টুকরো খবর |
দুর্ঘটনায় শিশুর মৃত্যু, অবরোধে নাকাল মানুষ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
পথ দুর্ঘটনায় এক বালকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে সন্দেশখালির বয়রামারিতে প্রায় চার ঘণ্টা রাস্তা অবরোধ করলেন বাসিন্দারা। মৃতের নাম নুর হোসেন (৮)। স্থানীয় একটি ইট ভাটায় বাবা-মায়ের সঙ্গে থাকত সে। গাড়িটি আটক করা হয়েছে। চালককে গ্রেফতার করা হয়েছে। রাস্তা অবরোধে বসিরহাট-ন্যাজাট যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল ৮টা নাগাদ দোকান থেকে রান্নার জিনিস কিনে ফেরার সময়ে ন্যাজাটের দিক থেকে আসা একটি গাড়ি নুর হোসেনকে ধাক্কা মারলে সে ছিটকে পড়ে। বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চালক-সহ গাড়িটি আটকান বাসিন্দারা। গত তিন দিনে এই নিয়ে তিনটি দুর্ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়ায়। সন্দেশখালি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ইমাম আলি গাজি বলেন, “বার বার দুর্ঘটনা ঘটা সত্ত্বেও গাড়ি নিয়ন্ত্রণ করা হচ্ছে না। মৃত বা আহতদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না।” মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গিয়ে মৃতের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।
|
উদ্ধার আরও দুই মৎস্যজীবীর দেহ
নিজস্ব সংবাদদাতা • বকখালি |
মাছ ধরতে গিয়ে আট দিন ধরে নিখোঁজ তিন মৎস্যজীবীরই দেহ উদ্ধার হয়েছে। গত ১৪ জানুয়ারি ফ্রেজারগঞ্জ বন্দর থেকে শেখ মাজেদ, গৌরহরি প্রধান ও দীপঙ্কর বেরা এফ বি মৎস্যকন্যা নামে একটি ট্রলারে চেপে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। তার পর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। গত ১৬ জানুয়ারি তিনজনরই পরিবারের লোকেরা থানায় নিখোঁজ ডায়েরি করেন। মৎস্যজীবীদের ইউনিয়ন ও পুলিশ তল্লাশি শুরু করে। ২০ জানুয়ারি সমুদ্র থেকে উদ্ধার হয় মাজেদের (৪০) দেহ। ওই রাতেই সমুদ্র থেকে পচাগলা অবস্থায় গৌরহরি প্রধান (২২) ও দীপঙ্কর বেরার (৩৮) দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান মাছ ধরার সময় কুয়াশার কারণে কোনও জাহাজ তাঁদের ট্রলারটিকে দেখতে না পেয়ে ধাক্কা মারে। ততেই ট্রলারটি ডুবে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
|
তৃণমূল প্রধান খুনে দোষী সাব্যস্ত
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে খুনে বুধবার এক জনকে দোষী সাব্যস্ত করলেন কৃষ্ণনগর জেলা আদালতের দ্বিতীয় অতিরিক্ত দায়রা ও জেলা জজ সিদ্ধার্থ রায়চৌধুরী। শুক্রবার সাজা ঘোষণা হবে। সরকারি আইনজীবী সত্যেন্দুশেখর সেন বলেন, “এগারো জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল। বিচারক এক জনকে দোষী সাব্যস্ত করেছেন।” আদালত সূত্রের খবর, ২০০৩ সালের ৮ সেপ্টেম্বর রাত সাতটা নাগাদ চাকদহের দুবড়া পঞ্চায়তের সামনে প্রধান তৃণমূলের সমীর নাগকে গুলি করে খুন করা হয়। সমীরবাবু স্ত্রী নীলিমা নাগ বর্তমানে হরিণঘাটার তৃণমূল বিধায়ক।
|
কৃষি ও শিল্প মেলা গাইঘাটায়
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
পুষ্প, কৃষি ও শিল্প মেলা হয়ে গেল গাইঘাটার ঠাকুরনগর খেলার মাঠে। গত ১৮ জানুয়ারি এর উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মেলা শেষ হয় ২০ জানুয়ারি। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ফুলচাষিদের জন্য প্রশিক্ষণ শিবির ছিল মেলায়। মেলা কমিটির কোষাধ্যক্ষ তথা গাইগাটার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ধ্যানেশনারায়ণ গুহ জানান, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞেরা প্রশিক্ষণ দিতে এসেছিলেন। চাষিদের উন্নত কৃষি পদ্ধতি নিয়ে সচেতন করতে ও কৃষির উৎপাদন বাড়াতেই এই মেলা।
|
কামদুনি কাণ্ডে মুক্তি দাবি ৪ অভিযুক্তের |
কামদুনিতে এক কলেজছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় চার অভিযুক্তের মুক্তির দাবি তুলল ‘কামদুনি ইনসাফ মঞ্চ’। বুধবার নবান্নে গিয়ে তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা দাবিপত্র জমা দেয়। মঞ্চের বক্তব্য, ওই ঘটনায় ধৃত আমিন আলি, নুর আলি, ভোলানাথ নস্কর ও রফিক গাজির নাম প্রথম চার্জশিটে ছিল না। পরে সিআইডি ওই চার জনের নাম চার্জশিটে ঢোকায়। তাঁদের মুক্তি দিতে হবে। পুলিশ অবশ্য মঞ্চের সদস্যদের নবান্নের ভিতরে ঢুকতে দেয়নি। যেখানে আমজনতার চিঠিপত্র জমা নেওয়া হয়, সেই ‘রিসিভিং সেকশন’-এ কড়া পাহারায় মঞ্চের নেতা আমানুল্লা ও অভিযুক্ত নুর আলির স্ত্রী নাজিমা বিবিকে নিয়ে যায় পুলিশ। পরে পুলিশের গাড়িতে চাপিয়েই তাঁদের মন্দিরতলায় ছেড়ে দেওয়া হয়। আমানুল্লার দাবি, “কামদুনিতে যখন ওই ঘটনা ঘটে, ওই চার জন তখন নিজেদের বাড়িতেই ছিল। কিন্তু পুরোপুরি রাজনৈতিক কারণে ওদের নাম এফআইআরে ঢুকিয়ে দেওয়া হয়। ওরা নির্দোষ। তাই মুখ্যমন্ত্রীর কাছে ওদের মুক্তির দাবি জানিয়েছি।” মঞ্চের দাবি, যথাযথ তদন্ত হোক। তা হলেই আসল দোষীদের শাস্তি দেওয়া যাবে।
পুরনো খবর: সাহায্য নয় শাস্তি চাই, মমতাকে কামদুনি
|
অটো উল্টে মৃত্যু প্রধান শিক্ষকের, জখম ৯ |
অটো উল্টে মৃত্যু হল প্রধান শিক্ষকের। জখম হয়েছেন এক শিক্ষক ও এক শিক্ষিকা-সহ ন’জন পড়ুয়া। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় দিঘিরপাড় বাসমোড়ের কাছে বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত আনোয়ার হোসেন (৪৫) ডায়মন্ড হারবার হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি স্থানীয় চাঁদাগ্রামে। আহতদের ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আনোয়ার হোসেন চার শিক্ষক-শিক্ষিকা এবং ১০ জন ছাত্রছাত্রীকে নিয়ে অটো ভাড়া করে মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিতে গিয়েছিলেন নোদাখালি মুচিশা হাই মাদ্রাসা মাঠে। বিকেল সাড়ে চারটে নাগাদ বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনায় মৃত্যু হয় আনোয়ার হোসেনের। অটোটি আটক করেছে পুলিশ। চালক পলাতক।
|
বেকারিতে আগুন |
আগুনে পুড়ল জগদ্দলের একটি বেকারি কারখানা। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গেলেও একটি ইঞ্জিনই এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে জগদ্দলের নয়া বাজারে ওই বেকারি কারখানায় আগুন লাগে। কারখানার গুদামে প্রচুর পরিমানে ভোজ্য তেল মজুত থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে যায়। প্রচুর বিস্কুট ও তৈরি খাবার পুড়ে যায়। ক্ষতি হয় বিস্কুট ও স্ন্যাক্স তৈরির সরঞ্জামও। তবে কোনও হতাহত নেই বলে কারখানা ও দমকল সূত্রে জানা গিয়েছে। কি ভাবে আগুন লাগল খতিয়ে দেখছেন দমকল আধিকারিকেরা।
|
ধৃত বাংলাদেশি |
অনুপ্রবেশের অভিযোগে ট্রলার-সহ আট বাংলাদেশি মৎস্যজীবীকে ধরল পুলিশ। মঙ্গলবার রাতে গোসাবার বাগমারা দ্বীপের কাছে মেছুয়া খাল থেকে এদের ধরেন বন-কর্মীরা। তুলে দেওয়া হয় সুন্দরবন কোস্টাল পুলিশের হাতে। ধৃতদের বাড়ি বাংলাদেশের পেটুয়াখালি এবং চিটাগঙে।
|
দেহ উদ্ধার |
বাগানের গর্তের মধ্যে থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। সোমবার সকালে বনগাঁর জয়ন্তীপুর এলাকার ঘটনা। গলায় ছিল ফাঁসের চিহ্ন। মৃতের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
|
|