সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনে উৎসাহের ঘাটতি ছিল না
বসিরহাট মহকুমায়।
বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও পাড়ার
ক্লাব
নেতাজির জন্ম দিন পালন করে সারাদিন। —নিজস্ব চিত্র। |
তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে বসিরহাটের রবীন্দ্রভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বেরিয়ে মহকুমাশাসকের দফতর পর্যন্ত যায়। সেখানে শিশুদের নিয়ে একটি গল্প-কবিতা গানের আসর বসে। বসিরহাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগেও মিছিল বেরোয়। জামরুলতলা খানবাহাদুর রোড কলেজ হস্টেলের সামনে নেতাজির একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবময় ভট্টাচার্য। ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তি। বর্তমান কাউন্সিলর বিভু চট্টোপাধ্যায় বক্তৃতা করেন। টাকি, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, সন্দেশখালি, মিনাখাঁ, স্বরূপনগরেও এই দিনটি বিশেষভাবে পালিত হয়েছে। বাদুড়িয়ার ডাকবাংলো ময়দানে তৃণমূলের উদ্যোগে প্রায় দেড় হাজার পড়ুয়ার হাতে পাঠ্যপুস্তক ও সহায়িকা তুলে দেন ব্লক সভাপতি তুষার সিংহ, সাংসদ নুরুল ইসলাম প্রমুখ।
|
|
নেতাজি স্মরণ
আরামবাগে নেতাজি মহাবিদ্যালয়ের শোভাযাত্রা। ছবি: মোহন দাস।
|
১৯৩১ সালের ১১ অক্টোবর জুটমিলের শ্রমিকদের একটি কনফারেন্সে
শ্যামনগরে
এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ইংরেজ সরকার তাঁকে
গ্রেফতার
করে। নোয়াপাড়া
থানায় তাঁকে কিছুক্ষণের জন্য রাখা হয়। তারই
স্মরণে
বৃহস্পতিবার,
২৩ জানুয়ারি
তাঁর জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন। —নিজস্ব চিত্র। |
|
|