এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। ধৃতের নাম ইনাই মল্লিক। বাড়ি পূর্বস্থলীর মহাদেবপুরে। বৃহস্পতিবার তাকে কালনা আদালতে তোলা হলে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এ দিন ওই মহিলার মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে।
পুলিশ জানায়, সম্প্রতি পূর্বস্থলী ২ ব্লকের মহাদেবপুর গ্রামের এক বধূ পূর্বস্থলী থানায় ইনাই মল্লিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তিনি জানান, তাঁর স্বামী কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। সেই সুযোগে গত ছ’মাস ধরে ওই যুবক ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করে। ওই মহিলার স্বামীর দাবি, প্রথমে আশপাশের বাসিন্দাদের বিষয়টি জানানো হয়। গ্রামে একটি সভাও বসে। সেখানে জীবন বিমার কর্মী, ইনাই মল্লিককে দোষি সাব্যস্ত করে ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়। কিন্তু ওই সভার পরামর্শ না মেনে আইনি পরামর্শ নেবেন বলে জানান তাঁরা। তবে ওই গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য সুনীল কোলের দাবি, ঘটনাটি আমাদের কানে আসার পরে গ্রামের বয়স্ক কিছু মানুষ বিষয়টি নিয়ে আলোচনায় বসেন। তবে সেটা কোনও সালিশি সভা নয়। ওদেরও ডাকা হয় সেখানে। তবে সভায় কোনও সিদ্ধান্ত হওয়ার আগেই ওরা জানান গ্রামের বৈঠকে তাঁদের আস্থা নেই। তখন আমরা পরামর্শ দিই, আপনারা আইনের আশ্রয় নিন।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার। বৃহস্পতিবার সকালে কালনা শহরের কদমতলা থেকে কবিতা হাজরা (২৪) নামে ওই যৌনকর্মীর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার বাড়ি রানাঘাটের বৈদ্যপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে কদমতলায় একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি। এ দিন ভোরে সঞ্জয় নামে এক যুবক বাড়ির মালিক ইসমাইল শেখকে ডেকে জানান, কবিতা আত্মহত্যা করেছে। পুলিশ দেহের পাশ থেকে একটি ওড়না পেয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর সুনীল চৌধুরী বলেন, “কী কারণে ওই যৌনকর্মীর মৃত্যু হল তা পুলিশকে খতিয়ে দেখতে বলা হয়েছে।”
|
অস্বাভাবিক মৃত্যু হল এক ছাত্রের। নাম সৌমাল্য দে (২০)। বাড়ি বর্ধমানের তেজগঞ্জের মোহনবাগান মাঠ পাড়ায়। সৌমাল্যের বাবা গিরিধরবাবু জানান, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ফাইনাল ইয়ারে পড়ত সৌমাল্য। সম্প্রতি নিজের সোনার দোকানে ছেলেকে বসতে বলেন তিনি। তাতে রাজি ছিল না সৌমাল্য। গিরিধরবাবুর অনুমান, সেই অভিমানেই আত্মঘাতী হয় সৌমাল্য।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক বধূর। নাম লালাবানু বিবি (৩০)। বাড়ি মেমারির গয়েশপুরে। বুধবার বাড়ি থেকেই ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার এক আত্মীয় মৈনুল শেখ বলেন, “লালাবানুর মায়ের সঙ্গে বচসার জেরেই আত্মঘাতী হয়েছে সে।”
|
কাটোয়া
সারা বাংলা ছোট নাটক প্রতিযোগিতা। সংহতি মঞ্চ। বিকাল ৫টা। উদ্যোগ: কৃষ্টি সংস্থা। |