেখ মাজেদ, জয়নাল আবেদিনদের নেতৃত্বে জমায়েত রয়েছে। সেখানে পৌঁছতেই তাঁরা আমাদের কর্মীদের মারধর শুরু করে। পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি।” অভিযোগ অস্বীকার করে শেখ মাজেদ বলেন, “ওঁরা অন্য শ্রমিকদের কাজে বাধা দিতে জমায়েত করছিল। স্থানীয়রা বাধা দেয়। ওদের গোষ্ঠীদ্বন্দ্বেই ওই ঘটনা।”
|
মহিলাদের হেল্পলাইন উদ্বোধন শুভেন্দুর
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
মহিলাদের সুরক্ষার জন্য হেল্পলাইন চালু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার হলদিয়া বাণিজ্য মেলার মঞ্চে ‘ডেডিকেটেড হেল্পলাইন-৮০১৬০৪০১৬০’-এর উদ্বোধন করেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন জেলাশাসক অন্তরা আচার্য, জেলা পুলিশ সুপার সুকেশকুমার জৈন। মহিলারা প্রয়োজনে সারা দিনে যে কোনও সময় এই নম্বরে ফোন করে তাঁদের অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট থানার পুলিশ বিপদগ্রস্ত মহিলাকে সহায়তা করতে পারবেন। ওই ফোন অভিজ্ঞ মহিলা পুলিশকর্মী ধরবেন বলে জানা গিয়েছে। এ দিন জেলা পুলিশের তরফে একটি ওয়েবসাইটও চালু করা হয়। জেলা পুলিশ সুপার বলেন, “emdp.co.in —এই ওয়েবসাইটে পাসপোট-প্রার্থীরা আবেদনের অগ্রগতি খতিয়ে দেখতে পারবেন। সরকারি চাকরির পুলিশ ‘ভেরিফিকেশন’-এর অগ্রগতিও জানা যাবে। জেলা পুলিশের কাজের সুবিধার জন্য ‘ক্রিমিনাল ম্যানেজমেন্ট সিস্টেম’ও চালু করা হয়। আইওসির অর্থ সাহায্যে তৈরি এই সিস্টেমে অপরাধীদের নানা তথ্য থাকবে। ফলে অপরাধীকে দ্রুত চিহ্নিত করা যাবে।
|
জাতীয় সড়কে দুর্ঘটনা, পরিচয় মিলল মৃতদের
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত তিন পান চাষির পরিচয় জানা গিয়েছে। বুধবার বিকেলে মহিষাদল থানার গাড়ুঘাটার কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতেরা হলেন জয়দেব হালদার (৬০), নিতাই দাস (৫৫) ও সমরেশ মণ্ডল (৪৫)। জয়দেববাবু ও নিতাইবাবু দক্ষিণ ২৪ পরগনার সাগরের সুমতিনগরের বাসিন্দা। সমরেশবাবু সাগরের খাসলামগর গ্রামের বাসিন্দা। রাতেই মৃতদের পরিবারের লোকজন মহিষাদল থানায় যোগাযোগ করেন। তাঁদের থেকে পাওয়া মৃতদের চেহারা ও পোশাকের বর্ণনা মিলিয়ে ওই তিন মৃতের পরিচয় সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়। বৃহস্পতিবার সকালে মৃতদের পরিবারের লোকজন মহিষাদল থানায় আসেন। বুধবার সাগরের বিভিন্ন গ্রামের ১৫ জন চাষি পান বিক্রির জন্য তমলুকের ডিমারি পান বাজারে এসেছিলেন। পান বিক্রি করে বাড়ি ফেরার জন্য তাঁরা লরিতে জাতীয় সড়ক ধরে তমলুক থেকে হলদিয়ার নৌকাঘাটে যাচ্ছিলেন। বিকেল ৪টা নাগাদ লরিটি গাড়ুঘাটার কাছে একটি মোটরচালিত ভ্যানকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে খাদে উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজন পান চাষির মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হন আরও ৮ জন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
|
সুবর্ণজয়ন্তী পূর্তি উৎসব
নিজস্ব সংবাদাদাতা • মেদিনীপুর |
কেশপুরের তেঘরী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী পূর্তি উৎসব শুরু হয়েছে বুধবার থেকে। চলবে আজ, শুক্রবার পর্যন্ত। বুধবার উদ্বোধনী অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো, কেশপুর কলেজের পরিচালন সমিতির সভাপতি চিত্ত গড়াই প্রমুখ। অন্য দিকে, শালবনি ব্লকের পিড়াকাটা হাইস্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষ উদ্যাপন অনুষ্ঠান শুরু হয়েছে। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। চলবে আজ, বৃহস্পতিবার পর্যন্ত। এই তিন দিনে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পাপিয়া ঘোষ রায়চৌধুরী, মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো প্রমুখ।
|
স্বামীজি নিয়ে আলোচনা
নিজস্ব সংবাদাদাতা • মেদিনীপুর |
রামকৃষ্ণ, সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী সম্বন্ধীয় এক আলোচনা সভা হল গড়মাল প্রাথমিক বিদ্যালয়ে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোয়ালতোড় কলেজের অধ্যক্ষ হরিহর ভৌমিক, নয়াগ্রাম হাইস্কুলের প্রাক্তন শিক্ষক অজিত মাইতি, গড়মাল প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় মাইতি, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বৈদ্যনাথ সিংহ প্রমুখ। সভায় রামকৃষ্ণ, সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, এদিন নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনও পালন করা হয়। স্কুল ছাত্রছাত্রীদের পাশাপাশি গ্রামবাসীরাও আলোচনা সভায় যোগ দেন।
|
পুলিশের জনসংযোগ
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে ও জামবনি থানার পুলিশের আয়োজনে একটি জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। জামবনি থানার কাছে একটি মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে জামবনি ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েত এলাকার সাড়ে পাঁচশো দরিদ্র বাসিন্দাদের কম্বল ও পোষাক বিতরণ করা হয়। প্রাপকদের মধ্যে ছিলেন ফেরার মাওবাদী স্কোয়াড নেতা সাহেবরাম মুর্মু ওরফে জয়ন্তের বাবা, মা ও বউদি। এ দিন বাসিন্দাদের খিচুড়ি খাওয়ানো হয়। ছিলেন ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত এসপি ভারতী ঘোষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, ঝাড়গ্রামের পুরপ্রধান দুর্গেশ মল্লদেব প্রমুখ।
|
ঝাড়গ্রাম মেলা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বৃহস্পতিবার থেকে শুরু হল ৩৯তম ঝাড়গ্রাম মেলা ও যুব উৎসব। বিকেলে ঝাড়গ্রাম স্টেডিয়ামে সুচিত্রা সেনের নামাঙ্কিত বিশেষ মঞ্চে প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক ও শিক্ষাব্রতী দাখিনচন্দ্র মুর্মু। ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, জেলাশাসক গুলাম আলি আনসারি, ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ভারতী ঘোষ, পরিব্রাজিকা আত্মহৃদয়া। মেলা চলবে ৩১জানুয়ারি পর্যন্ত। সন্ধ্যায় স্থানীয় শিল্পীরা নাচ-গান-আবৃত্তি পরিবেশন করেন। ছিল কাঠি নাচ, ছৌ নাচ ও ঝুমুর গান। রাতে ছিল নীপবীথি ঘোষের গান।
|
দেশপ্রাণ মেলা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের স্মৃতির উদ্দেশে কাঁথির দেশপ্রাণের মুকুন্দপুরে শুরু হল দেশপ্রাণ মেলা ও প্রদর্শনী ২০১৪। বৃহস্পতিবার সাতদিন ব্যাপী মেলার উদ্বোধন করেন সাংসদ শুভেন্দু অধিকারী। এক বর্ণাঢ্য শোভাযাত্রা বীরেন্দ্রনাথের জন্মস্থান চন্দীভেটি থেকে শুরু হয়ে আট কিলোমিটার পথ পরিক্রমা করে মুকুন্দপুর দেশপ্রাণ মাঠে পৌঁছায়।
|
পথ নিরাপত্তা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে শহরের পাঁচমাথা মোড়ে পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানটি হল। শহরের ৮টি স্কুলের ছাত্রছাত্রীদের সচেতন করেন ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ভারতী ঘোষ। ওই সব স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের হাতে পথ নিরাপত্তা সম্পর্কিত সচেতনতামূলক সিডি ও ফ্লেক্স তুলে দেন ভারতীদেবী। পুলিশের পক্ষ থেকে পড়ুয়াদের খাতা, পেন, চকোলেট ও কমলালেবু উপহার দেওয়া হয়। সবশেষে বর্ণাঢ্য পদযাত্রায় পা মেলান সকলে।
|
আবির্ভাব তিথি
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বিবেকানন্দের ১৫২তম আবির্ভাব তিথি উদযাপন করল হলদিয়ার বিবেকানন্দ মিশন আশ্রম। বৃহস্পতিবার ভোরে আশ্রমের মুক্তিধাম প্রাঙ্গণে মঙ্গলারতির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সারাদিন পুজো-হোম-বিশেষ প্রার্থনা ও আলোচনাসভার মাধ্যমে বিবেকানন্দকে শ্রদ্ধা জানানো হয়। |
|