মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফল চলাকালীন, বামেদের নামে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনকে (কেএলও) মদত দেওয়ার অভিযোগ তুলে রাস্তায় নামল কোচবিহার জেলা তৃণমূল। বুধবার যুব তৃণমূলের উদ্যোগে কোচবিহার রাসমেলা মাঠ থেকে মিছিল শহর পরিক্রমা করে। মিছিলে বামেদের বিরুদ্ধে স্লোগানও তোলা হয়। মিছিল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল রাজবংশী সম্প্রদায়ের নেতা কুমার রাজীব নারায়ণকে। জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, কার্যকরী সভাপতি বীরেন কুণ্ডু মিছিলে ছিলেন। তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথবাবু অভিযোগ করে বলেন, “বহু বছর বাদে উত্তরবঙ্গে উন্নয়নের জোয়ার এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাজে তদারকি করছেন। সে সময় একের পর এক সমস্যা তৈরি করা হচ্ছে। মানুষ খুনের রাজনীতি করা হচ্ছে। এর পিছনে রয়েছে বাম তথা সিপিএম। ওরাই কেএলও’কে মদত দিচ্ছে।” |
তৃণমূলের মিছিল। —নিজস্ব চিত্র। |
যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুমার রাজীব নারায়ণ বলেন, “রাজবংশী সম্প্রদায়ের মানুষ মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট। বামেদের চক্রান্তে সামিল না হয়ে উন্নয়নে সামিল হওয়ার আবেদন করা হয়েছে।”
সিপিএম জেলা সংগঠন তৃণমূলের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অনন্ত রায় বলেন, “বিচ্ছিন্নতাবাদ শক্তিগুলির জন্মলগ্ন থেকে আমরা বিরোধিতা করছি। আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। তৃণমূলের নেতাদের কথা ও কাজের মধ্যে কোনও মিল নেই। তৃণমূল নেতারাই বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে দেখা করেন।”
কেএলও প্রধান জীবন সিংহ, টম অধিকারী সহ কেএলও সদস্যদের ছবি সহ পোস্টার জেলায় পুলিশ টাঙিয়েছে। কেএলও জঙ্গি সন্দেহে অসমে ইন্দ্র রায় তামাঙ্গকে মঙ্গলবার কোচবিহারে নিয়ে আসে পুলিশ। এ দিন পুলিশ ধৃত ইন্দ্র রায় তামাঙ্গকে কোচবিহার জেলা আদালতে তুললে ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। |