|
|
|
|
মুখ্যমন্ত্রীর গোষ্ঠী বিতর্ক সুপ্রিম কোর্টে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
২৩ জানুয়ারি |
বিতর্ক ছাড়ছে না মুকুল সাংমাকে। জঙ্গিদের সঙ্গে যোগসাজসের অভিযোগের পর, মেঘালয়ের মুখ্যমন্ত্রীর ‘উপজাতি’ পরিচয় নিয়ে বিতর্কে ফের ইন্ধন জুটেছে। তা এ বার গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের তিন সদস্যের বেঞ্চ ‘ন্যাশনাল কমিশন ফর সিডিউল্ড ট্রাইব্স’কে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।
গত বছর মে মাসে, উইলিয়ামনগর কংগ্রেস কমিটির মুখ্য সাংগঠনিক সচিব টেনিডার্ড এম মারাক দাবি তোলেন, মুকুল ‘সাংমা’ পদবী বহন করতে পারেন না। কারণ, তাঁর মা অসমের নগাঁওয়ের বাঙালি মুসলিম পরিবারের মেয়ে। বাবা মারাক। গারো মাতৃতান্ত্রিক সমাজ মায়ের গোষ্ঠীকেই মান্যতা দেয়, তাই মুসলিম মায়ের সন্তান হয়ে মুকুল কিছুতেই গারোদের প্রতিনিধিত্ব করতে পারেন না।
এ নিয়ে ‘অল নর্থ-ইস্ট ইন্ডিজেনাস গারো ল’ প্রোমোটার অ্যাসোসিয়েশন’ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল।
এ দিকে, মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে জঙ্গিনেতার যোগাযোগের অভিযোগ তুলেছে এএনভিসি (বিক্ষুব্ধ)-এর সেনাধ্যক্ষ মোকাস মারাক।
এক বিবৃতিতে মারাক জানিয়েছে, অবিভক্ত এএনভিসি-র চেয়ারম্যান দিলাস মারাকের নির্দেশে, এএনভিসি (বিক্ষুব্ধ) গোষ্ঠীর সভাপতি রিম্পু মারাককে সঙ্গে নিয়ে সে মুখ্যমন্ত্রী মুকুল সাংমার সঙ্গে দেখা করেছিল। মোকাসের দাবি, রাজ্যে রাজনৈতিক জটিলতার সময় সে ও রিম্পু কয়েকজন বিধায়ককে ফোন করে মুকুলকে সমর্থন করতে হুমকি দেয়।
মোকাসের বক্তব্য, “দিলাসের নির্দেশ মানিনি। কিন্তু চাপের মুখে ‘হুমকি ফোন’ ছাড়া এনসিপি-র এক নেতাকে অপহরণও করতে হয়। আমরা সব সময় মুকুলের এ সব কাজের বিরোধিতা করেছি, তা-ই রাজ্য সরকার এখন আমাদের খুন করতে চাইছে।” জঙ্গিদলের ওই সেনাধ্যক্ষের দাবি, মুকুল সাংমার ফোনের কল-রেকর্ড দেখলেই সত্যিটা প্রকাশ পাবে।
অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, দোষ ঢাকতে এবং রাজ্যবাসীকে ভুল বোঝাতে এ সব কথা বলা হচ্ছে।
মুকুলের সঙ্গে জঙ্গি যোগসাজশের ঘটনা জানিয়ে মঙ্গলবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে নালিশ ঠুকেছে বিরোধী দল ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি। দুই ইউডিপি বিধায়ক টি চাইন ও জে মাওতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল শিন্দের সঙ্গেও দেখা করেন। তাঁরা জানান, রাষ্ট্রপতির পরামর্শ মেনে এ নিয়ে প্রধানমন্ত্রীর কাছেও অভিযোগ দায়ের করবেন। লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতাদের কাছেও অভিযোগ জানাবে ইউডিপি। বিজেপি সভাপতি রাজনাথ সিংহকেও বিষয়টি জানানো হয়েছে।
ইউডিপি মুখপাত্র পল লিংডোর মতে, এই অভিযোগের পরে, মুকুলের পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রীর সঙ্গে সশস্ত্র জঙ্গিবাহিনীর আঁতাত থাকা জাতীয় নিরাপত্তার পক্ষেও বিপজ্জনক। |
|
|
|
|
|