সম্পাদকীয় ২...
জরুরি তৎপরতা
পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত এলাকায় তালিবান জেহাদিদের বিরুদ্ধে পাক সেনাবাহিনীর দ্বিতীয় দফার অভিযান দৃশ্যত তেহরিক-ই-তালিবান নেতৃত্বকে বিস্মিত করিয়াছে। কেননা ২০০৭ সালের সংঘর্ষ-বিরতির পর হইতে পাক সেনাবাহিনী এই অঞ্চলে কোনও প্রত্যাঘাত করে নাই। বরং মার্কিন ড্রোন হানায় একের-পর-এক তালিবান ঘাঁটি বিধ্বস্ত এবং জঙ্গি নেতারা নিহত হইলে তাহাকে পাকিস্তানের সার্বভৌমত্বের উপর মার্কিন আঘাত বলিয়া নিন্দা করিয়াছে। সেই সূত্রে পাক সেনা-কর্তৃপক্ষ এবং রাজনীতিকরা মার্কিন যুক্তরাষ্ট্রের সহিত পাকিস্তানের রণনৈতিক অংশীদারি হইতে সরিয়া আসার হুমকিও দিয়াছেন, দুই দেশের মধ্যে আগের সুসম্পর্কও বহুলাংশে ক্ষতিগ্রস্ত হইয়াছে। নওয়াজ শরিফের সরকার তাই জেহাদি হামলার জবাবে পাল্টা অভিযান চালানোয় তালিবান নেতৃত্ব বিস্মিত হইতেই পারে। বিশেষত সেই অভিযানে যখন পাক প্রতিরক্ষা বাহিনী ফাইটার জেট পর্যন্ত ব্যবহার করিয়াছে এবং সন্দেহভাজন তালিবান ঘাঁটিতে বোমাবর্ষণও করিয়াছে।
গত ছয় বৎসর ধরিয়া আল-কায়দা ও তালিবান জেহাদিদের ধারাবাহিক আক্রমণে বহু অসামরিক ব্যক্তি নিহত হইয়াছেন। সরকার রা’ কাড়ে নাই। সেনাবাহিনীও হাত গুটাইয়া থাকিয়াছে। পাক রাজনৈতিক ও সামরিক কর্তারা বলিয়া গিয়াছেন, ২০১৪-র শেষে মার্কিন ও বহুজাতিক বাহিনীর আফগানিস্তান হইতে ঘরে ফেরার পরবর্তী পর্যায়ে তালিবানদের হাতেই ক্ষমতার রাশ তুলিয়া দিতে এখনই আলোচনার প্রক্রিয়া শুরু করা উচিত। আফগানিস্তানের শাসকরাও একই কথা বলিয়াছেন। আফগান তালিবানের হাক্কানি গোষ্ঠী এবং পাকিস্তানের তেহরিক-ই-তালিবান সেই অবসরে নিজেদের আরও সংঘবদ্ধ করিয়াছে। সম্ভবত জেনারেল কায়ানির অবসরগ্রহণ পাক বাহিনীকে তালিবানের বিপদ সম্পর্কে সতর্ক করিয়া থাকিবে। তাঁহার আমলেই ওসামা বিন লাদেন অ্যাবটাবাদে ছয় বৎসর আত্মগোপন করিয়া থাকিতে পারিয়াছিলেন। বিন লাদেনের নিধনের পর তিনিই এই মার্কিন হস্তক্ষেপে পাক সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার হুঁশিয়ারি দিয়াছিলেন। তাঁহার বিদায় পাক সামরিক আমলাতন্ত্রে তালিবান-সমর্থক জেনারেলদের একঘরে করিয়া থাকিতে পারে। নওয়াজ শরিফের পক্ষে তাই উত্তর ওয়াজিরিস্তানে বোমারু হানা চালাইতে অসুবিধা হয় নাই।
তালিবান যে কেবল কাবুল তথা আফগানিস্তানের দখল লইয়া ক্ষান্ত হইবে না, ইহা একপ্রকার নিশ্চিত। তাহার দিগ্বিজয়ের পরিকল্পনার মধ্যে কাশ্মীর সহ পাক-আফগান ইসলামি রাষ্ট্র গড়ার সূচি রহিয়াছে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এখন যতই আস্ফালন করুন, মার্কিন ও বহুজাতিক বাহিনীর ছাতাটি মাথার উপর হইতে সরিয়া গেলেই যে তাঁহার পতন হইবে, ইহা নিশ্চিত। তাঁহাকে শিরোধার্য করিয়া তালিবান নেপথ্য হইতে কাবুল শাসন করিবে, ইহাও ধরিয়া লওয়া অর্থহীন। অতঃপর, কাবুল জয় সাঙ্গ হইলে ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’-এর কাঁধে ভর করিয়া আফগান তালিবান পাকিস্তানকে ঝটিকা হামলায় পর্যুদস্ত করার চেষ্টা করিবে। রাওয়ালপিণ্ডির সামরিক সদর দফতরের কাছে দুঃসাহসী হামলা চালাইয়া ২০জন সৈন্যকে হত্যা করিয়া তালিবান বুঝাইয়া দিয়াছে, তাহাদের পক্ষে অসম্ভব বলিয়া কিছু নাই। উদ্বিগ্ন, বিচলিত শরিফের পক্ষে পাকিস্তানে গণতান্ত্রিক ব্যবস্থা টিকাইয়া রাখার চ্যালেঞ্জটি গ্রহণ করা এবং সফল হওয়া তাই জরুরি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.