টুকরো খবর |
জেএমএম নেতাকে গুলি করে খুন
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) এক যুব নেতার। গতকাল রাতে রাঁচির খটঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম মুন্নাচেতন কাশ্যপ (৩২)। হামলায় বিজয় কুমার ও শেখর মাহাতো নামে মুন্নার দুই বন্ধুও আহত হয়েছেন। বিজয় ও মুন্না দু’জনেই শিক্ষক। আজ সকালে রাঁচির রিমস হাসপাতালে মৃত্যু হয় মুন্নার। পুলিশ জানায়, মুন্না ও তাঁর বন্ধুরা রাতের খাবার খেয়ে ফিরছিলেন। বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই এক যুবক মুন্নার সামনে গিয়ে দাঁড়ায়। আচমকা মুন্নার দিকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে সে। মুন্নার কোমর, পিঠে তিনটি গুলি লাগে। তাঁর দুই বন্ধুও জখম হন। হামলার পরই অন্ধকারে গা-ঢাকা দেয় ওই দুষ্কৃতী। রবিবার রাতে জামশেদপুরের করনডিহি চকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পূর্ব সিংভূম জেলার সহ-সভাপতি লখাই মুণ্ডাও দুষ্কৃতী হামলায় নিহত হন। আজ দুপুরে মুন্নাকে দেখতে রিমসে যান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি জানান, মৃত্যুর আগে মুন্না আততায়ীদের নাম পুলিশকে জানিয়েছে। দ্রুত তাদের গ্রেফতার করা হবে।
|
কেরির সঙ্গে আলোচনা খুরশিদের
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের গ্রেফতার নিয়ে দু’দেশের মধ্যে যথেষ্ট টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের সেই উত্তাপ কিছুটা হলেও কমছে বলে ইঙ্গিত মিলছে। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, সুইৎজারল্যান্ডের মনত্রৌওয়ে গত কাল দেখা হয়েছে ভারতের বিদেশমন্ত্রী সলমন খুরশিদ এবং মার্কিন বিদেশসচিব জন কেরির। আর তার পরেই সিদ্ধান্ত হয়েছে, দেবযানী-বিতর্কের জেরে মার্কিন শক্তিসচিবের সফর বাতিল হলেও তা নিয়ে আবার কথা শুরু হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, “দ্বিপাক্ষিক আলোচনা আবার নির্দিষ্ট গতি মেনেই চলবে বলে আশা করছে দু’দেশ।” ওই বিবৃতিতেই উল্লেখ করা হয়েছে, মার্কিন বিদেশ শক্তি সচিব আর্নেস্ট মনিজের ভারত সফর গত মাসে স্থগিত করা হলেও তা আবার ঠিক করা হচ্ছে। এই আলোচনা যথেষ্ট ইতিবাচক বলেই মনে করছে সাউথ ব্লক।
|
প্রয়াত সুধীর মাহাতো
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ঝাড়খণ্ডের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা সুধীর মাহাতোর। বয়স হয়েছিল ৫৮ বছর। গত রাতে ঘাটশিলার কাছে মৌভাণ্ডারে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সুধীর। গাড়িতে জামশেদপুর ফেরার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সা চলাকালীন তাঁর মৃত্যু হয়।
|
সুনন্দা-মৃত্যুর তদন্তভার এ বার ক্রাইম ব্রাঞ্চের |
সুনন্দা পুষ্করের মৃত্যুর তদন্তভার তুলে দেওয়া হল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা (ক্রাইম ব্রাঞ্চ)-এর হাতে। শুক্রবার রাতে দিল্লির একটি পাঁচতারা হোটেল থেকে উদ্ধার হয় সুনন্দার দেহ। ময়নাতদন্তে ধরা পড়ে বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শশী তারুরের স্ত্রীর। সুনন্দার শরীরে কী ভাবে বিষক্রিয়া হল, তা তদন্তের জন্য গত মঙ্গলবার দিল্লি পুলিশকে আর্জি জানান সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অলোক শর্মা। পুলিশকে এক রিপোর্টে অশোক জানান, সুনন্দার ভাই, ছেলে ও স্বামীকে জিজ্ঞাসাবাদের পর সন্দেহভাজনদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে পরিবারের সদস্যদের নাম। অশোক বলেন, “তিনটি কারণে মৃত্যু হতে পারে সুনন্দার। খুন, আত্মহত্যা, অথবা দুর্ঘটনা।”
|
ডনের হুমকি |
মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য তাঁকে হুমকি দিচ্ছে মাফিয়া ডন রবি পূজারী। দিল্লি পুলিশ কমিশনারকে লেখা এক চিঠিতে এমনই দাবি করলেন ইন্ডিয়ান মুজাহিদিনের অন্যতম প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলের আইনজীবী এম এস খান। দিল্লি পুলিশের পাশাপাশি উপযুক্ত পদক্ষেপ করার আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকেও চিঠি লিখেছেন তিনি। তাঁর দাবি, ১৬ জানুয়ারি থেকে ফোন ও এসএমএস মারফত তাঁকে হুমকি দিচ্ছে রবি পূজারী। ভাটকলের আইনজীবীর অভিযোগ খতিয়ে দেখার জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার।
|
মৃতদেহ উদ্ধার |
এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ধুবুরির ঝগড়ারপর গ্রামে। মৃতের নাম রফিকুল শেখ (২৭)। প্রাথমিক পুলিশি তদন্তে সন্দেহ এটি আত্মহত্যার ঘটনা। |
|