|
|
|
|
গোপন জবানবন্দি দেবেন গণধর্ষণে ধৃত |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আদালতে গোপন জবানবন্দি দেবেন গণধর্ষণের ঘটনায় ধৃত যুবক। বুধবার এই মর্মে আদালতের কাছে আবেদন করে পুলিশ। কাল, শুক্রবার ওই যুবকের গোপন জবানবন্দি নেওয়া হতে পারে। আপাতত, তাঁর জেল হেফাজতের নির্দেশ হয়েছে।
ঘটনাটি গত ৭ জানুয়ারির। ওই দিন আদালত চত্বরের সামনে থেকে এক যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই রাতে ধর্ষিতা তরুণীর মা মেদিনীপুর কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়। ৮ জানুয়ারি মঙ্গল দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতারও করে পুলিশ। আদালতে হাজির করা হলে তার পুলিশ হেফাজত হয়। পুলিশি হেফাজতের মেয়াদ শেষে বুধবার ওই যুবককে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে জেল হেফাজতে পাঠিয়েছে।
ঘটনার পর থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন ওই তরুণী। গত ১৫ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মেদিনীপুর আদালতে গোপন জবানবন্দি দেন তিনি। পরে বাড়ি ফিরে যান। ধৃত যুবকের কাছ থেকে একটি মোবাইল এবং একটি মোটর সাইকেল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই যুবক দু’দফায় পুলিশি হেফাজতে ছিলেন। প্রথমে ৮ দিন, পরে ৫ দিন। তরুণীর মায়ের অভিযোগ অনুযায়ী, ঘটনার সঙ্গে আরও দু’জন যুবক জড়িত। দেখতে দেখতে দু’সপ্তাহ ঘুরেছে। অথচ, এখনও বাকি অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। কেন বাকি অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হল না, বিভিন্ন মহল সেই নিয়ে প্রশ্নও তুলেছে। যদিও এ ব্যাপারে কিছু বলতে নারাজ পুলিশ। জেলা পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। তদন্তে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। |
|
|
|
|
|