|
|
|
|
বন দফতরের নামে বেআইনি গাছ কাটার চেষ্টার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
বন দফতরের বিরুদ্ধে বেআইনি ভাবে গাছ কাটার চেষ্টার অভিযোগ তুলে বিডিও-র কাছে অভিযোগ জমা দিলেন উত্তর খয়েরবাড়ি বনবস্তির কয়েকশো বাসিন্দা। বুধবার দুপুরে গ্রামের কয়েকশো বাসিন্দা বন দফতরের বিরুদ্ধে স্লোগান তুলে মাদারিহাট এলাকায় মিছিল বের করেন। বাসিন্দাদের অভিযোগ, বন দফতরের কোচবিহার ডিভিশনের কর্তারা অরণ্যের অধিকার আইন অনুযায়ী গ্রামসভার বিনা অনুমতি নিয়ে খয়েরবাড়ি জঙ্গলের ৬ হাজার গাছ কাটার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চার দফা প্রতিরোধের মুখে পড়ে বন কর্মীদের ফিরে যেতে হয়। ওই ঘটনায় বন দফতর পাঁচ গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। মাদারিহাটের বিডিও পেম্বা শেরপা বলেছেন, “গ্রামবাসীর অভিযোগটি আমি জেলা শাসকের কাছে পাঠিয়ে দেব। জেলা প্রশাসন বিষয়টি দেখবেন।”
বন জন শ্রমজীবী মঞ্চের নেতা বিপিন রাভা বলেছেন, “বন দফতরের বে আইনি কাজের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাব। পরিণত গাছ বলে যে গাছগুলি কাটার কথা তারা বলছে তার মধ্যে বেশিরভাগ গাছ অপরিণত। তা ছাড়া, গ্রামসভার বিনা অনুমতিতে আমরা বনের কোনও গাছ কাটতে দেব না।”
কোচবিহারের ডিএফও রাজেন্দ্র জাখরের কথায়, “বাসিন্দারা আন্দোলন করতেই পারেন। তবে যে বন বস্তিতে পঞ্চায়েত ব্যবস্থা নেই সেখানে গ্রাম সভার বিষয়টি মানা হয়। ওই গ্রামে রীতিমত পঞ্চায়েত রয়েছে। কেন্দ্রীয় সরকারের বন ও পরিবেশ মন্ত্রকের অনুমতি নিয়ে আমরা গাছ কাটার উদ্যোগ নিয়েছি।”
বন দফতর সূত্রে জানা গিয়েছে, খয়েরবাড়ি জঙ্গলের ৩৪ হেক্টর জমির প্রায় ছয় হাজার গাছ ১৯৫৬ সালে লাগানো হয়। নিয়ম অনুসারে ওই গাছগুলি কাটার সময় পার হয়ে গিয়েছে। গাছগুলি কাটা না হলে সেগুলিতে পচন ধরতে পারে। গাছ বিক্রি করে যে টাকা আসবে, তাতে উন্নয়নের কাজ হবে। পাশাপাশি, নতুন করে ওই এলাকায় গাছ লাগিয়ে দেওয়া হবে।
এর জেরেই সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার অধিকার কার তা নিয়ে বনবস্তিবাসীদের সঙ্গে বন দফতরের বিতর্ক দানা বেঁধেছে ডুয়ার্সে। কোচবিহার ডিভিশনের খয়েরবাড়ির জঙ্গলে বন দফতর গাছ কাটার পরিকল্পনা নিয়েছে বন বিভাগ। কিন্তু, বনববস্তিবাসীদের দাবি, কেন্দ্র সরকার যে ‘অরণ্যের অধিকার’ আইন তৈরি করেছে তা অনুযায়ী, গাছ কাটতে হলে বন বস্তির বাসিন্দাদের সঙ্গে আলোচনা করতে হবে। বাসিন্দাদের অভিযোগ, আলোচনা না করে বন দফতর চার দফায় গাছ কাটার চেষ্টা করেছে। সে জন্য বনবস্তি বাসীরা বাধাও দিয়েছেন। পাঁচ বাসিন্দার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বন দফতর। ফলে, বাসিন্দারা পাল্টা আন্দোলনে নেমেছেন। |
|
|
|
|
|