স্কুলের মাঠে সভা, তাই পঠন-পাঠন বন্ধ করে টিফিনের পরেই স্কুল ছুটি দিয়ে দেওয়ার অভিযোগ উঠল কাঁকসা হাইস্কুলে। বুধবার ওই স্কুলে তৃণমূল যুবার সমর্থনে সভার আয়োজন করে বর্ধমান জেলা (গ্রামীণ) তৃণমূল। প্রধান বক্তা ছিলেন দলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সুব্রত বক্সি। ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, মলয় ঘটক, সাংসদ ডেরেক ও ব্রায়েন প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টোয় সভা থাকলেও তার আগে থেকেই লোকজন আসতে শুরু করে। বাজতে থাকে লাউড স্পিকার। পঠন-পাঠনের পরিবেশ না থাকায় টিফিনের পরে পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তবে শিক্ষকেরা ছিলেন। ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরাও। তাঁদের অভিযোগ, স্কুল বন্ধ রেখে আগেও শাসক দলের সভা হত। এখনও হচ্ছে। তবে তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) সম্পাদক দেবদাস বক্সি জানান, এলাকায় বড় কোনও মাঠ না থাকায় স্কুল কর্তৃপক্ষের সম্মতি নিয়েই এই মাঠে সভা করা হয়। তবে স্কুল বন্ধ করে দিয়ে পড়ুয়াদের আগাম ছুটি দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই।
স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত ঘোষ জানান, স্কুলের মাঠ চেয়ে চিঠি দিয়েছিল তৃণমূল। দুপুর দেড়টা পর্যন্ত ক্লাস চলে। এরপর পড়ুয়ারা মিড ডে মিল খায়। কিন্তু সভার লাউড স্পিকারের আওয়াজ এবং ভিড়ের মধ্যে পড়ুয়াদের বাড়ি ফিরতে সমস্যা হবে ভেবে পড়ুয়াদের আগাম বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতর সূত্রে জানা গিয়েছে, শুধু ওই স্কুলই নয়। পাশের আরও একটি মাধ্যমিক এবং প্রাথমিক স্কুলেও দুপুরের পরে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। স্কুলগুলির কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) জোসেনারা বেগম। তিনি বলেন, “স্কুলে শিক্ষার পরিপন্থী এমন কিছু হওয়া উচিত নয়। আমি স্কুল কর্তৃপক্ষদের কাছে কৈফিয়ত চাইব।” |