কয়েক সপ্তাহের মধ্যেই উপাচার্য নিয়োগ করা হবে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের জন্য। বুধবার বাঁকুড়ায় বিশ্ববিদ্যালয়ের ইউনিট-২ এর প্রবেশ দ্বারের উদ্বোধন করতে এসে এ কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী বছরের মধ্যেই পুরোদমে ক্লাস শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। প্রশাসনিক সূত্রে খবর, বাঁকুড়া ২ ব্লকের তিলাবেদিয়া ও মিথিলা মৌজায় প্রায় ১২ একর জমিতে বিশ্ববিদ্যালয়ের দু’টি ক্যাম্পাস ও হস্টেল গড়ে তোলা হবে। প্রায় ২০ কোটি টাকার এই প্রকল্পে ইতিমধ্যেই ৫ কোটি টাকা জেলা প্রশাসনের হাতে দিয়েছে রাজ্য শিক্ষা দফতর। প্রবেশ দ্বারের উদ্বোধনকে ঘিরে একটি প্রশাসনিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। |
বাঁকুড়ায় শিক্ষামন্ত্রী। —নিজস্ব চিত্র। |
উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী, বাঁকুড়ার পুরপ্রধান শম্পা দরিপা, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রিঙ্কু বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ব্রাত্য বসু বলেন, “আগামী বছরের মধ্যেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন শুরু হবে। উপাচার্যও নিয়োগ হবে কয়েক সপ্তাহের মধ্যে। শীঘ্রই ক্যাম্পাস গড়ার কাজ শুরু করবে পূর্ত দফতর (নির্মাণ)।” এর পরেই মন্ত্রী বাঁকুড়ার বিকনায় ক্ষীরোদপ্রসাদ স্মৃতি বিদ্যাপীঠের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন ও বাঁকুড়ার সারদামণি গার্লস কলেজে একটি ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন। আগামী ৯ মার্চ এসএসসি ও ৩০ মার্চ প্রাথমিক টেট পরীক্ষা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। |