খাদি ও গ্রামীণ শিল্পের উন্নয়নে কমিটি গঠন
নিজস্ব সংবাদদাতা • বোলপুর
|
খাদি ও গ্রামীণ শিল্পের সঙ্গে যুক্ত মানুষ এবং তাঁদের পরিবারের উন্নয়নে বিশেষ উদ্যোগী হচ্ছে সংশ্লিষ্ট দফতর। ওই শিল্পে যুক্ত সমস্ত মানুষের জন্য উপযুক্ত প্রশিক্ষণ, উত্পাদিত জিনিসের প্রয়োজনীয় বাজার এবং সর্বোপরী তাঁদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য রাজ্যের বিভিন্ন জেলায় একটি করে কমিটি গঠন করা হবে। প্রচার ও প্রসারের পাশাপাশি এই শিল্পের সঙ্গে যুক্তদের সামগ্রিক উন্নয়নে কাজ করবে ওই কমিটি। বুধবার বোলপুরের ডাকবাংলো মাঠে খাদি মেলার উদ্বোধনে যোগ দিতে এসে এ কথা জানালেন রাজ্যের খাদি বোর্ডের সহ-সভাপতি মনিরুল ইসলাম। এ দিন বিকেল থেকেই ওই মাঠে শুরু হয়েছে খাদি ও গ্রামীণ শিল্পের প্রদর্শনী। সামগ্রী বিক্রির স্টলও রয়েছে। উদ্যোক্তা খাদি গ্রামোদ্যোগ ভবন, ভারত সরকারের খাদি গ্রামোদ্যোগ ও কমিশন এবং ক্ষুদ্র, লঘু ও মধ্যম মন্ত্রালয়। মেলায় বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি, মালদহ-সহ রাজ্যের উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলার খাদি, তসর, রেশম শিল্পের সঙ্গে যুক্ত মানুষেরা স্টল দিয়েছেন। রয়েছে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের অর্থানুকূল্যে গঠিত একাধিক ইউনিটের স্টলগুলিও। উদ্যোক্তারা জানান, ইতিমধ্যেই প্রায় ৫০ জন শিল্পী স্টল দিয়েছেন। মেলা চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধনে হাজির ছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, কলকাতা খদি ও গ্রামোদ্যোগ বিষয়ক অধিকর্তা রণজিত্কুমার সাহা প্রমুখ।
|
ভক্তিভূষণ সংগ্রহশালা
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি
|
দীর্ঘদিন ধরে জয়দেব-কেঁদুলি মেলার সময়ে নানা উন্নয়নের দাবি ওঠে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি মঞ্চ থেকে সেই দাবিগুলি গ্রহণযোগ্য বলে ঘোষিত হয়। দাবি মেটানোর প্রতিশ্রতিও মেলে। কিন্তু মেলা শেষ হলেই সব প্রতিশ্রতিই থিতিয়ে যায় বলে অভিযোগ। এরই মধ্যে খুশির খবর সম্প্রতি দাবি মোতাবেক এলাকার প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী ভক্তিভূষণ মণ্ডলের স্মৃতিতে গড়ে উঠেছে ভক্তি ভবন। ভক্তিভূষণের জামাতা এলাকার প্রাক্তন বিধায়ক ভক্তিপদ ঘোষের উদ্যোগে এবং তাঁর বিধায়ক তহবিল থেকে তৈরি হয়েছে ওই ভবন। যার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে জয়দেব অঞ্চল সংস্কৃতি পর্ষদ। সেখানে ওই পর্ষদ গত বছর থেকে নানা সাংস্কৃতিক কাজকর্ম চালাচ্ছে। সদ্য শেষ হওয়া মেলাতেও তিন দিন ধরে তারা সাহিত্যবাসরের আয়োজন করেছিল। গড়ে উঠেছে লিটল ম্যাগাজিন সংগ্রহশালাও। সম্প্রতি আদিত্য বন্দ্যোপাধ্যায় তাঁর আনন্দবাজার পত্রিকার গত ২০০৩ সাল থেকে প্রকাশিত প্রতিটি সংখ্যার সংগ্রহ ওই সংগ্রহশালাতেই দান করেছেন। এ বার থেকে আগামী সংখ্যাগুলিকেও সংগ্রহশালায় রাখা চলছে।
|
বাকি ইতিহাস
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
সম্প্রতি সিউড়ির শ্রীরামকৃষ্ণ সভাগৃহে ‘বাদল উত্সবে’র পঞ্চম নাটকটি মঞ্চস্থ করল ‘বীরভূম আনন’ নাট্যগোষ্ঠী। প্রায় শ’দুয়েক দর্শকে ঠাসা প্রেক্ষাগৃহে মাইক ছাড়াই বিশিষ্ট নাট্যকার বাদল সরকারের ১৯৬৫ সালে লেখা ‘বাকি ইতিহাস’ নাটকটি সংস্থা অভিনয় করল। এই প্রযোজনায় পরিচালক বাবুন চক্রবর্তী মূল নাটকের সঙ্গে বেশ কিছু সংযোজনও করেছেন। জীবনান্দ দাশের কিছু কবিতার প্রয়োগ এবং বিশেষ কিছু মুহূর্তে নকশাল আন্দোলন, নন্দীগ্রাম-গণহত্যার মতো কয়েকটি ঘটনার অনুষঙ্গ দর্শকদের ভাল লেগেছে।
|
দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
দরজা ভেঙে মুদিখানা দোকান থেকে জিনিসপত্র চুরি যাওয়ার ঘটনা ঘটল। মঙ্গলবার গভীর রাতে দুবরাজপুর পুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। বুধবার সকালে দোকান খুলতে এসে দোকানদার ঘটনার কথা জানতে পারেন। পরে তিনি পুলিশে খবর দেন। ওই দোকানের মালিক বিনীত জৈন বলেন, “চোরে কয়েক টিন সরষের তেল ও বস্তা দেড়েক পোস্ত নিয়ে গিয়েছে।” তদন্ত চলছে। |