ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল কোলে মল্লিকাপুর। কালনা ১ ব্লকের সুলতানপুর অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এই খেলা হয় সুলতানপুর তুলসীদাস বিদ্যামন্দির মাঠে। ফাইনাল খেলায় কোলে মল্লিকাপুর হারায় সুলতানপুর সেভেনস্টার ক্লাবকে। প্রথমে ব্যাট করে কোলে মল্লিকাপুর দশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে সেভেনস্টার ৭৮ রানে সব ক’টি উইকেট হারিয়ে ফেলে। চলতি বছরের ৫ জানুয়ারি থেকে ১৬টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল।
|
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে সুব্রত স্মৃতি সঙ্ঘ ৮৮ রানে হারাল ওয়েষ্ট বর্ধমান অ্যাথলেটিক ক্লাবকে। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে সুব্রত স্মৃতি সঙ্ঘ ৮ উইকেটে ১৭৬ রান করে। পরে ব্যাট করতে নেমে ওয়েষ্ট বর্ধমান ৩৩.২ ওভারে ৮৮ করে সকলে আউট হয়ে যায়। দ্বিতীয় ডিভিশনের অপর ম্যাচে ইছলাবাদ অ্যাথলেটিক ক্লাব ২৩ রানে হারিয়েছে কল্পতরু ক্লাবকে। প্রথমে ব্যাট করে ইছলাবাদ করে ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১৪৭। পরে কল্পতরু ২৭.১ ওভারে ১২৪ রানে অলআউট হয়ে যায়। এ দিকে আজ শুক্রবার থেকে ৮টি দলকে নিয়ে শুরু হচ্ছে প্রথম
ডিভিশন ক্রিকেট লিগ।
|
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট হল বৃহস্পতিবার। মন্তেশ্বর ব্লক প্রশাসনের উদ্যোগে এই খেলায় পঞ্চায়েত একাদশকে হারিয়ে জয়ী হয় বিডিও একাদশ। প্রথমে ব্যাট করে পঞ্চায়েত একাদশ ২০ ওভারে ১৫৭ রান করে। জবাবে বিডিও একাদশ ১৩ ওভারে চার উইকেট হারিয়ে ওই রান টপকে যায়। খেলা শেষে দু’দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ দিনের খেলায় যোগ দেন বিডিও শাশ্বত দাঁ, যুগ্ম উন্নয়ন আধিকারিক জহর অধিকারী-সহ অনেক আধিকারিক।
|
বারাবনি থানা গ্রামরক্ষা কমিটি আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল জামগ্রাম আদিবাসী ক্লাব। বৃহস্পতিবার তারা কাপিষ্ঠা নেতাজি সুকান্ত মাঠে ভাঙাধাওড়া আদিবাসী ক্লাবকে ১-০ গোলে হারিয়ে দেয়। প্রতিযোগিতার সেরা হন বিজয়ী দলের বাবুজন হেমব্রম। পুরস্কার বিতরণ করেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায়।
|
উখড়া গেমস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জয়ী হয় বার্নপুরের রাধানগর অ্যাথলেটিক ক্লাব। তারা উখড়া ক্রিকেট মাঠে উত্তরপ্রদেশের বালিয়া ক্রিকেট ক্লাবকে ২২১ রানে হারায়। প্রথমে ব্যাট করে রাধানগর ৭ উইকেটে ৩৩১ রান করে। জবাবে বালিয়া ১১০ রানে গুটিয়ে যায়। |