|
|
|
|
কাছাড়ে আন্দোলন তুললেন আশাকর্মীরা
নিজস্ব সংবাদদাতা • শিলচর
২৩ জানুয়ারি |
প্রস্তাবিত আন্দোলন প্রত্যাহার করে শেষ পর্যন্ত কাছাড় জেলায় পোলিও প্রতিষেধক কর্মসূচিতে অংশ নিলেন আশাকর্মীরা।
সম্প্রতি, ‘কাছাড় জেলা আশাকর্মী সংস্থা’ জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের যুগ্ম অধিকর্তাকে কর্মসূচি বয়কটের কথা জানিয়েছিল। তাঁদের অভিযোগ, পোলিও প্রতিষেধক খাওয়ানোর জন্য আশাকর্মীদের তিন দিনে মাত্র ২২৫ টাকা দেওয়া হয়। তার মধ্যেই ধরা থাকে নির্দিষ্ট স্থান থেকে পোলিও-সামগ্রী সংগ্রহ ও সে সব পৌঁছে দেওয়ার খরচ। তাই দৈনিক ৩০০ টাকা দেওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়।
স্বাস্থ্য বিভাগের যুগ্ম অধিকর্তা বিবি ভট্টাচার্য জানান, তাঁদের স্মারকপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।”
এর পরই কর্মসূচি প্রত্যাহারের কথা জানিয়ে দেয় আশাকর্মী সংস্থা। তবে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের প্রতিষেধক খাওয়ানোর আগে দাবিপূরণ না-হলে তাঁরা বয়কটে অনড় থাকবেন।
কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক বরেণ্য দাসের কথায়, “এই আন্দোলন জেলা বা রাজ্যস্তরে করে লাভ নেই। তিন দিনে ২২৫ টাকার সিদ্ধান্ত কেন্দ্রের। তাই সাম্মানিক বৃদ্ধির দাবি আদায়ে সেখানেই চাপ দিতে হবে।”
স্বাস্থ্য দফতরের জেলা পরিসংখ্যান অফিসার নীলাঞ্জন গুপ্ত জানান, কাছাড়ের ২ লক্ষ ৭৯ হাজার শিশুকে পোলিও খাওয়ানোর জন্য ১ হাজার ২৮৩টি বুথে ৫ হাজার ৭৬ জন কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম দফায় সুষ্ঠু ভাবে তা সম্পন্ন হয়েছে। |
|
|
|
|
|