স্কুল পরিদর্শন এবং তদারকি প্রক্রিয়া আরও জোরদার করতে হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের স্কুলগুলিতে যুদ্ধকালীন ভিত্তিতে পরিকাঠামো গড়া দরকার। অবিলম্বে শূন্যপদও পূরণ করতে হবে। বুধবার বোলপুরে পশ্চিমবঙ্গ স্কুল পরিদর্শক সমিতির বীরভূম জেলা ইউনিটের ৪০তম বার্ষিক সাধারণ সভায় এমন সব কথাই উঠে এল। এই মর্মে খুব দ্রুত সংশ্লিষ্ট জায়গায় আবেদন এবং সুপারিশ পাঠানোর সিদ্ধান্তও গ্রহণ করেছে ওই সংগঠন। এ দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যেরা যোগ দিয়েছিলেন। সভায় জেলার সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকার প্রাথমিক স্কুলগুলির হাল হকিকতের পাশাপাশি গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের বিদ্যালয়গুলির সামগ্রিক পঠনপাঠনের অবস্থা নিয়েও আলোচনা হয়। সংগঠনের পক্ষে জেলা সভাপতি মানবেন্দ্র ঘোষ বলেন, “স্কুলগুলিতে শূন্যপদ পূরণ, সুষ্ঠু বদলি নীতি চালু করা, শিক্ষায় উন্নত প্রযুক্তির ব্যবহার, পরিকাঠমো উন্নয়ন-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। গৃহীত সিদ্ধান্তগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সভায় বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজা ঘোষ, সংগঠনের সম্পাদক কাকলি জোয়ারদার প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদদাতা, মহম্মদবাজার: মহম্মদবাজারের বিষ্ণুপুর হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দু দিন ধরে চলা নানা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হল বুধবার সন্ধ্যায় স্কুলের বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক মদন মোহন দাস জানান, মঙ্গলবার সকাল দশটায় জেলা বিদ্যালয় পরিদর্শক (উচ্চ) আনসার আলি মির্জা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত ছিলেন সমস্টি উন্নয়ন আধিকারিক সুমন বিশ্বাস, শিক্ষাবিদ কিশোরী রঞ্জন দাস সহ বহু বিশিষ্ট লোকজন দু দিন ধরে চলা ওই অনুষ্ঠানে বিদ্যালয়য়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা করমিরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন মঙ্গলবার বিকেলে সিউড়ি চিরন্তন থিয়েটারের নাটক চেতন কথা এবং বুধবার বিকেলে সিউড়ির ইয়াং নাট্যগোষ্ঠীর নাটক ‘ফল’ দর্শক দের মুগ্ধ করেছে দূরদর্শনের হাস্যকৌতুক খ্যাত মনজিত হাজরার অনুষ্ঠান স্রোতা ও দর্শকদের মন জয় করে। |