|
|
|
|
আসন কমছে রাজ্যসভা নিয়ে চিন্তায় কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
২৩ জানুয়ারি |
রাজ্যসভার আসন্ন নির্বাচন নিয়ে বড় সঙ্কটে পড়েছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। একে তো দ্বিতীয় ইউপিএ সরকারের গোড়া থেকেই রাজ্যসভায় সংখ্যালঘু কংগ্রেস। তার উপর রাজ্যসভার আসন্ন নির্বাচনে একাধিক রাজ্যে দলের আসন এক ধাক্কায় অনেকখানি কমার পরিস্থিতি তৈরি হয়েছে। এর সঙ্গে রাজ্যসভায় দলের যে নেতাদের সদস্যপদ শেষ হচ্ছে, তাঁদের পুনর্নির্বাচিত করার মতো আসনের অভাব। কারণ তামিলনাড়ু, রাজস্থানের মতো বড় রাজ্যে যখন আসন কমছে, তখন কর্নাটক ও হিমাচলে আসন বাড়ার সম্ভাবনা থাকলেও রাজ্য নেতৃত্ব বাইরের কাউকে প্রার্থী করতে নারাজ।
রাজ্যসভার ৫৫টি আসনের জন্য নির্বাচন হবে ৭ ফেব্রুয়ারি। এই ৫৫টি আসনের মধ্যে কংগ্রেসের বর্তমান সদস্য রয়েছেন ১৮ জন। কিন্তু রাজস্থান ও তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং তার শরিক দল ডিএমকের আসন ব্যাপক কমেছে। ফলে রাজস্থান থেকে প্রাক্তন মহিলা কংগ্রেস সভাপতি প্রভা ঠাকুরের এ বার আর জিতে আসা সম্ভব নয়। একই ভাবে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী জি কে ভাসান এবং প্রাক্তন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী জয়ন্তী নটরাজনের এ বার তামিলনাড়ু থেকে জয়ের সম্ভাবনাও প্রায় নেই বলেই মনে করছেন দলীয় নেতৃত্ব। |
খোশমেজাজে। বোন প্রিয়ঙ্কার সঙ্গে রাহুল গাঁধী। বৃহস্পতিবার অমেঠীতে এক অনুষ্ঠানে।
এখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কংগ্রেসের সহ-সভাপতি জানান, দল সংখ্যাগরিষ্ঠতা
পেলে এবং জয়ী সাংসদরা চাইলে তিনি প্রধানমন্ত্রিত্ব নিয়ে ভাববেন। ছবি: পিটিআই। |
দলের প্রথম সারির এই তিন নেতার পুনর্মনোনয়ন নিয়ে যেমন কংগ্রেস চিন্তিত, তেমনই অন্ধ্রপ্রদেশ থেকে রাজ্যসভার ৬টি আসনের নির্বাচন নিয়েও তারা উদ্বিগ্ন। পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠন নিয়ে রাজ্য কংগ্রেসের মধ্যে বিভাজনের ফলে ওই আসনগুলিতে অন্তর্ঘাতের আশঙ্কা করছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা।
কর্নাটক বিধানসভা নির্বাচনে এ বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। এই অবস্থায় রাজ্যসভার নির্বাচনে কর্নাটক থেকে একটি আসন বাড়ার সম্ভাবনা রয়েছে কংগ্রেসের। কর্নাটক কংগ্রেস নেতারা হাইকম্যান্ডকে জানিয়ে দিয়েছেন, তামিলনাড়ু কোনও নেতাকে রাজ্যসভা ভোটে কর্নাটক থেকে প্রার্থী করা চলবে না।
একই ভাবে রাজ্যের বাইরের কোনও নেতাকে হিমাচল থেকে প্রার্থী করার ব্যাপারে আপত্তি সেখানকার নেতাদের। সূত্রের খবর, হিমাচলের শূন্য আসনটি থেকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে প্রার্থী করার বিষয়টি বিবেচনা করছে কংগ্রেস হাইকম্যান্ড। তা জানাজানি হতেই রাজ্য কংগ্রেস হাইকম্যান্ডের দ্বারস্থ হয়েছেন। তাঁদের দাবি, প্রদেশ কংগ্রেস সভাপতি সুখবিন্দর সিংহ সুখকে সেখানে প্রার্থী করা হোক। এই পরিস্থিতিতে রাজওয়াড়ি রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন নিয়ে সমস্যায় হাইকম্যান্ড। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সূত্রের খবর, এখনও সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করে উঠতে পারেননি সনিয়া গাঁধীরা। |
|
|
|
|
|