যুব সংসদে সেরা আরামবাগ হাইস্কুল
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
এ বারও যুব সংসদ প্রতিযোগিতায় হুগলি জেলায় চ্যাম্পিয়ন হল আরামবাগ হাইস্কুল (বয়েজ)। এই নিয়ে পরপর তিন বার ওই প্রতিযোগিতায় সেরার সম্মান পেল ওই স্কুল। গত ২২ জানুয়ারি রাজ্য পরিষদীয় মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় এবং জেলা শিক্ষা দফতরের তত্ত্বাবধানে চুঁচুড়ার ঘুটিয়াবাজার মল্লিকবাটি পাঠশালায় প্রতিযোগিতাটি হয়। জেলার চারটি মহকুমার চারটি দল অংশগ্রহণ করে। দলগত ভাবে শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখার পাশাপাশি ওই স্কুলের ছাত্রেরা ব্যক্তিগত নৈপুণ্যেও কৃতিত্বের পরিচয় দিয়েছে। মোট পাঁচটি পুরস্কারের মধ্যে চারটি পেয়েছে ওই স্কুলের ছাত্ররা।সেরা অধ্যক্ষ হয়েছেন শাহরিয়া পটৌডি, সেরা মুখ্যমন্ত্রী দিব্যেন্দু মণ্ডল, সেরা বিরোধী দলনেতা অরিজিত্ যশ এবং সেরা সাংসদ শুভ্রজিত লাহা। নকল সংসদের নাট্যরচনা এবং নির্দেশনায় ছিলেন ওই স্কুলেরই শিক্ষক জাহাঙ্গির পটৌডি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষি বিপণন, ভূমি দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না, জেলা স্কুল পরিদর্শক স্বপন বন্দোপাধ্যায় প্রমুখ। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজ্য স্তরের যুব সংসদ প্রতিযোগিতাটি হবে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে।
|
বাগনানে শিশুমেলা
নিজস্ব সংবাদদাতা • বাগনান
|
গত ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত হাওড়ার বাগনানের নবাসনে অনুষ্ঠিত হয়ে গেল ‘আনন্দনিকেতন’ সংস্থার ৫৩ তম বাত্সরিক অনুষ্ঠান। এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল আলোচনাসভা, বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুমেলার। এলাকার বহু বিশিষ্ট মানুষ যোগ দিয়েছিলেন।
|
ভোট দানে উত্সাহ দিতে পদযাত্রা, গান |
নতুন ভোটারদের ভোট দানে উত্সাহ দিতে উদ্যোগী হল হুগলি জেলা প্রশাসন। আগামিকাল, শনিবার ‘জাতীয় ভোটার দিবস’। সেই উপলক্ষে চুঁচুড়ার পিপুলপাতি থেকে জেলা প্রশাসনিক ভবন পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছে। তা ছাড়াও, প্রতি ব্লকে বুথে বুথে ক্যুইজ কনটেস্ট, শ্লোগান এবং পোস্টার লেখা প্রতিযোগিতার আয়োজন করা হবে। আরামবাগের মহকুমা শাসক অরিন্দম রায়ের লেখা একটি গানকেও প্রচারের হাতিয়ার করতে চাইছেন জেলা প্রশাসনের কর্তারা। জেলাশাসক মনমীত নন্দা বৃহস্পতিবার বলেন, “যুবক-যুবতীরা যে দেশের শক্তি, দেশের উন্নতির জন্য তাঁদের নির্বাচন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ যে অতি আবশ্যিক সে কথাই গানে বোঝানো হয়েছে। গানটি প্রত্যেকে যাতে মোবাইলের রিং-টোনে ব্যবহার করেন, তারও প্রচার চালানো হবে।”
|
গাঁজা বিক্রির অভিযোগে বৃহষ্পতিবার সকালে আরামবাগ বাসস্ট্যান্ড থেকে শেখ কালাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতের বাড়ি স্থানীয় আন্দি মহল্লায়। তার কাছে গাঁজা মিলেছে। |