|
|
|
|
তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরব দলীয় সদস্য |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুললেন তাঁরই দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য। অভিযোগ, খেজুরি ১ ব্লকের কলাগেছিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান বিপ্লববহ্নি দাস গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত অন্য প্রতিনিধিদের এড়িয়ে পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম পরিচালনা করছেন। এই মর্মে ওই পঞ্চায়েতের তৃণমূল সদস্য পরমেশ্বর মণ্ডল ও দুই নির্দল সদস্য আরতিরানি দিন্ডা ও শঙ্করপ্রসাদ দাস পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য, কাঁথির মহকুমাশাসক সরিত্ ভট্টাটার্য ও খেজুরি ১ ব্লকের বিডিও সৌম্যজিত্ দত্তের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান অন্য নির্বাচিত প্রতিনিধিদের এড়িয়ে একশো দিনের প্রকল্প ছাড়াও রাস্তাঘাট নির্মাণ, শৌচাগার তৈরি, কৃষিসামগ্রী বিলিবণ্টন, প্রাণী সম্পদের সুযোগ সুবিধা ও ত্রাণ সামগ্রী বণ্টন করছেন। তাঁদের অভিযোগ, একশো দিনের কাজ প্রকল্পে কলাগেছিয়া গ্রাম পঞ্চায়েতের ঠাকুরচক, জাহানাবাদ উত্তর, বাহারগঞ্জ পশ্চিম, ঘোলাবাড়, কামদেবনগর, কলাগেছিয়া ও কেঁউচিয়া বুথের সংসদগুলিতে কোন কাজই হয়নি। এমনকী পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে কোনওরকম আলোচনা না করে শুধুমাত্র ঠিকাদারদের কথামতো শৌচাগার নির্মাণ-সহ অন্য প্রকল্পের কাজকর্ম চলছে। এই নিয়ে অবিলম্বে তদন্ত করার দাবিও জনিয়েছেন তাঁরা। অভিযোগ অস্বীকার করে বিপ্লববাবু বলেন, “সকলের মন জুগিয়ে পঞ্চায়েতের কাজ কেউ কোনও দিন করতে পারেনি। তবু সকলের মতামত নিয়ে কাজ করার চেষ্টা করছি।” |
|
|
|
|
|