টুকরো খবর |
শুরু জেলা বইমেলা |
বই-এর জন্য পথে হাঁটি। এই শ্লোগান নিয়ে ২৮তম জেলা বইমেলার উদ্বোধনে পা মেলাল পড়ুয়ারা। একদা মাওবাদী অধ্যুষিত বলরামপুর, যেখানে টানা বন্ধ ও খুনের আবহে জনজীবনই স্তব্ধ হয়ে গিয়েছিল, সেই বলরামপুরের সরাই ময়দানে বইমেলার উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো। তবে তথ্য প্রযুক্তি ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এই মেলা উদ্বোধন করার কথা ছিল। তিনি আসতে পারেননি। |
বলরামপুরে। —নিজস্ব চিত্র। |
শান্তিরামবাবু বলেন, “বই মানুষের বড় বন্ধু। এই মেলা এই এলাকার চেতনার স্তর উন্নত করবে।” সকালে বর্ণাঢ্য পদযাত্রায় নাটুয়া ও রণ-পা শিল্পীরা যোগ দিয়েছিলেন। মেলায় মোট মেলায় ৬৮টি প্রকাশক যোগ দিয়েছেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) প্রবালকান্তি মাইতি, জেলা পরিষদের সভাধিপতি সৃষ্টিধর মাহাতো। সভাধিপতির কথায়, “বইমেলা জেলার বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই এই মেলা এ বার এখানে করা হয়েছে। পরবর্তীকালে জেলার অন্যত্রও আমরা এই মেলা পৌঁছে দেব।”
|
মাঠ সংস্কারের দাবি |
প্রয়োজনের তুলনায় এলাকায় খেলার মাঠ কম। মানবাজার শহরে মধ্যে একমাত্র মাঠ রয়েছে হাইস্কুলে। তাই স্থানীয় কয়েকটি ক্লাবের সদস্য ওই মাঠকে সংস্কারের দাবি তুলেছেন। স্থানীয় ক্লাবের সদস্য দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, ঝাড়বাগদা গ্রামের মানস মহান্তিরা বলেন, “মানবাজারে দু’টি খেলার মাঠ রয়েছে। একটি হাইস্কুলে। অন্যটি ব্লক অফিস লাগোয়া এলাকায়। শহরের মধ্যে হওয়ায় বেশিরভাগ খেলাধুলো মানবাজার আরএমআই-এর মাঠে হয়। বর্ষায় মাঠটি বেহাল হয়ে পড়েছে। স্কুল কর্তৃপক্ষকে মাঠ সংস্কারের আবেদন জানিয়েছি।” মানবাজার আরএমআইএর প্রধান শিক্ষক শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, “মাঠ সংস্কারের জন্য স্থানীয় বিধায়ক সন্ধ্যারানি টুডু ৫ লক্ষ টাকা মঞ্জুর করেছেন বলে জেনেছি। অবিলম্বে সংস্কারের কাজ শুরু হবে।”
|
নাটক প্রতিযোগিতা |
আদিবাসী ভাষায় রচিত বাঁকুড়া জেলার ১৯তম একাঙ্ক নাটক প্রতিযোগিতা বুধবার থেকে শুরু হয়েছে খাতড়ায়। এ দিন দুপুরে খাতড়ার গুরুসদয় মঞ্চে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি বিভাবতী টুডু। খাতড়া পঞ্চায়েত সমিতির সহযোগিতায় অনগ্রসর শ্রেণিকল্যাণ বিভাগ এই প্রতিযোগিতার আয়োজন করেছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত চলবে প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শ্যামল সরকার, অতিরিক্ত জেলাশাসক (ভূমি) পার্থ ঘোষ, অনগ্রসর বিভাগের জেলা প্রকল্প আধিকারিক উত্তম অধিকারী, মহকুমাশাসক (খাতড়া) শুভেন্দু বসু প্রমুখ। দু’দিনের এই প্রতিযোগিতায় জেলার ২১টি দলের নাটক মঞ্চস্থ হবে।
|
হোমে ঠাঁই |
এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াতে থাকা এক কিশোরীকে পুলিশের হাতে তুলে দিলেন ঝালদা ১ ব্লকের নওয়াডি পঞ্চায়েতের প্রধান কামতাপ্রসাদ মাহাতো। তিনি বলেন, “এলাকার মানুষজনের কাছ থেকেই খবর পাই, এক কিশোরী উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে। আমরা পুলিশকে খবর দিয়ে কিশোরীটিকে পঞ্চায়েতে নিয়ে আসি। কিন্তু মেয়েটি নিজের পরিচয় বলতে পারছিল না। ওকে দিয়ে লেখানোরও চেষ্টা করি। কিন্তু দু-একটি অক্ষর লিখে আর কিছু লিখছিল না। তখন ওকে পুলিশের হাতে তুলে দিই।” ওই কিশোরীকে হোমে পাঠানো হয়েছে পুরুলিয়া আনন্দমঠ হোম সূত্রের খবর।
|
স্কুলে দান |
প্রয়াত শিক্ষক বিমলপ্রসাদ ঘোষ-এর শততম জন্মদিনে বাঁকুড়ার জয়পুর থানার ধাড়া জুনিয়র হাইস্কুলকে ৫০ হাজার টাকা ও স্থানীয় গ্রন্থাগারে ১০০টি বই দান করলেন পরিবারের সদস্যরা। বুধবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। চেকটি গ্রহণ করেন পরিচালন কমিটির সম্পাদক ও সহকারি বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) জগন্নাথ নন্দী।
|
মারামারি |
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে জখম হয়েছেন ছ’জন। বুধবার ঘটনাটি ঘটেছে বড়জোড়ার গুড়ুরবাঁধ এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সকালে একটি চায়ের দোকানে তৃণমূলের দু’টি গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা বাধে। পরে লাঠালাঠি হয়। জখম সকলকেই বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করানো হয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু |
লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর রেল গেটের কাছে, বিষ্ণুপুর-মেদিনীপুর ৬০ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অসিত দে (৫৫)। বাড়ি বিষ্ণুপুর শহরের মাড়ুইবাজার এলাকায়।
|
৫ দিনের উৎসব |
নারী শিক্ষার উন্নয়নের লক্ষ্যে বুধবার পুরুলিয়া মফস্সল থানা এলাকার ডুঁড়কু বিদ্যাসাগর আবাসিক বালিকা বিদ্যালয় সংলগ্ন মাঠে উদ্বোধন হল বিদ্যাসাগর উৎসবের। পাঁচদিনের এই উৎসবের উদ্বোধন করেন পুরুলিয়া রাষ্ট্রীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাশ্বতী অধিকারী।
|
ফের বাধা |
ফের আটকে গেল পুরুলিয়ার রঘুনাথপুরে ডিভিসি-র তাপবিদ্যুৎ কেন্দ্রের ওয়াটার করিডরের কাজ। গত বিজেপির নেতৃত্বে স্থানীয়দের বাধায় বৃহস্পতিবার থেকে কাজ বন্ধ ছিল। জট কাটিয়ে মঙ্গলবার থেকে কাজ শুরু হয়। বুধবার ভুরকুণ্ডাবাড়ি এলাকায় কিছু লোকজন ওয়াটার করিডরের কাজে বাধা দেন বলে খবর।
|
স্মারকলিপি |
একশো দিনের কাজের প্রকল্পের সঙ্গে কৃষিকে যুক্ত করা, প্রতি ব্লকে কৃষি পরিষেবাকেন্দ্র স্থাপন করা-সহ বেশ কিছু দাবিতে সোমবার ওন্দা ও ইঁদপুর ব্লকের বিডিও-র কাছে স্মারকলিপি দিল ফব-র কৃষক সংগঠন অগ্রগামী কিষানসভা। |
|