শূন্যে গুলি, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
রাস্তার উপর বিএসএফের শূন্যে গুলি চালানোর অভিযোগ এ তার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভে উত্তেজনা দেখা দেয় দক্ষিণ দিনাজপুরের হিলিতে। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ হিলির যমুনা সেতুর কাছে ঘটনাটি ঘটে। হিলি ব্লক তৃণমূলের সভাপতি আশুতোষ সাহার অভিযোগ, “কলকাতার ব্রিগেডের সভার প্রচারে মিছিল যমুনা সেতুর কাছে পৌঁছাতেই বিএসএফের এক জওয়ান শূন্যে দুই রাউন্ড গুলি চালায়। ভয় দেখাতে ওই জওয়ান গুলি চালায় বলে আমাদের সন্দেহ।” ঘটনার পর এলাকায় বিক্ষোভ শুরু করে তৃণমূল। পুলিশ এবং বিএসএফ অফিসারদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। গুলি চালানোর ঘটনা স্বীকার করে বিএসএফের এক আধিকারিক বলেন, ওই সময় সন্দেহজনক এক বাসিন্দাকে আটক করে তার কাছে বেশ কিছু বাংলাদেশি টাকা বাজেয়াপ্ত করে ওই জওয়ান। সেসময় আটক ব্যক্তির হয়ে আরও কয়েকজন সঙ্গী এসে জড়ো হয়। এরপর বচসা থেকে বিএসএফ জওয়ান শূন্যে গুলি চালান। ঘটনার সঙ্গে মিছিলের সম্পর্ক নেই। অভিযুক্ত জওয়ানের মেডিক্যাল পরীক্ষার পর তাকে ক্লোজ করে তদন্ত করছেন বিএসএফ কর্তৃপক্ষ। জেলার ডিএসপি উত্তম ঘোষ বলেন, “তদন্ত হচ্ছে।”
|
টিএমসিপি’র জয়
নিজস্ব প্রতিবেদন |
কোচবিহারের মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি কলেজের ছাত্র সংসদ দখল করল তৃণমূল ছাত্র পরিষদ। বুধবার দুই কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বাম ছাত্র মোর্চাকে হারায় শাসক দলের ছাত্র সংগঠন। মেখলিগঞ্জ কলেজের ২১টি আসনের মধ্যে ১৫টি জিতেছে তৃণমূল ছাত্র পরিষদ। মেখলিগঞ্জ মহকুমারই হলদিবাড়ি কলেজের ২৮ টি আসনের মধ্যে ২৭ টি দখল করেছে তৃণমূল ছাত্র পরিষদ।
|
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে শীতলখুচির ভাওয়েরথানায় চাঞ্চল্য ছড়াল। বুধবার দলের দুই ব্লক নেতার অনুগামীরা পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন। অভিযোগ, দলের অফিস এবং একটি দোকান ভাঙচুর করা হয়। দলের জেলা কমিটির পক্ষ থেকে পদক্ষেপ করা হবে বলে জানানো হয়।
|
তৃণমূল পার্টি অফিস থেকে ৫০ মিটার দূরে একটি পরিত্যক্ত শৌচাগার থেকে ৭টি তাজা কৌটো বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচলে। বুধবার সকালে ৮১ নম্বর জাতীয় সড়কের পাশে একটি বাড়ির পেছনে পরিত্যক্ত শৌচাগার থেকে ওই বোমাগুলি উদ্ধার করে পুলিশ। এ দিন সকালে কয়েকজন কিশোর প্লাস্টিক কুড়োতে গিয়ে সিমেন্টের বস্তায় বোমাগুলিকে দেখতে পায়। কিশোরদের মুখে বোমার খবর জেনে বাসিন্দারা পুলিশে খবর দেন। চলতি সপ্তাহের শুরু থেকেই চাঁচল কলেজের নির্বাচন ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। সোম এবং মঙ্গলবারও কলেজে মনোনয়ন তোলা এবং জমাকে কেন্দ্র করে চাঁচলে গভীর রাত পর্যন্ত উত্তেজনা ছিল। পাশের সামসি কলেজেও গত সপ্তাহে কলেজে মনোনয়ন তোলার দিনও যথেচ্ছ বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠেছিল। এই পরিস্থিতিতে তৃণমূল অফিস লাগোয়া এলাকা থেকে ৭টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় শাসক এবং বিরোধী দলের মধ্যে রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ শুরু হয়েছে। ২৭ জানুয়ারি চাঁচল কলেজে ভোট। নির্বাচনের সময় সন্ত্রাস তৈরি করতেই তৃণমূল বোমাগুলি জমিয়ে রেখেছিল বলে কংগ্রেস এবং ছাত্র পরিষদের অভিযোগ। যদিও, তাদের কর্মী সমর্থকদের ভয় দেখাতেই পার্টি অফিসের সামনে বোমাগুলি রাখা হয়েছিল বলে পাল্টা অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের।
|
বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে কোচবিহার কোতোয়ালি থানার ঘুঘুমারি-মাথাভাঙা রাস্তায় ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ দিন রাত ৯টা নাগাদ বাইকে তিন জন যুবক মাথাভাঙার দিকে যাচ্ছিলেন। ঘুঘুমারির কাছে উল্টোদিক থেকে আসা একটি গাড়ি বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই চালক-সহ দুই আরোহীর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরও এক বাইক আরোহী যুবককে দমকল কর্মীরা উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করান। এই ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা ওই রাস্তায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবর্ষি দত্ত এই দিন বলেছেন, “মৃত দুই জনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।”
|
পড়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার কুমারগ্রামের এন্ডিবাড়িতে। এই ঘটনার পরে বাসিন্দারা দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। মৃত ছাত্রীর নাম আরতি অধিকারী (১৫)। কুমারগ্রাম থানার হেমাগুড়ি এলাকার বাসিন্দা আরতি দলদলি হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। |