টুকরো খবর
ডাম্পারের ধাক্কায় মৃত্যু, বিক্ষোভ
কোলিয়ারির বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দেবপ্রসাদ শর্মা (৩২)। বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোলের কালিপাহাড়ি কোলিয়ারি এলাকায়। এই ঘটনার পর কোলিয়ারি চত্বরে স্থানীয় ওই বাসিন্দার মৃতদেহ শুইয়ে রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও আশপাশের বাসিন্দারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ দেবপ্রসাদবাবু সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় কোলিয়ারির একটি বালি বোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার মৃতদেহের ময়নাতদন্তের পর কোলিয়ারি চত্বরে শুইয়ে রেখে সারা দিন বিক্ষোভ দেখান মৃতের পরিবার। তাঁদের অভিযোগ, বেপরোয়া গতিতে বিধিনিয়ম না মেনে কোলিয়ারির বালি ও কয়লা নিয়ে যায় লরি ও ডাম্পার চালকেরা। দুর্ঘটনা লেগেই থাকে। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, বিষয়টি আলোচনার মাধ্যমে মেটানোর চেষ্টা করা হচ্ছে।

বিদ্যালয়ের উদ্বোধন
একটি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের উদ্বোধন হল কালনা ২ ব্লকের বাদলা উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। বৃহস্পতিবার বিদ্যালয়ের দ্বারোদঘাটন করেন রাজ্যের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের চেয়ারম্যান ফাল্গুনী মুখোপাধ্যায়। তিনি জানান, শহরাঞ্চলে তো বটেই। গ্রামেও বেশি করে এই ধরনের বিদ্যালয় খোলা হচ্ছে। এ দিনের পরে রাজ্যে এখনও পর্যন্ত এই ধরনের বিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ২৮০। ফাল্গুনীবাবু আরও জানান, স্কুলছুট এবং অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়াদের স্কুলের আঙিনায় আনাই এর মূল লক্ষ্য। তিনি দাবি করেন, এখন মাধ্যমিক পর্যন্ত হলেও, পরবর্তীতে স্কুলটিকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ করা হবে। বাড়ানো হবে কম্পিউটার-সহ সরকারি নানা সুযোগ-সুবিধা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পড়ুয়া সংখ্যা ৮০। এ দিনের অনুষ্ঠানে ছিলেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু।

গণবিবাহের আসর
লোক নিমন্ত্রন করে বিয়ে করা ছিল দিন আনি দিন খাই পরিবারগুলির কাছে স্বপ্ন। বৃহস্পতিবার সেই স্বপ্নই সফল হল আসানসোলের একটি কালী মন্দির চত্বরে। এ দিন রানিগঞ্জের হনুমান চালিষা সঙ্ঘ, আসানসোলের দক্ষিণা কালী মন্দির কমিটি ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গণ বিবাহের আয়োজন করা হয়। বিয়ে হয় মোট চার জোড়া দম্পতির। ছিল ভুরিভোজের ব্যবস্থা। উদ্যোক্তারা জানান, এ দিন যাঁদের বিয়ে হয়েছে তাঁরা সকলেই দারিদ্রসীমার নীচে বসবাস করেন।

নেতাজির জন্মদিনে অনুষ্ঠান শিল্পাঞ্চলে
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১১৮তম জন্মদিন পালিত হল শিল্পাঞ্চলে। বৃহস্পতিবার রানিগঞ্জের জেকেনগর কোলিয়ারি চত্বরে আইএনটিউসি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে। সাতগ্রাম প্রজেক্টে বাউল গান ও নাচ পরিবেশিত হয়। মাউথ-অর্গান বাজিয়ে শোনান স্থানীয় শিল্পীরা। জামুড়িয়ায় আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা হয়। রানিগঞ্জের অশোক সঙ্ঘের পরিচালনায় ক্রিকেট প্রতিযোগিতা হয়।

ট্রেন আটকে বিক্ষোভ
দেরি করায় একটি লোকাল ট্রেন আটকে দেওয়া অভিযোগ উঠল কাঁকসার রাজবাঁধে। নিতাযাত্রীদের অভিযোগ, রোজই ট্রেনটি দেরি করে। বৃহস্পতিবার সকালেও এক্সপ্রেস ট্রেন যাওয়ার জন্য বর্ধমান-পুরুলিয়া ওই লোকালকে রাজবাঁধ স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। ক্ষুব্ধ যাত্রীরা ট্রেনটিকে আটকে দেন। অভিযোগ, ওই ট্রেনের চালককেও টানাহ্যঁচড়া করা হয়। প্রায় আধ ঘণ্টা পরে রেলপুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

লরির ধাক্কায় মৃত্যু
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বাড়িতে লরি ঢুকে পড়ায় মৃত্যু হয়েছে এক জনের। মৃতার নাম ভগবতী দেবী (৪০)। জখম হয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার দুপুরে বিরুডিহা মোড়ের কাছে ঘটনাটি ঘটে। আহত হয়েছেন ওই লরির চালক, খালাসি ও বাড়ির এক সদস্য। তাঁদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ লরিটিকে আটক করেছে।

লরির ধাক্কায় মৃত্যু
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বাড়িতে লরি ঢুকে পড়ায় মৃত্যু হয়েছে এক জনের। মৃতার নাম ভগবতী দেবী (৪০)। জখম হয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার দুপুরে বিরুডিহা মোড়ের কাছে ঘটনাটি ঘটে। আহত হয়েছেন ওই লরির চালক, খালাসি ও বাড়ির এক সদস্য। তাঁদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ লরিটিকে আটক করেছে।

কোথায় কী

দুর্গাপুর


শিশু স্বাস্থ্য মেলা। আকবর রোড গ্যারেজ ময়দান। উদ্যোগ: আকবর রোড শিশু ও যুব কল্যাণ সমিতি।

দাবা শিবির। সংস্থার প্রাঙ্গন। সকাল দশটা। উদ্যোগ: পিনাকেল ইনফোটেক সলিউশন, বিধাননগর।

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক মিলন উৎসব। ক্লাব প্রাঙ্গন। সকাল ৯টা। উদ্যোগ: একত্রিত অ্যাথলেটিক ক্লাব।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.