দুই মেদিনীপুরে সুভাষ-স্মরণ
নিজস্ব প্রতিবেদন |
সুভাষচন্দ্র বসুর ১১৮ তম জন্মদিবস উদ্যাপিত হল দুই মেদিনীপুরে। বৃহস্পতিবার এই উপলক্ষে পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুক-সহ জেলার নানা স্থানে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নেতাজীর মূর্তিতে মাল্যদান, আলোচনা সভা, বসে আঁকো প্রতিযোগিতা-সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজিত হয়। এ দিন তমলুক পুরসভা অফিস প্রাঙ্গণে নেতাজী ও মহাত্মা গাঁধীর মূর্তিতে মাল্যদান করেন পুরপ্রধান দেবিকা মাইতি-সহ কাউন্সিলাররা। তমলুক রাজ ময়দানে নেতাজীর মূর্তিতে মাল্যদান ও আলোচনা সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন তমলুকের উপ পুরপ্রধান দীপেন্দ্রনারায়ণ রায়। এ দিন দুপুরে রাজবাড়ি প্রাঙ্গণে ওই উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণে নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি ছাড়াও বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত, অজয়কুমার মুখোপাধ্যায়, রজনীকান্ত প্রামাণিকের মূর্তিতে মাল্যদান করেন কংগ্রেস নেতৃত্ব। |
বাণিজ্য মেলায় শ্রদ্ধাজ্ঞাপন সাংসদ শুভেন্দু অধিকারীর। |
তমলুকের নিমতৌড়ী স্মৃতিসৌধ প্রাঙ্গণে নেতাজী ও মহাত্মা গাঁধির মূর্তিতে মাল্যদান করা হয় জেলা তৃণমূল শিক্ষা সেল, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে। তমলুকের রাধাবল্লভপুর ভীমাচরণ বসু বিদ্যাপীঠে নেতাজীর জন্মদিবস উদ্যাপিত হয়। নেতাজীর জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১২০ জন মাধ্যমিক পরীক্ষার্থীকে টেস্ট পেপার, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ১০০ জন পড়ুয়াকে স্কুল ব্যাগ, খাতা, কলম দেওয়া হয়। হলদিয়ার বিবেকানন্দ মিশন আশ্রম প্রাঙ্গণেও নেতাজীর জন্মদিবস পালিত হয়। এ দিন জাতীয় পতাকা উত্তোলন করেন স্বামী বিশ্বনাথানন্দ। আশ্রমের দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা এক অনুষ্ঠান পরিবেশন করে। |
দেশনায়ক স্মরণে। বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরে তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে অনুষ্ঠান। |
কাঁথি শহরের নেতাজী মূর্তির পাদদেশে নেতাজী জন্মজয়ন্তী পরিষদের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জন্মদিবস পালন করা হয়। কাঁথি মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ও কাঁথি দিগন্তের সহযোগিতায় ‘স্বদেশ ভাবনায় নেতাজী’ নামে অনুষ্ঠানে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও নেতাজী বিষয়ক ক্যুইজ প্রতিযোগিতা আয়োজিত হয়। ভুপতিনগর থানার বরোজে বরোজ নেতাজী সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ৫০জনের বেশি রক্তদাতা রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যুৎ কর্মাধ্যক্ষ প্রদীপ কয়াল, বরোজ গ্রাম পঞ্চায়েত প্রধান মিহির ভৌমিক ও ভগবানপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি কাজলরানি বর্মন। |
তমলুক রাজময়দানে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা। |
পশ্চিমের সদর শহর মেদিনীপুরে এ দিন নানা অনুষ্ঠান হয়। প্রশাসনের উদ্যোগ ছাড়াও বিভিন্ন সংগঠন, সংস্থা দিনটি পালন করে। যুব-তৃণমূলের তরফে দিনটি দেশপ্রেম দিবস হিসেবে পালন করা হয়। এ দিন ঝাড়গ্রাম মহকুমায় সরকারি স্তরে মূল অনুষ্ঠানটি হয় অরণ্যশহরের একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিল ঝাড়গ্রাম মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর। সকালে ওই স্কুলের আদিবাসী পড়ুয়াদের নিয়ে প্রভাত ফেরীর পরে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে নেতাজির জীবনী সংক্রান্ত একটি পোস্টার প্রদর্শনী হয়। আবৃতি, দেশাত্মবোধক সঙ্গীত ও নেতাজির মহানিষ্ক্রমণ সংক্রান্ত আলেখ্য পরিবেশন করে পড়ুয়ারা। ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী, শিক্ষাব্রতী ও গবেষক সুব্রত মুখোপাধ্যায় প্রমুখ। |
ছবি: দেবরাজ ঘোষ ও পার্থপ্রতিম দাস। |
|